অ্যামেরিকায় আবার গুলি চললো। এবার শিকাগোতে। দুইটি বাড়িতে ঢুকে গুলি চালিযে সাতজনকে মারলো এক যুবক।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, যুবকের নাম রোমিও ন্যান্স। তাকে এখনো ধরা যায়নি। তবে ন্য়ান্সের ছবি ও তার গাড়ির ছবি প্রকাশ করে পুলিশ জানিয়েছে, কেউ তাকে বা গাড়িটিকে দেখলে যেন সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।
পুলিশ জানিয়েছে, ন্য়ন্সের বয়স ২৩ বছর। সে একটি লাল টয়োটা ক্যামরি গাড়ি করে পালিয়েছে। ঘটনাস্থলের পাশেই সে থাকত। ন্যান্স সশস্ত্র ও বিপজ্জনক বলেও জানিয়েছে পুলিশ।
অ্য়ামেরিকায় একের পর এক বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটছে। গান ভায়োল্ন্স আর্কাইভের দেয়া হিসাব হলো, জানুয়ারির প্রথম তিন সপ্তাহে বন্দুকধারীর গুলিতে প্রচুর মানুষ মারা গেছেন।
লাস ভেগাস বিশ্ববিদ্যালয়ে গুলি, মৃত চার
অ্যামেরিকায় গুলিচালনার ঘটনা থামছে না। এবার লাস ভেগাসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলি চললো। বন্দুকধারী-সহ মৃত চার।
ছবি: picture alliance / ASSOCIATED PRESS
নেভাডা বিশ্ববিদ্যালয় চত্বরে গুলি
লাস ভেগাসে নেভাডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বুধবার গুলি চলে। বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের বিম হলে গুলি চলে। এই বাড়ির পাশেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের অফিস।
ছবি: Steve Marcus/Las Vegas Sun/AP/picture alliance
মৃত চার
বন্দুকধারীর গুলিতে তিনজন মারা গেছেন। তারপর বন্দুকধারীও মারা গেছে। পুলিশ দাবি করেছে, তাদের গুলিতেই বন্দুকধারীর মৃত্যু হয়েছে। এখন আর বিশ্ববিদ্যালয় চত্বরে কোনো বিপদের আশঙ্কা নেই।
ছবি: Lucas Peltier/AP/picture alliance
কেন এই হত্যাকাণ্ড
পুলিশ জানিয়েছে, কেন এভাবে নির্বিচারে গুলি চালানো হলো তা তারা জানে না। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তারা জানিয়েছে, বিম হলের পাঁচতলায় গুলি চালনার ঘটনা ঘটেছে। গুলিতে তিনজন মারা গেছেন এবং একজন আহত হয়েছেন। দুইজন পুলিশ অফিসার সামান্য আহত হয়েছেন। প্যানিক অ্যাটাক হওয়ায় চারজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
ছবি: picture alliance / ASSOCIATED PRESS
বন্দুকধারীর পরিচয় পুলিশ জানায়নি
পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর পরিচয় তারা এখনই জানাবে না। আগে তার আত্মীয়দের জানানো হবে। তারপর যথাসময়ে তার পরিচয় জানানো হবে। সূত্র উদ্ধৃত করে সিবিএস নিউজ জানিয়েছেন, বন্দুকধারীর বয়স ৬০ বছরের বেশি। তিনি এই বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। তিনি আগে জর্জিয়া ও নর্থ ক্যারোলিনাতে ছিলেন।
এই সপ্তাহান্তে চলতি বছরের ৩৭ ও ৩৮তম গুলি চালানোর ঘটনা ঘটেছে। গতবছর ৩৬টি ঘটনা ঘটেছিল। যখন কোনো গুলি চালানোর ঘটনায় চার বা তার বেশি মানুষ মারা যান, তাকে মাস শুটিং বলা হয়। এই বছর যুক্তরাষ্ট্রে মাস শুটিংয়ের ফলে ২০৩জন মারা গেছেন। লাস ভেগাসে ২০১৭ সালে এক বন্দুকধারী ক্যাসিনোতে ঢুকে ৬০ জনকে হত্যা করেছিল।
ছবি: via REUTERS
বাইডেন যা বলেছেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ''আমি প্রেসিডেন্ট হওয়ার পর বেশ কিছু ব্যবস্থা নিয়েছি। মানুষ আরো ব্যবস্থা নেয়ার দাবি করছেন। কিন্তু কংগ্রেসের অনুমতি ছাড়া আমরা আর কোনো ব্যবস্থা নিতে পারি না।'' বাড়তি ব্যবস্থা নেয়ার বিষয়ে রাজি হওয়ার জন্য তিনি রিপাবলিকান সদস্যদের অনুরোধ করেছেন। তিনি বলেছেন, ''অ্যালস্ট অস্ত্র নিষিদ্ধ করা এবং সকলের ব্যাকগ্রাউন্ড চেক করার মতো ব্যবস্থা নেয়া জরুরি।''
ছবি: Evan Vucci/AP Photo/picture alliance
6 ছবি1 | 6
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বারবার বন্দুক রাখার ক্ষেত্রে কড়াকড়ি করার জন্য আইন পাস করতে বলেছেন কংগ্রেসকে। কিন্তু রিপাবলিকানরা এই কড়াকড়ি করতে চায় না। ফলে কঠিন আইনও হচ্ছে না। যুক্তরাষ্ট্রের মানুষের হাতে প্রচুর বন্দুক রয়েছে। কিছু মানুষ তার যথেচ্ছ ব্যবহার করছেন। ফলে প্রচুর মানুষ মারা যাচ্ছেন।