1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষকসমাজ ও মা-বাবার হয়ে দুই সন্তানের ধিক্কার

২ সেপ্টেম্বর ২০১৫

সিলেটের ঘটনার নিন্দা, প্রতিবাদ এখনো চলছে৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে এবার শিক্ষকদের ওপর হামলায় সরাসরি এবং পরোক্ষভাবে জড়িতদের ধিক্কার জানিয়েছেন অধ্যাপক ইয়াসমিন হক ও অধ্যাপক জাফর ইকবালের দুই সন্তান৷

Muhammed Zafar Iqbal Buchautor aus Bangladesch mit seiner Frau Yasmeen Haque
ছবি: cc-by-sa-2.5

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা চালায় ছাত্রলীগের উপচার্যপন্থি নেতা-কর্মীরা৷

জনপ্রিয় লেখক, শিক্ষক অধ্যাপক জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হকসহ বেশ কয়েকজন শিক্ষক আহত হন৷ শিক্ষকদের ওপর শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী ছাত্রলীগের নেতা-কর্মীদের এ আচরণে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে৷ অধ্যাপক জাফর ইকবাল দুঃখ, হতাশা নিয়ে বলেছিলেন শিক্ষক হিসেবে এমন অবমাননাকর ঘটনার শিকার হবার পর তাঁর ‘গলায় দড়ি দিয়ে মরা উচিত৷'

অধ্যাপক জাফর ইকবালের ছাত্রছাত্রী এবং তাঁর গ্রন্থের প্রকাশকরাও তখন এ ঘটনার দ্রুত, সুষ্ঠু বিচার চেয়েছিলেন৷

সিলেট ছাত্রলীগ ঘটনার সঙ্গে তাদের কোনো নেতা-কর্মীর জড়িত থাকার কথা যথারীতি অস্বীকার করে৷ তবে প্রথমে কেন্দ্রীয় কমিটি এবং তারপর শাহজালাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও শিক্ষকদের ওপর চড়াও হওয়ার সঙ্গে জড়িত চার ছাত্রলীগ নেতাকে বরখাস্ত করে৷

গত দুদিনে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনার তীব্রতা যেন কমে আসছিল৷ কিন্তু ফেসবুকের দুটি স্ট্যাটাস আবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে ঘটনাটিকে৷ এবার মুখ খুলেছেন অধ্যাপক ইয়াসমিন হক ও অধ্যাপক জাফর ইকবালের মেয়ে ইয়েশিম ইকবাল এবং ছেলে নাবিল ইকবাল৷ নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে ঘটনায় জড়িত এবং দায়ীদের ধিক্কার জানিয়েছেন তাঁরা৷ তাঁদের প্রতিক্রিয়া নিয়ে খবর পরিবেশন করেছে বাংলাদেশের সংবাদমাধ্যম

নিউইয়র্কে অধ্যায়নরত ইয়েশিম এবং নেদারল্যান্ডসের আমস্টারডামে অধ্যায়নরত নাবিল ইংরেজিতে লেখা খোলাচিঠিতে লিখেছেন, ‘‘আমরা, ড. ইয়াসমিন হকের সন্তানেরা ৩০ আগস্ট (২০১৫) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তার জন্য ধিক্কার জানাচ্ছি৷''

স্ট্যাটাসে তাঁরা আরো লিখেছেন, ‘‘শিক্ষকের সন্তান হওয়ায় আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বড় হওয়ার সৌভাগ্য হয়েছিল৷ সেই সুবাদে সেখানে শিক্ষকরা যে শিক্ষাদানের দায়িত্বের বাইরেও ভালোবাসা আর আন্তরিক শ্রম ছাত্রছাত্রীদের জন্য দিতেন তা আমরা দেখেছি৷ সে কারণেই এখন আমরা ভীষণ হতবাক৷ কিছু ছাত্র এই ভালোবাসা ও আন্তরিকতার প্রতিদান দিলো শিক্ষকদের গায়ে হাত তুলে!''

আরেক অংশে অধ্যাপক ইয়াসমিন হক ও অধ্যাপক জাফর ইকবালের দুই সন্তান লিখেছেন, ‘‘আমরা যেখানে বড় হয়েছি সেখানেই ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা শিক্ষকদের উপর, আমাদের মায়ের উপর হামলা চালাতে পারে তা আমরা কিছুতেই মানতে পারছি না৷ আমরা শাবিপ্রবির শিক্ষকদের উপর এই আক্রমণের তীব্র নিন্দা জানাই৷''

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ