1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘শিক্ষা থেকে রোহিঙ্গা শিশুদের বঞ্চিত করছে বাংলাদেশ’

৩ ডিসেম্বর ২০১৯

বাংলাদেশ রোহিঙ্গা শিশুদের মানসম্পন্ন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ৷

BdTD Bangladesch Rohingya Flüchtlingskinder in Cox's Bazar
ছবি: Reuters/M.P. Hossain

তবে হিউম্যান রাইটস ওয়াচের এ মন্তব্য সঠিক নয় বলে দাবি করেছে বাংলাদেশ সরকার৷

সংস্থাটির সম্প্রতি প্রকাশিত ‘আমরা কি মানুষ নই' শিরোনামের এক প্রতিবেদনে বলা হয়, স্কুলে যাওয়ার বয়সের প্রায় চার লাখ রোহিঙ্গা শিশুকে ‘অর্থপূর্ণ' শিক্ষা থেকে বঞ্চিত করছে বাংলাদেশ সরকার৷

প্রতিবেদনটিতে বলা হয়, রোহিঙ্গা শিশুদের ক্যাম্পের বাইরের স্কুলে ভর্তি হতে অথবা দেশটির জাতীয় পরীক্ষা পদ্ধতিতে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে৷ তাছাড়া জাতিসংঘ ও আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোকেও রোহিঙ্গাদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃত শিক্ষা প্রদানে বাংলাদেশ বাধা দিচ্ছে বলে দাবি হিউম্যান রাইটস ওয়াচের৷

হিউম্যান রাইটস ওয়াচের শিশু বিষয়ক সহযোগী পরিচালক বিল ভান এসভেল্ড বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, একটি পুরো প্রজন্মকে শিক্ষা থেকে বঞ্চিত করে রাখা কোনোভাবেই কাম্য নয়৷

এদিকে প্রতিবেদনটিতে রোহিঙ্গা শিশুদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার বিষয়ে মিয়ানমারকেও দায়ী করা হয়৷ প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার সরকার বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের শিক্ষাব্যবস্থার মতো কোনো ব্যবস্থা চালু করলে সেগুলোকে স্বীকৃতি দিতে রাজি হচ্ছে না৷

এ বিষয়ে মিয়ানমারের সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি৷

এদিকে বাংলাদেশ রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনের প্রধান মাহবুব আলম তালুকদার বলেন, ‘‘হিউম্যান রাইটস ওয়াচের এ দাবি অসত্য৷'' তিনি বলেন, শিশুদের শিক্ষা নিশ্চিত করার জন্য রোহিঙ্গা ক্যাম্পে চার হাজার শিক্ষাকেন্দ্র রয়েছে৷

আরআর/এসিবি (রয়টার্স)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ