1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষক রেজাউল হত্যায় দুই জঙ্গির মৃত্যুদণ্ড

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৮ মে ২০১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় জেএমবির দুই জঙ্গিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী পলাতক৷ তাকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে৷

Bangladesch Todesstrafe für Professoren-Mörder
ছবি: Bdnews24.com

রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার মঙ্গলবার দেয়া মামলার রায়ে বলেছেন, ‘‘মুক্তচিন্তার কারণেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যা করা হয়েছে৷ হত্যাকারীরা বাংলাদেশ খেলাফত প্রতিষ্ঠার ‘আদর্শে' কাজ করত৷ তারা মুক্ত এবং গণতান্ত্রিক চিন্তাকে তাদের পথে বাধা মনে করত৷''

আদালত রায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম ও বগুড়ার শিবগঞ্জের মাসকাওয়াত হাসান ওরফে আব্দুল্লাহ ওরফে সাকিবকে ফাঁসির আদেশ দিয়েছে৷ শরিফুল ইসলাম অধ্যাপক রেজাউল করিমের ছাত্র ছিল৷ সে-ই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী৷ নীলফামারির মিয়াপাড়ার রহমত উল্লাহ, রাজশাহী মহানগরীর নারিকেলবাড়িয়া এলাকার আবদুস সাত্তার এবং তার ছেলে রিপন আলীকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড৷

হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শরিফুল ইসলাম পলাতক৷ বাকি চারজন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন বলে ডয়চে ভেলেকে রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান৷

‘এটা কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়, যারা হত্যা করেছে তারা বাংলাদেশে খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়’

This browser does not support the audio element.

২০১৬ সালের ২৩ এপ্রিল সকালে রাজশাহী নগরীর শালবাগান এলাকায় নিজের বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় রাবির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে৷ তিনি ‘কোমলগান্ধার' নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করতেন৷ ‘সুন্দরম' নামে একটি সাংস্কৃতিক সংগঠনেরও উপদেষ্টা ছিলেন৷ তিনি একটি গানের স্কুল প্রতিষ্ঠারও চেষ্টা করছিলেন৷

হত্যাকাণ্ডের পর ২০১৭ সালের ৬ নভেম্বর আট জনকে আসামি করে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক রেজাউস সাদিক৷ রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু  জানান, চাঞ্চল্যকর এ হত্যা মামলার অভিযুক্ত আট আসামির মধ্যে খায়রুল ইসলাম বাঁধন, নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান ও তারেক হাসান ওরফে নিলু ওরফে ওসমান আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন৷ তিনি জানান, ‘‘ রায়ে আদালত বলেছেন, এটা কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়৷ যারা হত্যা করেছে, তারা বাংলাদেশে খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়৷ তারা দেশের প্রচলিত ব্যবস্থা, গণতন্ত্র , মুক্তচিন্তা এগুলো মানে না৷ অধ্যাপক রেজাউল করিম  মুক্তচিন্তার মানুষ ছিলেন৷ সংস্কৃতি চর্চা করতেন৷ তিনি তাঁর গ্রামের বাড়িতে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন৷ সেখানে মুক্তবুদ্ধির চর্চা হতো, গান হতো, সাংস্কৃতিক চর্চা হতো৷ এটা হত্যাকারীরা সহ্য করতে পারেনি৷ তাঁর বিভাগের শিক্ষক শরিফুল তাঁকে বলেছিল, এসব চলবে না স্যার৷ আদালত মনে করে এটা গণতন্ত্র এবং মুক্তবুদ্ধির ওপর হামলা৷''

‘আমরা এই রায়ে সন্তুষ্ট আমরা এখন এই রায়ের বাস্তবায়ন চাই’

This browser does not support the audio element.

তিনি বলেন, ‘‘আমরা সবার অপরাধ প্রমাণে সক্ষম হয়েছি৷ পলাতক শরিফুলকে গ্রেপ্তারে সর্বাত্মক ব্যবস্থা নিতে বলেছেন আদালত৷''

নিহত শিক্ষক রেজাউল করিমের মেয়ে রিজওয়ানা হাসিন শতভি রায়ের পর ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা এই রায়ে সন্তুষ্ট৷ আমরা এখন এই রায়ের বাস্তবায়ন চাই৷ এই রায় যেন উচ্চ আদালতেও বহাল থাকে এবং দ্রুত কার্যকরহ হয়৷ শরিফুল বাবাকে হত্যার মূল পরিকল্পনাকারী৷ তার ফাঁসির আদেশ হলেও এখনো পলাতক৷ আমরা অসহায়ের মতো তাকিয়ে আছি৷ তাকে যেন দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা করা হয়৷ আদালতও শরিফুলকে মূল পরিকল্পনাকারী বলেছেন৷''

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘ মুক্তচিন্তার জন্যই আমারবাবাকে হত্যা করা হয়েছে৷ আমার বাবাকে হত্যার সঙ্গে আরো অনেক হত্যাকাণ্ডই একইসূত্রে গাঁথা৷ তাই মুক্ত ও গণতান্ত্রিক চিন্তার পক্ষে আমাদের ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে৷ আমি লক্ষ্য করেছি, এখন অনেকে ভয় পান৷ কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গেলে বলে, ‘না থাক, দরকার নাই৷' আমাদের এই ভয় থেকে বেরিয়ে আসতে হবে৷ মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক চেতনাকে ছড়িয়ে দিতে হবে৷ ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না৷''

প্রসঙ্গত,  অধ্যাপক রেজাউল হত্যার মূল পরিকল্পনাকারী শরিফুলকে ধরিয়ে দিতে রাজশাহী মহানগর পুলিশ দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল৷ কিন্তু তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি৷ পুলিশ ধারনা করছে, সে পাশের কোনো দেশে পালিয়ে গেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ