শাহরুখ খানের বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ
১০ নভেম্বর ২০১১বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান সপ্তাহান্তে মুম্বই-এর ‘ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট' দপ্তরে প্রায় সাত ঘন্টা ধরে কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন৷ এই দপ্তরটি ভারতের অর্থ মন্ত্রনালয়ের একটি শাখা৷ তাদের কাছে অভিযোগ এসেছে যে শাহরুখ খান অর্থ পাচারের সঙ্গে জড়িত৷ তবে কোন কর্মকর্তাই এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি৷ এমনকি শাহরুখ খানের মুখপাত্রও কোন ধরণের মন্তব্য করেননি৷
তবে জানা গেছে যে, ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় আইপিএল-এর টুর্নামেন্ট চলছিল৷ সেই সময়ে অর্থ পাচার করা হয়েছে এমন অভিযোগ উঠেছে৷ কলকাতা নাইট রাইডার্স ক্লাবের বেশিরভাগ শেয়ারই শাহরুখ খানের দখলে৷ এই দলের বাইরে মরিশাসের একটি ক্লাবেও শাহরুখ খানের শেয়ার রয়েছে৷ সে বিষয়েও প্রশ্ন করেন কর্মকর্তারা৷
অর্থ পাচার, আইন ভঙ্গ, শুল্ক ফাঁকি এবং দুর্নীতির অভিযোগ আসে মুম্বই-এর ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্টের কাছে৷ এ ব্যাপারে তদন্ত শুরু করেছেন তারা৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: দেবারতি গুহ