শিক্ষা দপ্তরকে যোগ্যদের নামের তালিকা পাঠালো এসএসসি
১৪ এপ্রিল ২০২৫
ই-মেলে পাঠানো এই তালিকায় যোগ্য চাকরিহারাদের নাম-সহ অন্য তথ্য আছে।
এসএসসি ও রাজ্য সরকারের কাছে যোগ্য ও অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। ছবি: Satyajit Shaw/DW
বিজ্ঞাপন
মার্চের শুরুতে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল হয় ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক শিক্ষিকার। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) কোর্টকে জানিয়েছিল, যোগ্য-অযোগ্য শিক্ষকদের বাছা সম্ভব হয়নি। এখন শিক্ষা দপ্তরের কাছে মোট ১৯ হাজার 'যোগ্য' চাকরিহারাদের নামের নতুন তালিকা পাঠালো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। ইমেলে পাঠানো এই নতুন এই তালিকায় এই চাকরিহারাদের নাম, স্কুলের নামসহ অন্যান্য তথ্য আছে বলে জানিয়েছে শিক্ষা দফতরের একটি সূত্র।
নতুন তালিকায় নাম অন্তর্ভুক্তি
সূত্র আরো জানিয়েছে, যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা এসএসসির কাছে আগে থেকেই ছিল। সুপ্রিম কোর্টের রায়ে যারা অযোগ্য বলে চিহ্নিত হননি তাদেরকেও এই নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পরআনন্দবাজার ডট কমের প্রতিবেদনে বলা হয়েছে, স্কুল সার্ভিস কমিশন এই নতুন তালিকায় পাওয়া তথ্য খতিয়ে দেখবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তরের সূত্র।
৩ মার্চের রায়ের পর থেকেই ওএমআর শিটের মিরর কপি প্রকাশ করুক এসএসসি এই দাবিতে সরব হয়েছেন চাকরিহারারা। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই চাকরিহারাদের আশ্বস্ত করলেও তারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। ডিআই অফিসের সামনে পুলিশের লাথি ও লাঠি খান চাকরিহারা শিক্ষকরা।এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। চাকরিহারাদের দাবি, যোগ্য-অযোগ্য চাকরিপ্রার্থীদের আলাদা করে তালিকা প্রকাশ করুক এসএসসি।
কসবার ডিআই অফিস বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরিহারা শিক্ষকরা। তাদের বেধড়ক লাঠিপেটা পুলিশের। মারা হলো লাথিও।
ছবি: Satyajit Shaw/DW
লজ্জাজনক
বুধবার চাকরিহারা শিক্ষকদের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বেঝড়ক লাঠি চালালো। শিক্ষকদের লাথি মারা হলো। রাস্তায় লুটিয়ে পড়লেন শিক্ষকরা। কসবার ডিআই অফিসে প্রতীকী তালাবন্ধ করে প্রতিবাদ দেখাতে গিয়ে এই হেনস্থার মুখে পড়তে হলো তাদের।
ছবি: Satyajit Shaw/DW
পুলিশের কীর্তি
বিক্ষোভরত নিরস্ত্র শিক্ষকদের কাউকে গলাধাক্কা দেয়া হলো, কাউকে লাঠি মেরে মাটিতে ফেলে দেয়া হলো, কাউকে দুই পাশ থেকে ধরে লাঠি মারা হলো, কারো হাত মুচড়ে দেয়া হলো। যোগ্য শিক্ষক মঞ্চ ২০১৬-র তরফে রাজ্যজুড়ে বিক্ষোভ ছিল। কলকাতার কসবার বিক্ষোভে এই ঘটনা ঘটলো।
ছবি: Satyajit Shaw/DW
হালকা বলপ্রয়োগ!
কলকাতা পুলিশ জানিয়েছে, কসবায় একদল বিক্ষুব্ধ জনতা পুলিশকে আক্রমণ করে। সহিংসতা করে। দুই নারী পুলিশ কর্মী-সহ ছয়জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হালকা বলপ্রয়োগ করে। পরে পুলিশ কমিশনার মনোজ বর্মা দাবি করেছেন, বাধ্য হয়ে পুলিশ ব্যবস্থা নিয়েছে। তবে লাথি মারা কাম্য ছিল না।
ছবি: Satyajit Shaw/DW
মারের চোটে লাঠি ভাঙলো
বিক্ষোভরত শিক্ষকদের বক্তব্য, তারা ডেপুটেশন দিতে গিয়েছিলেন। পুলিশ প্রথম থেকে মারমুখি ছিল। এমনভাবে মেরেছে যে তাদের লাঠি পর্যন্ত ভেঙে যায়। চাকরিহারা নারী শিক্ষকরাও পুলিশের মারের হাত থেকে বাঁচতে পারেননি।
ছবি: Satyajit Shaw/DW
মুখ্যসচিবের বক্তব্য
মুখ্যসচিব মনোজ পন্থ বলেন, এই ঘটনা কাম্য ছিল না। চাকরিহারাদের প্রতি সমবেদনা আছে। তারা যেন শান্ত থাকেন। তবে বিরোধীদের অভিযোগ, কোনোরকম সমবেদনা থাকলে পুলিশ তাদের প্রতি এই ধরনের ব্যবহার করে না। পুলিশের এই আচরণ থেকে সরকার ও প্রশাসনের আসল মনোভাব প্রকাশ পাচ্ছে।
ছবি: Satyajit Shaw/DW
জেলায় জেলায় বিক্ষোভ
শুধু কলকাতার কসবায় নয় জেলায় জেলায় শিক্ষকরা বিক্ষোভ দেখাতে রাস্তায় নামেন। তারা দাবি করতে থাকেন, কসবায় আটক চাকরিহারা শিক্ষকদের মুক্তি দিতে হবে। মেদিনীপুর, বহরমপুর, আসানসোল-সহ বিভিন্ন জায়গায় ডিআই অফিসে তালা ঝুলিয়ে দেয়া হয়।
ছবি: Satyajit Shaw/DW
পুলিশে পুলিশে ছয়লাপ
কসবার ডিআই অফিসের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু চাকরিহারা শিক্ষকরা এসে বিক্ষোভ দেখানো শুরু করতেই তারা মারমুখি হয়ে ওঠে বলে বিক্ষোভকারীদের অভিযোগ।
ছবি: Satyajit Shaw/DW
কেন এই বিক্ষোভ?
ক্যানিং ইটখোলা রাজনারায়ণ হাইস্কুলের অঙ্কের শিক্ষক অনিমেষ সামন্ত বলেন, ''আমাদের দাবি, যোগ্যদের তালিকা অবিলম্বে এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। যে মিরর ইমেজ যা সিবিআই উদ্ধার করেছে, তা প্রকাশ করতে হবে, যাতে গোটা দেশ ও রাজ্য জানতে পারে আমরা যোগ্য। আমরা যে ওএমআর শিটে পরীক্ষা দিয়েছিলাম, সেটা প্রকাশ করুক। আমরা নতুন করে পরীক্ষায় বসব না। মুখ্যমন্ত্রীর ঘোষণামতো ভলেন্টিয়ারি সার্ভিসও দিতে রাজি নই।''
ছবি: Satyajit Shaw/DW
'গুলি করে মারুক'
বাটানগড় জবতলা সূর্যকুমার বালিকা বিদ্যালয়ের ইংরেজির শিক্ষিকা সাথী লাহা বলেন, 'আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা। কোনোভাবেই কোথাও কখনো আমাদের দুর্নীতির নাম নেই। আমরা গোটা দেশকে জানাতে চাই আমরা যোগ্য। আমরা কেন ভলেন্টিয়ারি সার্ভিস দেব। আমাদের পূর্ণ সম্মান দিয়ে পদে ফেরানো হোক। আমাদের পরিবার, বাচ্চাদের স্কুলের ফিস বন্ধ হয়ে যেতে বসেছে। হয় আমাদের আত্মহত্যা করতে বলুক, নয়তো গুলি করে মেরে দিক।'
ছবি: Satyajit Shaw/DW
'অসম্মানজনক প্রস্তাব'
রতনপুর গার্লস হাইস্কুলের শিক্ষিকা স্বর্ণালি বসু বলেন, 'মিরর ইমেজ না পাওয়ার জন্য সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের একসঙ্গে মিশিয়ে দিয়েছিল যাতে আমাদের চাকরি চলে যায়। এসএসসি অযোগ্যদের লিস্ট দিয়েছে যোগ্যদের তালিকা দেয়নি। যোগ্যদের লিস্ট প্রকাশ করা হোক। ভলেন্টিয়ারি সার্ভিস আমাদের জন্য অসম্মানজনক। আমরা যতদিন না যোগ্য সম্মান পাবো ততদিন এই সার্ভিস দিতে রাজি নই।
ছবি: Satyajit Shaw/DW
'আমরা পথে বসে গেছি'
রায়দিঘি নরেন্দ্রপুর মিলন বিদ্যাপীঠের শিক্ষক কর্ণকুমার নস্কর বলেন, 'সরকার দুর্নীতি করেছে অযোগ্যদের লিস্টেই তা প্রমাণিত। আমরা সকলেই জানি কারা অযোগ্য। যোগ্যদের লিষ্ট সামনে আসা দরকার। সরকার আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে। ২০১১ সাল থেকে ২০২৫ সাল বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে তাতে একটাই মাত্র এই নিয়োগ হয়েছে। অথচ সরকারের মনে হচ্ছে না যে এদেরকে বাঁচানো দরকার। আমরা তো পথে বসে পড়েছি।'
ছবি: Satyajit Shaw/DW
শিক্ষামন্ত্রীর বক্তব্য
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, চাকরিহারা শিক্ষকরা আমাদের সঙ্গে বসতে চাইছেন, আবার ধ্বংসাত্মক আন্দোলন করছেন, দুটো একসঙ্গে হতে পারে না। শনিবার তিনি চাকরিহারা শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন।
ছবি: Satyajit Shaw/DW
বিরোধীদের প্রতিক্রিয়া
বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, লাথি, লাঠি মারা স রকার, আর নেই দরকার। বিজেপি এর বিরুদ্ধে রাস্তাতেও নামে। সিপিএমও বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল করছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, রাস্তায় নামা দরকার। শিক্ষাকে বাঁচানোর জন্য। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, কংগ্রেস কর্মীরা কলেজ স্ট্রিটে মিছিল করবেন।
ছবি: Satyajit Shaw/DW
13 ছবি1 | 13
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক
শুক্রবার চাকরিহারাদের একাংশ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করেন। মন্ত্রী আশ্বাস দেন যোগ্য-অযোগ্যদের তালিকা প্রস্তুত করেছে এসএসসি। আইনি পরামর্শের পরে তা প্রকাশ করা হবে। শুক্রবার এই বৈঠকের পরে চাকরিহারাদের প্রতিনিধিরা জানিয়েছিলেন, "যোগ্য-অযোগ্যদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।" গত সপ্তাহের শেষেই সেই কাজ শেষ হওয়ার কথা জানিয়েছিলেন তারা। একই সঙ্গে তারা জানান, আইনি পরামর্শ নেওয়ার পর সেই তালিকা ২১ এপ্রিলের মধ্যে প্রকাশিত হতে পারে।