৫৭ বছরে পা দিলেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান। তার জন্মদিনে আবার দেশজুড়ে দেখানো হচ্ছে ডিডিএলজে।
বিজ্ঞাপন
ডিডিএলজে মানে দিলওয়ালিয়া দুলহন লে জায়েঙ্গে। শাহরুখ খানের সুপার-ডুপার হিট হিন্দি সিনেমা। শাহরুখ ও কাজল জুটি এখান থেকেই বলিউডে ইতিহাস তৈরি করেছিল।
সিনেমার শেষ দৃশ্য তো পুরো আইকনিক। ট্রেনের দরজায় দাঁড়িয়ে শাহরুখ। আর শেষ সময়ে বাবার অনুমতি পেয়ে কাজল ছুটছেন। হাত বাড়িয়ে দিয়েছেন শাহরুখ। ২৭ বছর আগের সিনেমা। তখন শাহরুখের বয়স ৩০। এতদিন পরেও সেই সিনেমার আকর্ষণ অমোঘ। শাহরুখের জন্মদিনে তাই সেই ডিডিএলজে আবার দেখা যাবে দেশজুড়ে।
যেভাবে জার্মানি জয় করছেন শাহরুখ খান
জার্মানদের বসার ঘরে পৌঁছে গেছে বলিউড সিনেমা৷ আর তা ঘটছে শাহরুখ খানের হাত ধরেই৷ জনপ্রিয় এই তারকার অতীতের গল্পটা অনেকটা বলিউডের মতোই৷
ছবি: picture-alliance/dpa/Rapid Eye Movies
বলিউডের রাজা
তাঁর ক্যারিয়ারের গল্পটা বলিউডের অনেক সিনেমার গল্পের মতো৷ নতুন দিল্লিতে জন্ম নেয়া শাহরুখকে ক্যারিয়ারের শুরুতে অনেক পরিশ্রম করে সামনে এগোতে হয়েছে৷ পঞ্চাশ বছর বয়সি এই অভিনেতা ভারতের অন্যতম সফল অভিনেতাদের একজন৷ অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও উপস্থাপক হিসেবেও সুনাম কুড়িয়েছেন তিনি৷
ছবি: Rapid Eye Movies
খলনায়ক থেকে নায়ক
ক্যারিয়ারের শুরুতে শাহরুখ খানকে দেখা যেত খলনায়কের চরিত্রে৷ তবে নব্বইয়ের দশকে বিভিন্ন রোমান্টিক ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করে তিনি চূড়ান্ত খ্যাতি অর্জন করেন৷ ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর ‘‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’’ ছবিটি একটি সিনেমা হলে সবচেয়ে বেশিদিন ধরে চলার বিশ্বরেকর্ড গড়ে৷
ছবি: picture alliance/Dinodia Photo
বলিউডের জনপ্রিয় জুটি
গত ২২ বছর ধরে শাহরুখের পাশে আছেন কাজল৷ রূপালি পর্দায় সবচেয়ে সফল জুটি তাঁরা৷ তবে বাস্তবে তাঁরা অন্য সঙ্গীর সঙ্গে বিবাহিত এবং সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন৷
ছবি: picture-alliance/AP Photo/R. Maqbool
একজন আদর্শ স্বামী
বলিউড তারকা শাহরুখ খানের স্ত্রী গৌরি খান৷ পঁচিশ বছর ধরে সংসার করছেন তাঁরা৷ শাহরুখের ক্যারিয়ারে স্ক্যান্ডালের ঘটনা তেমন একটা নেই৷ পারিবারিক জীবনে তিন সন্তানের জনক তিনি৷
ছবি: picture-alliance/Dinodia Photo Library
‘বলিউড মিটস হলিউড’
২০১০ সালে মুক্তি পাওয়া ‘মাই নেম ইজ খান’ ছবিটি বিদেশের মাটিতে সবচেয়ে জনপ্রিয় বলিউড মুভি হিসেবে স্বীকৃতি পায়৷ মার্কিন যুক্তরাষ্ট্রের পটভূমিতে নির্মিত ছবিটিতে নাইন ইলেভেনের পর ইসলামোফোবিয়ার বিষয়টি তুলে ধরা হয়৷ ছবিটিতে তাঁর সংলাপ ‘মাই নেম ইজ খান এন্ড আই এম নট এ টেরোরিস্ট’ ব্যাপক সাড়া জাগায়৷
ছবি: Twentieth Century Fox
বলিউড রপ্তানি
২০১৪ সালে মিউজিক্যাল কমেডি ড্রামা ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তির পর একদিনে সর্বোচ্চ অর্থ আয় করা বলিউড ছবির রেকর্ড গড়ে৷ সেবছর ছবিটি জার্মানিতেও প্রদর্শিত হয়৷ এখন অবস্থা এমন যে, জার্মানিতে বলিউডের নাচ এবং রান্না শেখার পাশাপাশি বলিউডের পোশাকও বিক্রি হচ্ছে৷
ছবি: Rapid Eye Movies
একজন বিত্তবান
শাহরুখ খান এবং তাঁর সহঅভিনেতা অক্ষয় কুমার ফোর্বসের সবচেয়ে বিত্তশালীদের তালিকায় স্থান করে নিয়েছেন৷ বলিউডের রাজার বাৎসরিক আয় তেত্রিশ মিলিয়ন মার্কিন ডলার৷
ছবি: Getty Images/AFP
কোটি কোটি অনুসারী
বলিউডের রাজার ফেসবুক এবং টুইটারে ৪ কোটি ২০ লাখ jvc অনুসারী রয়েছেন৷ ব্যক্তিগত বিভিন্ন বিষয়াদি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি, যেখান থেকে জানা গেছে তার ‘পোকিমন গো’ প্রেমের কথা৷
ছবি: Twitter/Shah Rukh Khan/iamsrk
8 ছবি1 | 8
তবে মুম্বইয়ের মারাঠা মন্দির হলে ডিডিএলজে এখনো চলছে। সেই ১৯৯৫ সাল থেকে। মাঝে করোনার জন্য কিছুদিন হল বন্ধ ছিল। করোনার পর আবার হল খুলেছে এবং ডিডিএলজে-ই দেখানো হচ্ছে। এখনো সেখানে ব্যালকনির টিকিট পাওয়া যায় ৪০ টাকায়। যশরাজ ফিল্মসের তরফ থেকে ডিডিএলজে-র পোস্টার দিয়ে বলা হয়েছে, আসুন, আবার নতুন করে ভালো লাগা তৈরি হোক। পিভিআর, সিনেপোলিস এবং আইনক্সে দেখানো হবে ডিডিএলজে।
শাহরুখ কী করলেন
রাত বারোটা বাজতেই তার বাসভবন মন্নতের সামনে এলেন শাহরুখ। দুই হাত দুই দিকে ছড়িয়ে তার সেই বিখ্যাত পোজ দিলেন। সেলফি তুললেন। অনুরাগীদের উদ্দেশ্যে ছুঁড়ে দিলেন ফ্লাইং কিস। ছোট ছেলে আবরামকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন তিনি। অনুরাগীরা জন্মদিনে শাহরুখের দেখা পেয়ে আপ্লুত।
বলিউডের ‘বাদশা’র গল্প
শাহরুখ খানের জনপ্রিয়তা ছাপিয়ে গেছে বিশ্বের তাবৎ অভিনেতাকে৷ বলিউডের ‘বাদশা’ শাহরুখকে চিনুন এই ছবিঘরে...
ছবি: Getty Images/AFP/N.Seelam
যেখান থেকে শুরু
দিল্লিতে জন্মগ্রহণ করা শাহরুখের স্বাধীনতা সংগ্রামী বাবা সেনাবাহিনীতে যোগ দেওয়ায় সন্তানদের সময় দিতে পারতেন না৷ তাই দাদা-দাদীর কাছেই বড় হন তিনি৷ চিরকালের ভালো ছাত্র শাহরুখ পড়াশোনার পাশাপাশি ফুটবল ও হকি খেলতেন৷ অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভের পর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা শেষ করেন৷ তখন থেকেই বাড়তে থাকে অভিনয়ের প্রতি তার ঝোঁক৷ তাই চলে যান মুম্বাই৷
ছবি: picture alliance/dpa/Mum-Mitesh Bhuvad
অভিনয়ে পদার্পণ
১৯৮৮ সালে প্রথম টিভি সিরিয়ালে অভিনয়ের সুযোগ পান শাহরুখ৷ তার অভিনীত প্রথম সিরিয়াল ‘দিল দরিয়া’ মুক্তি না পেলেও পরে ‘ফৌজি’ ও ‘সার্কাস’ সিরিয়ালে তার অভিনয় দর্শকদের নজর কাড়ে৷ ১৯৯১ সালে বড় পর্দায় অভিনয়ের প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দেন শাহরুখ৷ তবে ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির হাত ধরে রূপালি পর্দায় তার আত্মপ্রকাশ৷ এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে৷
ছবি: Getty Images/AFP/S. Verma
নব্বইয়ের দশকে শাহরুখ
সেই সময়ে প্রচলিত নায়কের চরিত্রের ধারার একদম বিপরীতে গিয়ে ভিন্নধারার চরিত্র বাছতে শুরু করেন শাহরুখ৷ ‘ডর’, ‘আঞ্জাম’ বা ‘বাজিগর’ ছবিতে ‘নেতিবাচক’ বা খল চরিত্রে তার অভিনয় প্রশংসা কুড়োয়৷ বেশ কয়েকটি পুরষ্কারও পান৷ কিন্তু ১৯৯৪ সালে ‘কভি হা কভি না’ ছবির রোম্যান্টিক হিরো চরিত্রের অভিনয়ে নিয়মিত হয়ে যান৷
ছবি: picture alliance/dpa/AP Images/J. Ryan
প্রেমিক শাহরুখ
১৯৯৫ থেকে ২০০৩ সাল ছিল শাহরুখের প্রেমিক চরিত্রে অভিনয়ে প্রতিষ্ঠিত হওয়ার সময়৷ ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘পরদেস’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘মহব্বতে’, ‘কভি খুশি কভি গম’ ইত্যাদি ছবিতে তার অভিনয় দর্শকদের মন জিতে নেয়৷ একই সময়ে মনিরত্নম ও কমল হাসানের মতো অন্য ধারার পরিচালকের সাথেও কাজ করেছেন তিনি, যা তার ক্যারিয়ারে অন্য মাত্রা যোগ করে৷
ছবি: Imago/Xinhua
ঘুরে দাঁড়ানো শাহরুখ
শারীরিক অসুস্থতার কারনে ২০০২ থেকে ২০০৩- এই দু’বছর তেমন ভালো কাটেনি৷ হাতে খুব বেশি কাজও ছিল না৷ কিন্তু তার জনপ্রিয়তা তাতে কমেনি৷ ২০০৪ সালে ‘ম্যায় হু না’ ছবির ব্যাপক সাফল্যই তা প্রমাণ করে দিয়েছিল৷ ওই সময়েই সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’ গড়ে চলচ্চিত্র প্রযোজক হিসাবে কাজ শুরু করেন৷ তখন ‘পহেলি’ বা ‘চাক দে ইন্ডিয়া’ ছবিতে অভিনয় করে নিজের অভিনয়ের ব্যাপ্তিও বাড়িয়ে নেন শাহরুখ৷
ছবি: picture-alliance/dpa/M. Balk
অন্য ভূমিকায় শাহরুখ
টেলিভিশনে সঞ্চালকের ভূমিকাতেও দেখা গেছে তাকে৷ ‘কৌন বনেগা করোরপতি’ ও ‘ইন্ডিয়া নই সোচ’-এর শাহরুখকেও ভোলার নয়৷ এছাড়া প্লেব্যাকও করেছেন ‘জোশ’ ছবিতে৷ বন্ধু ও অভিনেত্রী জুহি চাওলার সাথে মিলে আইপিএল-এর একটি দল ‘কলকাতা নাইট রাইডার্স’ কিনেছেন৷ এছাড়া বহু সমাজসেবামূলক সংস্থার হয়েও কাজ করেছেন তিনি৷
ছবি: picture-alliance/dpa/D. Photo
খারাপ সময়
২০১৪ সালের পর থেকে আস্তে আস্তে শাহরুখের ক্যারিয়ারে কিছুটা খরা দেখা যেতে থাকে৷ ‘জিরো’, ‘দিলওয়ালে’ বা ‘জব হ্যারি মেট সেজাল’ সেভাবে সাফল্য পায়নি৷ কিন্তু ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘রইস’ বদলে দেয় এই ধারা৷ ২০১৮ সালে ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে এক মনোরোগ বিশেষজ্ঞের চরিত্রে অভিনয় অভিনেতা শাহরুখকে দর্শকের সামনে নতুনভাবে তুলে ধরে৷
ছবি: Getty Images/AFP/N.Seelam
তবুও ‘বাদশা’
বড়পর্দার ক্যারিয়ারে ওঠানামা, ছোটপর্দায় সাফল্য থেকে রাজনৈতিক বিতর্ক- সবকিছুই আছে শাহরুখের ত্রিশ বছর পেরিয়ে যাওয়া কর্মজীবনে৷ পেয়েছেন পদ্মশ্রী, ভারতের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ছাড়াও দেশ-বিদেশের বহু সাম্মানিক উপাধি৷ পাশাপাশি পেয়েছেন তুমুল জনপ্রিয়তা৷ প্রতিদিন তাকে এক ঝলক দেখতে তার বাড়ি ‘মান্নাত’-এর সামনে জড়ো হয় অনেক মানুষ৷
ছবি: picture-alliance/dpa/Rapid Eye Movies
8 ছবি1 | 8
প্রায় চার বছর ধরে সিনেমায় কাজ করেননি শাহরুখ। আগামী বছর শাহরুখের কেরিয়ারের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। পরপর বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাচ্ছে। তার মধ্যে অন্যতম যশরাজ ফিল্মসের 'পাঠান'। এখানে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। এছাড়া রামকুমার হিরানির 'ডুনকি'তেও শাহরুখ আছেন। তার সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন তাপসী পান্নু। এছাড়া নয়নতারা ও বিজয় সেতুপথির সঙ্গে 'জওয়ান'-এ কাজ করেছেন। ফলে ২০২৩-এর জানুয়ারি থেকেই শাহরুখ-ভক্তরা সুপারস্টারের একের পর এক ছবি দেখতে পাবেন।