1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষকের সম্মান, শিক্ষকের আনন্দ

২৪ মে ২০১৬

শিক্ষকরা বিশ্বের প্রতিটি দেশেই নমস্য৷হোক যুক্তরাষ্ট্র বা জাপান৷ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশের সেরা শিক্ষক নির্বাচন করেছেন ৷ যথাযোগ্য সম্মান পেয়ে কতটা আপ্লুত তা শিক্ষক জাহানা হেসের প্রতিক্রিয়াই বলে দেয়৷

USA Präsident Barack Obama
ছবি: Reuters/Y. Gripas

গত ৭ই মে ‘ইনসাইডার পিপল' নামে একটি ইউটিউব চ্যানেল ঐ শিক্ষিকাকে প্রেসিডেন্টের পুরস্কার দেয়ার অনুষ্ঠানের কিছু মুহূর্তের ভিডিও আপলোড করে৷ সাথে সাথে ভিডিওটি ভাইরাল হয়ে যায়৷ বিশেষ করে সেসময় নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে অপমানের প্রতিবাদে যখন পুরো দেশ উত্তাল, তখন একজন শিক্ষককে মার্কিন প্রেসিডেন্টের এই সম্মান দেয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়৷ কেবল জাহানাকেই নয়, যুক্তরাষ্ট্রের সেরা বেশ কয়েকজন শিক্ষককে সেদিন হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছিলেন ওবামা৷ কিন্তু জাহানাই যেন ছিলেন মধ্যমনি আর আকর্ষণের কেন্দ্রবিন্দু৷

৩ রা মে টিচার অ্যাপ্রিসিয়েশন ডে-তে দেশের সেরা শিক্ষকরা হাজির হয়েছিলেন ওবামার আমন্ত্রণে৷ কারণ তারা প্রত্যেকেই নিজের সেরাটা দিয়েছেন তার শিক্ষার্থীদের৷ সেখানেই বর্ষসেরা শিক্ষক হিসেবে জাহানাকে সম্মান জানান ওবামা৷ দীর্ঘদিন ধরে একটি হাইস্কুলে শিক্ষককতা করছেন জাহানা৷ নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে বার বার তিনি থেমে যাচ্ছিলেন, চেপে রাখতে পারছিলেন না আবেগ৷ একজন শিক্ষক হিসেবে এটা যে কতটা সম্মানের সেটা মনে করে রোমাঞ্চিত হচ্ছিলেন৷ সেই মুহূর্তের ঐ ভিডিওটি শুধু যুক্তরাষ্ট্রে নয়, ভাইরাল হয়েছে পুরো বিশ্বে, এমনকি বাংলাদেশেও৷ ভিডিওটি দেখলে আপনিও একজন শিক্ষকের সম্মান ও প্রতিক্রিয়া দেখে আপ্লুত হয়ে না হেসে পারবেন না৷ ইতিহাসের শিক্ষক জাহানা তার বক্তব্যে বলেছিলেন, সংখ্যালঘু শিক্ষকদের যাতে ভালো নিয়োগ হয় এবং তার শিক্ষার্থীরা যাতে বড় স্বপ্ন দেখতে পারে সে ব্যাপারে তিনি উঁসাহিত করবেন৷

এপিবি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ