1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শাহরুখের বাড়িতে বোমাতঙ্ক, শহরে নতুন খান

৩ নভেম্বর ২০১০

দুটি ভিন্ন কারণে এখন সংবাদ শিরোনামে শাহরুখ খান৷ না, নতুন ছবি বা বিদেশে শুটিং নয়, তাঁরই বাড়িতে এক দর্শনার্থীকে হত্যার নাটকীয় হুমকি নিয়ে তোলপাড় কাণ্ড৷ অন্যদিকে মুম্বইয়ে এসে পড়েছেন এক নতুন খান৷

একের পর এক নতুন ‘ঘটনা’য় জড়িয়ে পড়ছেন শাহরুখছবি: UNI

মুম্বই শহরে শাহরুখ খানের বাড়ি ‘মন্নত' কে না চেনে! দর্শনার্থীদের সংখ্যাও কম নয়৷ এঁদেরই একজন নামজাদা ব্যবসাদার জগদীশ যোশী৷ হঠাৎ পুলিশ কনট্রোল রুমে ফোন এল৷ নাম পরিচয় না জানিয়ে এক কণ্ঠ শুধু বললো, যোশী যখন শাহরুখের বাড়ি যাবেন, তখন কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনের লোকজন তাকে খুন করবে৷

এমন হুমকি কি আর উড়িয়ে দেওয়া যায়! পুলিশ সঙ্গে সঙ্গে শাহরুখের বাড়ি পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলল৷ গোটা বাড়িতে তল্লাশী চালিয়েও অবশ্য বিস্ফোরক বা অন্য কোনো বিপজ্জনক বস্তু পাওয়া যায় নি৷ এমনকি মঙ্গলবার বার্লিনে কিং খান তাঁর জন্মদিনে যেসব উপহার পেয়েছেন, সেগুলিও ভাল করে তল্লাশি করা হয়৷ পরে অবশ্য পুলিশ ভেবে দেখল, যাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সেই যোশী হয়ত জগদীশ যোশী নাও হতে পারেন৷ সম্ভবত শচিন জোশী নামের আরেক জন হয়তো আততায়ীর নিশানা হতে চলেছেন৷

এমন ভাবেই বোমা সনাক্ত করে এমডাব্লুডি খানছবি: AP

যাই হোক শাহরুখ হয়ত তখনকার মতো স্বস্তির নিঃশ্বাস ফেললেন৷ কিন্তু এদিকে আরেক ঘটনা৷ শহরে এসেছে নতুন এক খান৷ নাম এমডাব্লুডি খান৷ অতএব স্পটলাইট এখন নতুন এই খানের দিকে৷ খোদ প্রেসিডেন্ট ওবামার নিরাপত্তার দায়িত্বে থাকবেন এই খান৷ তবে মানুষ নয়, এই খান নিরাপত্তা বাহিনীর এক কুকুর৷ গন্ধ শুঁকে বোমা খোঁজার কাজে বিশেষ পারদর্শী এই খান৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ