1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শাহরুখ-পুত্রকে সমানে জেরা, উঠছে নানা প্রশ্ন

৫ অক্টোবর ২০২১

নারকোটিকস ব্যুরোর হেফাজতেই শাহরুখ খান-পুত্র আরিয়ান। তাকে সমানে জেরা করা হচ্ছে।

বাবা শাহরুখ ও মা গৌরীর সঙ্গে আরিয়ান খান(একেবারে বামদিকে)ছবি: Strdel/AFP/Getty Images

শাহরুখ খানের ছেলে আরিয়ানকে মাদক মামলায় জামিন দিলো না আদালত। তাকে আরো তিনদিন নারকোটিকস ব্যুরোর(এনসিবি) হেফাজতে থাকতে হবে। আরিয়ানকে নিয়ে মাদকের খোঁজে তল্লাশিও করার পরিকল্পনা রয়েছে এনসিবি-র। আরিয়ান ছাড়াও তারা প্রমোদতরী থেকে আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামাচা সহ সাতজনকে গ্রেপ্তার করেছে। আরবাজকে নিয়ে রাতভর মুম্বইতে তল্লাশিও চালিয়েছে এনসিবি। মাদকের বিভিন্ন ঠেক, মাদক পাওয়ার জায়গাগুলো দেখতে চেয়েছে তারা।

আরিয়ানও তদন্তে সহযোগিতার কথা বলেছে। তাকে দীর্ঘক্ষণ জেরা করেছেন নারকোটিকস ব্যুরোর অফিসাররা। এখনো পর্যন্ত বাবা শাহরুখ ও মা গৌরীর সঙ্গে আরিয়ানের দেখা হয়নি। তারা আদালতে জামিনের শুনানির সময়ও যাননি।

মুনমুন ধামাচা কে?

আরিয়ানের সঙ্গে প্রমোদতরী থেকে মুনমুন ধামাচাকেও পুলিশ গ্রেপ্তার করে। মুনমুন মধ্যপ্রদেশের এক ব্যবসায়ীর মেয়ে এবং মুম্বইয়ের মডেল। আরিয়ানের বন্ধু। আরিয়ানের যেমন লেন্সের বাক্সে মাদক ছিল বলে অভিযোগ, তেমনই মুনমুনের স্যানিটারি প্যাডে মাদক ছিল বলে অভিযোগ।

ইনস্টাগ্রামে মুনমুনের ফলোয়ার সংখ্যা দশ হাজারের বেশি। তবে সেখানে আরিয়ানের সঙ্গে তার কোনো ছবি তিনি পোস্ট করেননি।

শহরুখকে ফোন

বলিউডের একাধিক তারকা শাহরুখ খানের সঙ্গে ফোনে কথা বলেছেন। সলমন খান খবর পাওয়ার পরেই শাহরুখের বাড়ি গেছিলেন। তার বোনও গেছিলেন। সোমবার ফোনে কথা বলেছেন দীপিকা পাড়ুকোন, করণ জোহর, কাজল, রানি মুখোপাধ্যায়, রোহিত শেট্টি, আদিত্য চোপড়ারা। এছাড়া সুনীল শেট্টি, হন্সল মেহতা, সুচিত্রা কৃষ্ণমূর্তি টুইট করেছেন। যেখানে শাহরুখ-পুত্রকে ট্রোল না করার অনুরোধ করা হয়েছে। সেখানেও তারকারা শাহরুখের পাশে থাকার বার্তা দিয়েছেন।

সামাজিক মাধ্যমে

সামাজিক মাধ্যমও দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। প্রচুর নেটিজেন আরিয়ানের বিপক্ষে কথা বলছেন। লেখিকা শোভা দে-ও মন্তব্য করেছেন, এই ঘটনায় সকলের, বিশেষ করে অবিভাবকদের নড়েচড়ে বসা উচিত।

আবার এর উল্টো মেরুতে আছেন ঋত্বিক রোশনের বিবাহবিচ্ছিন্না স্ত্রী সুজান। তার মত হলো, আরিয়ানকে গ্রেফতার করাটা হলো ‘ডাইনি খোঁজা'-র মতো। আরিয়ান ভুল সময়ে ভুল জায়গায় ছিল। এই ঘটনা দুঃখজনক। কারণ আরিয়ান খুবই ভাল ছেলে। তিনি গৌরী এবং শাহরুখের পাশে আছেন বলেও জানিয়ে দিয়েছেন।

শাহরুখকেও আক্রমণ

নেটমাধ্যমে শাহরুখ খানের বিরুদ্ধেও ভরপুর আক্রমণ চলছে। তিনি শিক্ষা সংক্রান্ত একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। শাহরুখ এই ভূমিকায় আসার পর সংস্থার বিপুল লাভ হয়েছে। আয়ও বেড়েছে। সংস্থার বিভিন্ন বিজ্ঞাপনে শাহরুখ শিক্ষা সংক্রান্ত নানা কথা বলেন। এরপরই নেটিজেনদের একাংশের তোপ, যার ছেলের এই হাল, তিনি কী করে অন্য বাচ্চদের শিক্ষা নিয়ে কথা বলেন? প্রশ্ন উঠছে, ওই সংস্থা এবার কী করবে?

বলিউড ও মাদক

বলিউডের তারকাদের মাদকাশক্তি নিয়ে বিতর্ক অতীতে বহুবার সামনে এসেছে। অতীত তারকা সুনীল দত্তের ছেলে সঞ্জয় দত্তের মাদকাসক্তি এবং বাবার চেষ্টায় রিহ্যাব সেন্টারে গিয়ে নেশা ছাড়ানোর কাহিনি বহুল পরিচিত।

কিছুদিন আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আবার বলিউড ও মাদক নিয়ে প্রবল হইচই শুরু হয়। সেই সময় মাদক রাখার অভিযোগে এনসিবি সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করে। দীপিকা পাড়ুকোন সহ বেশ কয়েকজনকে জেরাও করে এনসিবি।

সেই বিতর্কের জের মিটতে না মিটতেই এবার শাহরুখ-পুত্রকে নিয়ে শুরু হলো নতুন করে বিতর্ক।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ