1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষকের করোনা, শিশুরা কোয়ারান্টিনে

১১ আগস্ট ২০২০

জার্মানির পটসডাম শহরে ডে-কেয়ারের একজন শিক্ষকের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে৷ যে কারণে স্কুলের শুরুতেই প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে এখন বাসায় থাকতে হবে৷

প্রতীকী ছবিছবি: Imago/epd

গত সপ্তাহে যেসব শিশু করোনায় আক্রান্ত শিক্ষকের সংস্পর্শে এসেছে, তাদের সকলের মা-বাবাকে পটসডাম শহরের স্বাস্থ্য বিভাগ এবিষয়টি জানিয়েছে বলে নিশ্চিত করেন নগর মুখপাত্র ইউলিয়ানে গ্যুল্ডনার৷ ডে-কেয়ারে করোনা সংক্রমণের বিষয়টি প্রথমে অনলাইন পত্রিকা পটসডামার নয়েস্টেন নাখরিস্টেন-এ প্রকাশ পায়৷ তবে কতগুলো বাচ্চা শিক্ষিকার সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছে বা কোয়ারান্টিনে থাকতে হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি৷ পটসডাম শহরে অবস্থিত প্রাথমিক স্কুল বিল্ডিং এরই একটি অংশ এই ডে -কেয়ার, যেখানে শিশুরা স্কুলের পরে খেলাধুলা ও হোমওয়ার্ক করে৷ বলাই ডে-কেয়ারটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে৷

এনএস/কেএম (ডিপিএ)

৪ আগস্টের ছবিঘরটি দেখুন..

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ