1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষার্থীদের পছন্দ জার্মানির হাইডেলবার্গ

২৩ সেপ্টেম্বর ২০২০

উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি অনেক শিক্ষার্থীর পছন্দের গন্তব্য জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়৷ শুধু বাংলাদেশই নয়, বিশ্বের অনেক দেশ থেকেই এখানে পড়তে আসেন শিক্ষার্থীরা৷ সঙ্গে বাড়তি পাওনা পুরোনো এই শহরটির নান্দনিকতা৷

হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ছবি: Imago Images/W. Otto

ইউরোপের অন্যতম ও জার্মানির সবচেয়ে পুরোনো বিশ্ববিদ্যালয় হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়৷ এটি প্রতিষ্ঠিত হয় ১৩৮৬ সালে৷ শহরের ওল্ড টাউনে একটি ভবনে এর যাত্রা শুরু ধর্মতত্ত্ব, আইনশাস্ত্র ও দর্শনতত্ত্ব বিভাগ নিয়ে৷ দু'বছর পর যুক্ত হয় চিকিৎসা শাস্ত্র৷ বিজ্ঞান ও সমাজ গবেষণায় এই বিশ্ববিদ্যালয়ের অবদান অনেক৷ এমনকি ১৯০১ সালে নোবেল পুরষ্কার চালু হবার পর থেকে নিয়মিত এখানকার গবেষকরা এই সম্মাননা অর্জন করে আসছেন৷

হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি ১১ জন নোবেল পুরস্কার জিতেছেন৷ তাদের মধ্যে ৪ জন চিকিৎসাশাস্ত্রে, ৪ জন রসায়নে ও ৩ জন পদার্থবিদ্যায় পেয়েছেন এই পুরষ্কার৷ আরো ৪৬ জন নোবেলজয়ী কোনো না কোনোভাবে এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত৷

হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় বরাবরই তার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে৷ ২০১৮-১৯ শিক্ষাবছরে সবার কাছে গ্রহণযোগ্য বিশ্ববিদ্যালয় .ব্যাংকিংগুলোতে জার্মানিতে এটি ১ থেকে ৩-এর মধ্যে, ইউরোপে ১২ থেকে ১৯-এর মধ্যে এবং বিশ্বে ৪৪ থেকে ৬৬-র মধ্যে ছিল৷

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এখানে রয়েছে অনেক সুবিধা৷ ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক মিলিয়ে এখানকার প্রায় পাঁচ ভাগের এক ভাগ বিদেশি শিক্ষার্থী৷ পিএইচডি পর্যায়ে এই সংখ্যা আরো বেশি৷ যেমন ২০১৯ সালে ১১৬৬ জন পিএইচডি শিক্ষার্থীর ৩৩১ জনই (২৮.৪%) ছিলেন বিদেশি৷

হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের মোট চারটি ক্যাম্পাস৷ ওল্ড টাউন (মানবিক ও সামাজিক বিজ্ঞান), নয়েনহাইমার ফেল্ড (ন্যাচারাল সায়েন্সেস ও মেডিসিন), ব্যর্গহাইম (সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি) এবং মানহাইম ক্যাম্পাস (মেডিকেল ফ্যাকাল্টি মানহাইম)৷ এসব ক্যাম্পাসে দেড়শ'রও বেশি বিষয়ে পড়ার সুযোগ রয়েছে৷ এখানে ৫৮টি ব্যাচেলর ও ৬৯টি মাস্টার্স ছাড়াও আরো অনেকগুলো প্রোগ্রাম চালু রয়েছে৷ রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে পার্টনারশিপ৷

হাইডেলবার্গ শহরটিও খুব আকর্ষণীয়৷ জার্মানির দক্ষিণ পশ্চিমে বাডেন-ভ্যুটেমবার্গ রাজ্যের শহর এটি৷ নেকার নদীর তীরে মধ্যযুগীয় শহরটির পত্তন হয় ১৪ শতকে৷ শহরটিকে ঘিরে থাকা অরণ্যবেষ্টিত পর্বতমালাকে বলা হয় ওডেনভাল্ড৷ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এখানে সবসময়ই পর্যটকদের আনাগোনা৷ শুধু তাই নয়, শতকের পর শতক ধরে বিজ্ঞান আর সাহিত্যের অপূর্ব মিলন ঘটেছে শহরটিতে৷ শহরের দেড় লাখ জনসংখ্যার চার ভাগের এক ভাগ হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ