1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘শাড়ি পৃথিবীর সবচেয়ে সুন্দর ও শ্রেষ্ঠ পোশাক’

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৬ সেপ্টেম্বর ২০১৯

আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন বাংলাদেশের ফ্যাশান ডিজাইনার বিবি রাসেল মনে করেন শাড়ি শুধু বাংলাদেশের নয় পৃথিবীর সবচেয়ে সুন্দর পোশাক৷ শ্রেষ্ঠ পোশাক৷ নারীকে শাড়িতে যত সুন্দর লাগে আর কোনো পোশাকে এত সুন্দর লাগেনা৷

Bildergalerie Frauen in Bangladesh
ছবি: DW/A. Islam

ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি শাড়ির ভূয়সী প্রশংসা করলেও বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের শাড়ি নিয়ে সম্প্রতি প্রকাশিত একটি লেখা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি৷ তিনি বাংলাদেশের ফ্যাশন বিশেষ করে পোশাকের ফ্যাশন নিয়ে কথা বলেছেন৷
ডয়চে ভেলে: বাংলাদেশে ফ্যাশনের ট্রেন্ড এবং পরিবর্তনের ধারা নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?
বিবি রাসেল: আমার সব সময় টার্গেট ইয়াং জেনারেশন৷ বাংলাদেশ তো এখন ওপেন মার্কেট৷ এখন বাংলাদেশ  বিদেশি  বিশেষ করে চায়নিজ জিনিস দিয়ে ভরা৷ কিন্তু ইয়াং জেনারেশন দেশীয় কাপড় অনেক পরছে৷ 

‘‘ফ্যাশনটা হলো একটা কালচার’’

This browser does not support the audio element.

পোশাকের ফ্যাশানে আপনি কী ধরনের পরিবর্তন দেখছেন?
আমার কাছে একটা পরিবর্তন যা চোখে পড়ছে তা হলো মেয়েরা এখন আগের চেয়ে শাড়ি কম পরছে৷ কিন্তু আমার কাছে শাড়ি অনেক সুন্দর পোশাক৷ আমি অনেক ধরনের শাড়ি তৈরি করি৷ অনেক ডিজাইনের শাড়ি করি৷ ইয়াং জেনারেশন যে ধরনের শাড়ি পরে আমি সে ধরনের শাড়ি তৈরির চেষ্টা করি৷ কারণ শাড়ি হলো সবচেয়ে সুন্দর পোশাক৷
আপনার তাঁতের প্রতি ঝোঁক আছে৷ আপনি গামছাকে সামনে নিয়ে এসেছেন৷ এর কারণ কী?
ছোটবেলা থেকেই আমি তাঁত ও তাঁতিদের দেখেছি৷ ওদের ফেন্সি, কালার সেন্স সবই আছে৷ কালার কম্বিনেশন বোঝে৷ আমার চেয়ে এই সেন্স ওদের অনেক ভালো৷ আর গামছা তো আমাদের একটা প্রতীক৷ আপনি যদি একাত্তরের ছবিগুলো দেখেন৷ দেখবেন গামছা মাথায় বেঁধে, কোমরে বেঁধে, হাতে বন্দুক৷ এখন গামছা পৃথিবীর অনেক দেশে বাজার পেয়েছে৷ ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়ায় ভালো মার্কেট পাচ্ছে৷
ছেলে ও মেয়েদের ফ্যাশনের দৃষ্টিভঙ্গির ধরন কী আলাদা?
ফ্যাশনটা হলো একটা কালচার৷ যদিও আজকাল আমাদের ছেলে মেয়েরা প্যান্ট-শার্ট সবই পরছে৷ কিন্তু তারপরও ওদের দেখে আপনারা বুঝবেন ওরা এশিয়ান ছেলে মেয়ে৷ কালচারটা ওদের মধ্যে আছে৷ ওরা প্যান্ট-শার্ট পরলেইতো সাহেব হয়ে যাবে না৷ আমি তাঁতের অনেক ধরনের পোশাক তৈরি করি৷ এমন কোনো পোশাক নেই যা আমি তাঁতে করিনি৷ আর ইয়াংরাই এর সবচেয়ে বড় ক্রেতা৷
ছেলে মেয়ে সবাইতো এখন প্যান্ট-শার্ট পরছে...
মেয়েরা প্যান্ট-শার্ট পরলেওতো বোঝা যায় ওরা মেয়ে, তাই না? আগে আমরা বাড়িতে ল্যান্ড ফোন ব্যবহার করতাম৷ এখন মোবাইল ফোন ব্যবহার করি৷ যুগের সাথে তো পরিবর্তন হয়৷ খালি আমাদের পরিবর্তনের সময় খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের কালচারাল হেরিটেজ ভুলে না যাই৷
বাংলাদেশে ফ্যাশন নিয়ে যারা কাজ করেন৷ যারা ফ্যাশান ডিজাইনার তারা বাণিজ্যিকভাবে কতটা সফল?
আমি অন্যদের কথা বলতে পাবনা৷ আমি কখনো লাভের কথা চিন্তা করে কাজ করিনি৷ ভাবিনি এটা থেকে লাভ করে আমি চলে যাব৷ তবে আমি অনেক সাড়া পাই৷ সাড়া পাচ্ছি৷ আমি তাঁত ছাড়া কিছু বানাইনা৷ তবে একই জিনিস নয়৷ নানা ধরনের জিনিস বানাই৷ আর খেয়াল রাখি দেশের সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি৷
ফ্যাশনের ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা কিভাবে দেখছেন?
মিডিয়ার ভূমিকা অনেক৷ আজকের আমি এই যে বিবি রাসেল সেখানে মিডিয়ার একটা বড় রোল আছে৷ আর মিডিয়াকে বিষয়টি পজেটিভ ভাবে এগিয়ে নিতে হবে৷
পোশাক বা ফ্যাশন একটি দেশকে কিভাবে রিপ্রেজেন্ট করে?
শুধু পোশাক নয়৷ একজন মানুষের ব্যক্তিত্ব, চলাফেরা, কথাবার্তা, সবমিলিয়ে একজন মানুষ৷ ফ্যাশনটা সবমিলিয়ে৷ আমি যাই পরি, যাই বলি এই মেয়েটাকে দেখলে মানুষ মনে করে একটা পজিটিভ বাংলাদেশ
আপনি শুরুতেই শাড়ির কথা বলেছেন৷ শাড়ির সাথে শরীরের কোনো সম্পর্ক আছে কিনা?
শুধু বাংলাদেশ নয়৷ সব পোশাকের মধ্যে শাড়ি সবচেয়ে সুন্দর এবং আকর্ষনীয়৷ সব মেয়েকে সবচেয়ে সুন্দর লাগে শাড়িতে৷ আমি ফর্মাল অনুষ্ঠানে সব সময় শাড়ি পরি৷ শাড়ির চেয়ে সুন্দর পোশাক আমি অন্য আর কিছু জানি না৷
শাড়ি নিয়ে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এর সম্প্রতি প্রকাশিত একটি লেখা নিয়ে বিতর্ক হচ্ছে৷ আপনার কোনো মন্তব্য আছে?
এটা উনি লিখেছেন৷ এখন আমি বাইরে আছি কাজের জন্য৷ আমি, পুরাটা পড়িনি৷ উনি আমার অনেক শ্রদ্ধেয় একজন মানুষ, আমার মুরুব্বি৷ কাজেই ওনার লেখা নিয়ে নয়, আমি আমারটা বলতে পারি৷ শাড়ি হলো পৃথিবীর শ্রেষ্ঠ পোশাক৷ শাড়ি পড়লে একটা মেয়েকে সবচেয়ে সুন্দর লাগে৷ সবচেয়ে আকর্ষণীয় লাগে৷
প্রিয় পাঠক, আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ