1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শাহরুখের বার্লিনীয় জন্মদিনে হাজির হৃত্বিক

৩ নভেম্বর ২০১০

কিং খানকে নিয়ে আগ্রহের কমতি নেই কারো৷ কখন কোথায় আছেন, কি করছেন, কি খাচ্ছেন, কার সঙ্গে মিশছেন - সবই খবর৷ সেই খবরের ভিড়ে নতুন সংযোজন শাহরুখের টুইট বার্তা৷

বার্লিনে শাহরুখ ভক্তের অভাব নেইছবি: DW

মঙ্গলবার বার্লিনে ব্যস্ততার মাঝেই ৪৫তম জন্মদিন উদযাপন করলেন বলিউড তারকা শাহরুখ খান৷ একেতো জার্মান তরুণীরা শাহরুখ বলতে পাগল, তার ওপর এখানেই চলছে ‘ডন-টু' এর শুটিং৷ সবমিলিয়ে বার্লিনে বসেছে বলিউড তারকাদের মেলা৷ গোপন খবর সন্ত্রীক হৃত্বিক রোশনও নাকি বার্লিনেই এখন৷ অভিনয় করছেন ডন-টুতে৷

সে যাই হোক, টুইটার মারফত বলিউড ডন জানিয়েছেন, এর আগে নাকি নিজের জন্মদিনে এত মজা পাননি তিনি৷ এই যা, হৃত্বিক নিজে গোপন রাখলেও খান কিন্তু বলে দিলেন, জন্মদিনে তাঁর সঙ্গে ছিলেন সুজানা, হৃত্বিক, ডন টু টিম আর গৌরির সঙ্গে সবচেয়ে বড় ‘প্রোডাকশন' মানে সন্তানরা৷

শাহরুখের এই বার্লিনীয় জন্মদিনে যারা উপস্থিত ছিলেন না, তারা আবার বেছে নিয়েছেন টুইটারকেই৷ শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু করন জোহর এখন ম্যালেরিয়া রোগী৷ তাই মিস্ করেছেন কিং এর জন্মদিন৷ কি আর করা! টুইটারে মন্তব্য, ‘লাভ ইউ লটস ভাই'৷ কৃতজ্ঞতা স্বীকার করতেও কার্পণ্য করেননি করন৷ জানিয়েছেন, নিজের ক্যারিয়ার আর স্বপ্নের পেছনে একজনই আছেন, তিনি শাহরুখ৷

সে যাই হোক, ডন টু থেকে বাদ অর্জুন রামপালও শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখকে৷ বলেছেন, মুম্বাইয়ে তাকে মিস করছে সবাই৷ রিতেশ দেশমুখও আছেন টুইটারে শাহরুখকে শুভেচ্ছা জানানোর তালিকায়৷

ও হ্যাঁ, আরেক তন্বীর কথাতো বলা হলো না৷ শাহরুখের সঙ্গে বার্লিনে আছেন প্রিয়াঙ্কা চোপড়া৷ কিছুদিন আগে শাহরুখ দম্পতির বিবাহ বার্ষিকীতেও হাজির ছিলেন তিনি৷ কিন্তু ইদানিং শাহরুখের প্রতি একটু বেশিই আন্তরিকতা দেখাচ্ছেন প্রিয়াঙ্কা৷ এইতো খানিক আগের টুইট, শাহরুখ, তুমি তোমার কল্পনার চাইতেও বেশি কিছু৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ