1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শাহরুখের ঝুঁকির খেলা শুরু, রা-ওয়ান হাজির দেওয়ালিতে

২৬ অক্টোবর ২০১১

রা-ওয়ান৷ অনেক প্রতীক্ষা, প্রচুর বিজ্ঞাপন, দেড়শো কোটি টাকা খরচ, বিস্তর টেকনোলজির খেলা, শাহরুখের স্বপ্ন, দর্শকের প্রত্যাশার চড়চড়ে পারদ, এতসব মিলিয়ে আজ সেই ছবির মুক্তি৷ বাজছে ঢাকঢোল৷

বলিউডের জনপ্রিয় নায়ক শাহরুখ খানছবি: webdunia

দেওয়ালিতে এক নতুন আলো নিয়ে এলেন শাহরুখ৷ বুধবারে কোনদিন কোন ছবি মুক্তি পায়না ভারতে৷ সচরাচর নতুন ছবি মুক্তির দিন হল শুক্রবার৷ কিন্তু তাও বুধবারেই মুক্তি পেয়ে গেল বহু আশার রা-ওয়ান৷ এই এক নম্বর রা আসলে মহাকাব্যের খলনায়ক রাবণ৷ সে চরিত্রে হ্যান্ডসাম, কুল, ছয় ফুটিয়া অর্জুন রামপাল৷ আর তার সঙ্গে টক্বর দিচ্ছে জি-ওয়ান৷ বলা বাহুল্য সেই জি-ওয়ান বা জীবন আর কেউ নন, বলিউড বাদশা, দুনিয়া জুড়ে বলিউডি হৈচৈতে নতুন মাত্রা জুড়ে দেওয়া শাহরুখ খান৷ ছবির গপ্পে সেই ভালোর জয় আর মন্দের পরাজয়ের কাহিনী৷ তবে তাতে আছে মুহূর্তে মুহূর্তে চমকে দেওয়া চমকের বাহার৷

তাই বলে শাহরুখ খান কি নিশ্চিন্তে বসে আছেন? খবরদার! এমনটা ভাববেন না ভুলেও৷ একে তো ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি টাকার ছবি, তায় সেই কল্পবিজ্ঞান ছবির আগাম প্রচারে শাহরুখের রেড চিলিজ এন্টারটেনমেন্ট এত টাকা ঢেলেছে, যে রা-ওয়ান ছাড়া আর কোন কথা নেই মানুষের মুখে৷ এমনকি, এই ক'দিন আগে নতুন দিল্লীর নয়ডাতে ভারতীয় ফর্মুলা ওয়ান ট্র্যাকের উদ্বোধনে জার্মান গাড়ি তারকা মিশায়েল শুমাখারকেও এই ছবির প্রচারে ব্যবহার করেছেন শাহরুখ৷ তিনি কোন রাস্তাই ছাড়েন নি৷

ছাড়েন নি বলেই এবারে এই ছবিই করতে চলেছে রেকর্ড ভাঙা ব্যবসা৷ অন্তত ভারতীয় মিডিয়া সেকথা আগাম ভবিষ্যদ্বাণী করে রেখেছে৷ বিশ্বের বহু দেশেই এই ছবি মুক্তি পাচ্ছে৷ সেখান থেকেও আসবে ভালোই অর্থ৷ এক তো শাহরুখের জনপ্রিয়তা, তার ওপর এই ছবির জন্য ব্যবহার করা স্পেশাল এফেক্টস -এর মাথা ঘুরিয়ে দেওয়া জাদু, তার সঙ্গে মিলেছে এই এত এত প্রচারের হাওয়া৷ ফলে রা-ওয়ান ঝড় হয়েই দেখা দেবে বলিউড জগতে৷

দেওয়ালিতেই ছবিটা মুক্তি দিতে চেয়েছিলেন শাহরুখ৷ অতীতে দেওয়ালিতে মুক্তি পাওয়া তাঁর দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে কিংবা ২০০৭ সালে ওম শান্তি ওম, এসবই যাকে বলে দুরন্ত হিট ছবি৷ তাই নিজের সর্বস্ব ঢেলে তৈরি করা এই রা - ওয়ানে কোনরকম ঝুঁকি নিতে তিনি রাজি নন৷

তবে শাহরুখের ঝুঁকি কাজে দিয়েছে৷ কারণ, ইতিমধ্যেই টিকিটের হাহাকার শোনা যাচ্ছে ভারত জুড়ে৷ বিশ্বের অন্যত্রও৷ রা-ওয়ান বোধহয় বলিউডের জন্য একখানা মাইলস্টোন তৈরি করে তবেই থামবে৷ আর সেটাই চান কিং খান, শাহরুখ৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ