1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘শিক্ষায় বিনিয়োগ না বাড়ালে শিক্ষার্থীরা মানসম্পন্ন শিক্ষা পাবেনা'

Sa২৯ জুলাই ২০১১

এবার এইচএসসিতে ক্যাডেট কলেজগুলোর ভাল ফলই তার প্রমাণ বলে করেন শিক্ষাবিদরা৷ তাঁদের মতে, উচ্চশিক্ষার জন্য শুধু পাবলিক নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে নজর দিতে হবে৷

শিক্ষার মান বাড়ানোর উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরাছবি: picture alliance / landov

এবার এইচএসসি পাশ করা ৬ লাখ শিক্ষার্থী ভর্তি যুদ্ধে লড়বে৷ তাদের সবারই আশা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া৷

শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, সরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আসন স্বল্পতার বিপরীতে এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সুযোগ এসেছে৷ কিন্তু তাদের মানের উন্নয়ন ঘটাতে হবে৷ আরেক শিক্ষাবিদ ড. নজরুল ইসলাম বলেন, বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও আসন বাড়াতে হবে৷ আর বাড়াতে হবে মান৷ তারা দুজনই মনে করেন, শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে৷ এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড ছাড়া বাকি ৬টি বোর্ডে ফলাফলের শীর্ষে রয়েছে ক্যাডেট কলেজ৷ যেখানে শিক্ষায় প্রচলিত কলেজের চেয়ে বিনিয়োগ অনেক বেশি৷

‘পাশ করা শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রয়োজন’ছবি: picture alliance / landov

এবারের এইচএসসিতে পাশের হার ০.০৮ ভাগ বেড়েছে৷ জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী আগের বছরের চেয়ে ১১ হাজার বেশি৷ কিন্তু তাতে শিক্ষার মান বেড়েছে বলে মনে করেন না এই দুই শিক্ষাবিদ৷

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং ড. নজরুল ইসলাম মনে করেন, পাশের হার যেমন বাড়াতে হবে, তেমনি বাড়াতে হবে শিক্ষার মান৷ আর পাশ করা শিক্ষার্থীরা যদি মানসম্পন্ন উচ্চশিক্ষার সুযোগ না পায়, তাহলে তারা দেশের বোঝায় পরিণত হবে৷ বাড়বে শিক্ষিত বেকারের সংখ্যা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ