1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষা এবং ক্যারিয়ার

৯ এপ্রিল ২০১২

জার্মানিতে পিএইচডি করে অনেকে এখানেই পোস্ট ডক্টরেট শুরু করে আবার নিজ দেশে ফিরে যান৷ তবে ইদানিং দেখা যাচ্ছে, পিএইচডি শেষ করেছে – এমন ছাত্র-ছাত্রীদের বৃত্তি দিয়ে নিয়ে যাচ্ছে অ্যামেরিকা এবং ক্যানাডা৷

Gruppe von Studenten lernt gemeinsam in einer Bibliothek. Erstellung: 14.02.2012 © Robert Kneschke - Fotolia.com
ছবি: Fotolia/Robert Kneschke

এরকমই একজন হলেন ড. সাইফুল ইসলাম৷ বাংলাদেশে তিনি নত্র দাম কলেজে পড়েছেন৷ এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয় নিয়ে অনার্স এবং মাস্টার্স শেষ করেছেন৷ ২০০৭ সালে তিনি বন বিশ্ববিদ্যালয়ে তার পিএইচডি শুরু করেন৷ গত বছর তিনি সফলভাবে পিএইচডি সম্পন্ন করেছেন৷

শিকাগোর নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় পোস্ট ডক্টরেটের জন্য বৃত্তি দিয়েছে তাঁকে৷ জার্মানিতে পিএইচডি প্রসঙ্গে ড. সাইফুল ইসলাম বললেন, ‘‘আমার বিষয় ছিল ইনঅর্গানিক কেমিস্ট্রি৷ আমি জার্মানিতে বৃত্তি নিয়ে পিএইচডি করেছি৷ বৃত্তি দিয়েছে ডিএএডি৷ আমি আমার স্ত্রী এবং সন্তান নিয়ে এখানে আছি৷ দু-এক দিনের মধ্যেই আমি চলে যাচ্ছি অ্যামেরিকায়৷ শিকাগোর নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার দুই বছরের একটি চুক্তি হয়েছে৷ এই দুই বছরে আমি পোস্ট ডক্টরেট করবো৷''

সফলভাবে পিএইচডি শেষ করার অভিজ্ঞতা কেমন? এ প্রশ্নের উত্তরে হেসে তিনি জানান, এটা এক ধরণের মিশ্র অভিজ্ঞতা৷ যখন তিনি পিএইচডি শুরু হয় তখন তার কাছে মাঝে মাঝে এত কঠিন মনে হতো৷ তিনি মনে করতেন, বোধহয় এই কোর্স শেষ করতে পারবেন না৷ ক্লাসে তিনি কিছুই বুঝতেন না৷ হোম ওয়ার্ক বুঝতেন না৷ লেকচার হত জার্মান ভাষায়৷ একসময় হাল ছেড়ে দিয়েছিলেন৷ তখন কথা বললেন প্রফেসরের সঙ্গে৷ প্রফেসর সাহস দিলেন৷ তখন পিএইচডি শেষ করা চ্যালেঞ্জ হিসেবে দেখা দিল৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ