1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম

৭ আগস্ট ২০১৩

জার্মানিতে পড়তে আসতে আগ্রহী শিক্ষার্থীদের মনে থাকে অনেক প্রশ্ন৷ বিসাগ ডট ডিই ওয়েবসাইটে এসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে৷ জার্মানিতে বসবাসরত বর্তমান এবং প্রাক্তন বাংলাদেশি শিক্ষার্থীরা পরিচালনা করেন ওয়েবসাইটটি৷

Studenten in Info-Veranstaltung in Dhaka, Bangladesch Datum: 22.12.2011 Rechte: Munir Zaman, Dhaka, Bangladesch
ছবি: Munir Zaman

‘‘জার্মান এমব্যাসি ঢাকার'' আনুষ্ঠানিক ফেসবুক পাতায় গত ২৭ জুলাই একটি ঘোষণা প্রকাশ করা হয়৷ এতে উল্লেখ করা হয়, ‘‘ভিসার জন্য আবেদন করার আগে শিক্ষার্থীদের জার্মানিতে বাসস্থান নিশ্চিত করতে হবে এবং সেই নিশ্চয়তা (দূতাবাসে) জমা দিতে হবে৷'' পহেলা আগস্ট থেকে এই নিয়ম প্রযোজ্য বলেও ফেসবুকে জানিয়েছে জার্মান দূতাবাস৷

স্বাভাবিকভাবেই জার্মানিতে পড়তে আসতে আগ্রহী শিক্ষার্থীদের মনে এই বিষয়ে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে৷ এই নিয়ে ডয়চে ভেলেকে ইমেলে ‘‘এমব্যাসির নতুন নিয়ম, বাসস্থান সমস্যা এবং আমাদের করণীয়'' শিরোনামে একটি লেখা পাঠিয়েছেন বিসাগ এর সহ-প্রতিষ্ঠাতা মো. রাশেদুল হাসান৷ তিনি লিখেছেন, ‘‘এখন জার্মান এমব্যাসির রেগুলেশন অনুযায়ী, অ্যাকমোডেশন এর কনফার্মেশন দিতে হবে৷ এই কথা থেকে একটা জিনিস পরিষ্কার, আগের মত শুধু অ্যাড্রেস দিলেই এখন আর হবে না৷ এর সাথে এমন কিছু চাই যা নিশ্চিত করবে যে ওই বাসায় তুমি উঠতে পারবে৷ এটা হতে পারে একটি কন্ট্রাক্ট পেপার অথবা এগ্রিমেন্ট এর ইমেল কপি অথবা বুকিং কনফার্মেশন ইত্যাদি৷''

নতুন নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে ভিসার জন্য আবেদনের ক্ষেত্রে কিছু উপায় জানিয়েছেন রাশেদুল হাসান৷ ডয়চে ভেলেকে তিনি লিখেছেন, ‘‘(শিক্ষার্থীদের) স্টুডেন্ট ডর্ম এর জন্য অ্যাপ্লাই করতে হবে৷ বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া না গেলেও কিছু বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য অগ্রাধিকার দিয়ে থাকে৷''

রাশেদুল মনে করেন, সরাসরি বাড়িওয়ালার সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে৷ এবং সেটা কঠিন হলেও বাংলাদেশে বসেই সম্ভব৷ তিনি লিখেছেন, ‘‘বাংলাদেশ থেকে বসে প্রাইভেট বাসা পাওয়া খুবই কঠিন কাজ৷ আপনি যা করবেন তা হল ইমেল করে ৬/৭ জন ল্যান্ডলর্ড এর সাথে কথা বলে রাখা এবং এমনভাবে যে জার্মানিতে এসেই আপনি তাদের বাসা দেখতে যেতে পারেন৷ এরপর, যার সাথে সব মিলবে, তার বাসাটাই নিবেন৷''

রাশেদুল হাসান ডয়চে ভেলেকে পাঠানো ইমেলে আরো একটি সমাধান দিয়েছেন৷ তিনি লিখেছেন, ‘‘শেষ ভরসা হল ইয়ুথ হোস্টেল! আপনি ১০ থেকে ২০ দিনের জন্য এখানে রুম বুকিং করতে পারেন৷ ভাড়া গড়ে প্রতিদিন ২৫ ইউরো-র মত করে পড়ে৷ আপনি বুকিং দিলে তারা আপনাকে একটি কনফার্মেশন ইমেল দিবে৷ এই ইমেল এর প্রিন্ট নিয়ে আপনি এমব্যাসিতে যেতে পারেন৷''

উল্লেখ্য, ওয়েবসাইটের পাশাপাশি ফেসবুকেও একটি গ্রুপ রয়েছে বিসাগ-এর৷ বর্তমানে এই গ্রুপে সদস্য সংখ্যা প্রায় বারো হাজার৷ জার্মানিতে পড়তে আসতে আগ্রহী শিক্ষার্থীরা এই ফেসবুক গ্রুপ থেকেও পেতে পারেন অনেক তথ্য৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ