1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্কুলে হিজাব নিষিদ্ধের উদ্যোগ

৯ এপ্রিল ২০১৮

নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্য সরকার স্কুলে ১৪ বছরের কম বয়সি মেয়েদের জন্য হিজাব নিষিদ্ধ করার কথা ভাবছে৷ তাদের এই পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে শিক্ষকদের সংগঠন৷ তবে মুসলিমদের সংগঠন এ উদ্যোগের সমালোচনা করেছে৷

Hamburgs Schulsystem macht Fortschritte/Mädchen mit Kopftuch
ছবি: picture-alliance/dpa/A. Heimken

সম্প্রতি জার্মানির সবচেয়ে ঘণবসতিপূর্ণ রাজ্য নর্থ রাইন ওয়েস্টফালিয়ার কর্তৃপক্ষ রাজ্যের সব স্কুলে ১৪ বছরের কম বয়সি মেয়েদের জন্য স্কুলে হিজাব নিষিদ্ধ করার প্রস্তাব করেছে৷ জার্মানির শিক্ষকদের সংস্থা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে৷ সংস্থার সভাপতি হাইনৎস-পেটার মাইডিংগার বিল্ড পত্রিকাকে বলেছেন, ‘‘হিজাব নিষিদ্ধ করার বিষয়টি সাধারণভাবে অন্তত সমাজে ধর্মের ভিত্তিতে বৈষম্য এবং ধর্মীয় কারণে বিদ্রুপ ইত্যাদি কমাতে সহায়তা করবে৷'' তবে ১৪ বছরের বেশি বয়সিদের জন্য যে এরপরও পরিস্থিতি একই থাকবে সেকথা স্বীকার করেছেন তিনি৷

জার্মান ফিলোসফিক্যাল অ্যাসোসিয়েশনের প্রধান সুজানে লিন-ক্লিটৎসিংও স্কুলে হিজাব নিষিদ্ধ করার পক্ষে৷ বিল্ডকে তিনি বলেছেন, গণতন্ত্রে লিঙ্গভিত্তিক বৈষম্যের স্থান নেই, অথচ ‘‘হিজাবকে তারই প্রতীক হিসেবে দেখা যেতে পারে এবং এ কারণে শ্রেণিকক্ষে এর স্থান হতে পারে না৷''

নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের সব স্কুলে হিজাব নিষিদ্ধের উদ্যোগে মুসলমানদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে৷ উদারপন্থিরা বলছেন, উদ্যোগটি প্রশংসনীয়৷ তবে অন্য অনেকে মনে করছেন, এ উদ্যোগ ব্যক্তি স্বাধীনতা এবং ধর্ম পালনের অধিকারে হস্তক্ষেপের শামিল৷

সেইরান আতেস একজন উদারপন্থি মুসলমান৷ বার্লিনের ইবনে রুশদ-গ্যোয়েটে মসজিদের সহ-প্রতিষ্ঠাতা সেইরান স্কুলে হিজাব নিষিদ্ধ করার মাঝে সমস্যার কিছু দেখছেন না৷ বরং তিনি মনে করেন, এমন উদ্যোগ অনেক আগেই নেয়া উচিত ছিল৷

তবে জার্মানির ইসলামিক কাউন্সিল বিষয়টি নিয়ে সমালোচনামুখর৷ সংগঠনটির চেয়ারম্যান বুরহান কেসিচি মনে করেন, মেয়েদের হিজাব পরতে বাধ্য করে যেমন কিছু মানুষ অন্যায় করে, স্কুলে হিজাব পরা নিষিদ্ধ হলে সেরকম অন্যায়ই করা হবে৷ তাঁর মতে, ‘‘বাধ্যতামূলকভাবে হিজাব পরা এবং হিজাব নিষিদ্ধ করা আসলে একই ধরনের কাজ – দু'টোই মুসলমানদের আঘাত করে৷''

এসিবি/ডিজি (ইপিডি, কেএনএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ