1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শাহরুখ ৫৭, হলে ফিরলো ডিডিএলজে

২ নভেম্বর ২০২২

৫৭ বছরে পা দিলেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান। তার জন্মদিনে আবার দেশজুড়ে দেখানো হচ্ছে ডিডিএলজে।

৫৭ বছরে শাহরুখ খান। তার জন্মদিনে হলে ফিরলো ডিডিএলজে।
শাহরুখ খানের জন্মদিনে হলে ফিরলো ডিডিএলজে। ছবি: Money Sharma/AFP/Getty Images

ডিডিএলজে মানে দিলওয়ালিয়া দুলহন লে জায়েঙ্গে। শাহরুখ খানের সুপার-ডুপার হিট হিন্দি সিনেমা। শাহরুখ ও কাজল জুটি এখান থেকেই বলিউডে ইতিহাস তৈরি করেছিল।

সিনেমার শেষ দৃশ্য তো পুরো আইকনিক। ট্রেনের দরজায় দাঁড়িয়ে শাহরুখ। আর শেষ সময়ে বাবার অনুমতি পেয়ে কাজল ছুটছেন। হাত বাড়িয়ে দিয়েছেন শাহরুখ। ২৭ বছর আগের সিনেমা। তখন শাহরুখের বয়স ৩০। এতদিন পরেও সেই সিনেমার আকর্ষণ অমোঘ। শাহরুখের জন্মদিনে তাই সেই ডিডিএলজে আবার দেখা যাবে দেশজুড়ে। 

তবে মুম্বইয়ের মারাঠা মন্দির হলে ডিডিএলজে এখনো চলছে। সেই ১৯৯৫ সাল থেকে। মাঝে করোনার জন্য কিছুদিন হল বন্ধ ছিল। করোনার পর আবার হল খুলেছে এবং ডিডিএলজে-ই দেখানো হচ্ছে। এখনো সেখানে ব্যালকনির টিকিট পাওয়া যায় ৪০ টাকায়। যশরাজ ফিল্মসের তরফ থেকে ডিডিএলজে-র পোস্টার দিয়ে বলা হয়েছে, আসুন, আবার নতুন করে ভালো লাগা তৈরি হোক।  পিভিআর, সিনেপোলিস এবং আইনক্সে দেখানো হবে ডিডিএলজে। 

শাহরুখ কী করলেন

রাত বারোটা বাজতেই তার বাসভবন মন্নতের সামনে এলেন শাহরুখ। দুই হাত দুই দিকে ছড়িয়ে তার সেই বিখ্যাত পোজ দিলেন। সেলফি তুললেন। অনুরাগীদের উদ্দেশ্যে ছুঁড়ে দিলেন ফ্লাইং কিস। ছোট ছেলে আবরামকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন তিনি। অনুরাগীরা জন্মদিনে শাহরুখের দেখা পেয়ে আপ্লুত। 

প্রায় চার বছর ধরে সিনেমায় কাজ করেননি শাহরুখ। আগামী বছর শাহরুখের কেরিয়ারের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। পরপর বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাচ্ছে। তার মধ্যে অন্যতম যশরাজ ফিল্মসের 'পাঠান'। এখানে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। এছাড়া রামকুমার হিরানির 'ডুনকি'তেও শাহরুখ আছেন। তার সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন তাপসী পান্নু।  এছাড়া নয়নতারা ও বিজয় সেতুপথির সঙ্গে 'জওয়ান'-এ কাজ করেছেন। ফলে ২০২৩-এর জানুয়ারি থেকেই শাহরুখ-ভক্তরা সুপারস্টারের একের পর এক ছবি দেখতে পাবেন।

জিএইচ/এসজি (এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ