1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষা প্রতিষ্ঠানে শেখ হাসিনার ভাষণ

৪ জুলাই ২০১৮

শিক্ষার্থীদের রেফারেন্স বই হিসেবে ব্যবহারের জন্য ‘শেখ হাসিনার নির্বাচিত ১০০ ভাষণ' সংকলনটি সংগ্রহের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর৷ ২০১৪ থেকে ২০১৭ সালের উল্লেখযোগ্য ভাষণগুলো নেয়া হয়েছে এই সংকলনে৷

ছবি: picture-alliance/ZUMAPRESS.com

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে গত ২৬ জুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে৷ নির্দেশনায় বলা হয়েছে, ‘‘প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানে দেয়া ভাষণগুলোর মধ্য থেকে বাছাই করা ১০০টি ভাষণের একটি পুস্তক প্রকাশ করা হয়েছে৷ ২০১৪ সাল থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত উল্লেখযোগ্য ভাষণ নিয়ে সংকলনটি সাজানো হয়েছে৷ প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে এই দুই মেয়াদের শেষ প্রান্তে এসে কৃষি, শিল্প, শিক্ষা, অবকাঠোমো উন্নয়ন, নারীর ক্ষমতায়নসহ সর্বক্ষেত্রে বাংলাদেশ বিপুল অগ্রগতি সাধন করেছে৷

‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রেফারেন্স বই হিসেবে ব্যবহার করতে বলা হয়েছে’

This browser does not support the audio element.

সংকলনের নির্বাচিত ভাষণগুলোতে প্রধানমন্ত্রীর উন্নয়ন চিন্তা, রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শন এবং জনকল্যাণমূখী কর্মসূচি বা পরিকল্পনার পরিচয় পাওয়া যাবে৷''

সাড়ে ৫০০ পৃষ্ঠার এই সচিত্র সংকলনটি প্রকাশ করেছে ঢাকার বাংলাবাজারের জিনিয়াস পাবলিকেসন্স৷ মাউশির চিঠিতে তা-ও উল্লেখ করা হয়েছে৷ গত ৮ মে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেয়ার পর এই বইটি বাংলাদেশের সকল সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়েরেফারেন্স বই হিসেবে সংগ্রহ করার নির্দেশনা দেয় মাউশি৷

‘নির্দেশনা ছাড়া কিছু হয়না তাই হয়তো নির্দেশনা দেয়া হয়েছে’

This browser does not support the audio element.

মাউশির সহকারী পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস ডয়চে ভেলেকে বলেন,‘‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমরা এ সংক্রান্ত আদেশের দু'টি চিঠি পেয়েছি৷ সেই চিঠির আলোকেই আমরা নির্দেশনা জারি করেছি৷'' তবে এটা সংগ্রহ এবং পাঠ বাধ্যতামূলক কিনা এবং এটা সিলেবাসের অন্তর্ভূক্ত কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘এটা রেফারেন্স বই হিসেবে ব্যবহার করতে বলা হয়েছে৷''

মাউশির পরিচালক অধ্যাপক ড. আব্দুল মান্নান ডয়চে ভেলেকে বলেন, ‘‘প্রধানমন্ত্রীর দেয়া ১০০ ভাষণের সংকলনটি কিভাবে সবখানে পৌঁছে দেয়া যায়, সেই চেষ্টার অংশ হিসেকেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওই চিঠি দিয়েছি৷ সংকলনটি রেফারেন্স হিসেবে সংগ্রহের অনুরোধ করেছি, যাতে সংকলনটি পড়ে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা, উন্নয়ন দর্শন, রাজনৈতিক দর্শন সম্পর্কে জানতে পারে৷''

‘লক্ষ্য করেছি শেখ হাসিনার ভাষণে বেশকিছু বিষয় থাকে’

This browser does not support the audio element.

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘এটা ঐচ্ছিক৷ কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিনতে পারে, না-ও কিনতে পারে,সেটা তাদের ইচ্ছা৷ আমরা শুধু অনুরোধ করেছি৷ এটা কোনো সিলেবাসের অন্তর্ভূক্ত বা পাঠ্যপুস্তক নয়৷ রেফারেন্স বই৷'' 

এ প্রসঙ্গে শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন ডয়চে ভেলেকে বলেন,‘‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেশেখ হাসিনার ভাষণের সংকলন রেফারেন্স বই হিসেবে সংগ্রহের যে নির্দেশ দেয়া হয়েছে, তাকে আমি স্বাগত জানাই৷ এর কারণ হলো, আমরা লক্ষ্য করেছি, শেখ হাসিনার ভাষণে বেশকিছু বিষয় থাকে৷ চলমান পরিবেশ, পরিস্থিতি প্রভৃতি বিষয় থাকে৷ এই ভাষণগুলো পড়লে চলমান পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়া যায়৷ এগুলো জানা দরকার৷ আজকের কিশোর এবং তরুণরা চলমান বিষয় থেকে বিচ্ছিন্ন৷ তাই এই উদ্যোগকে আমি স্বাগত জানাই৷'' 

‘এটা সিলেবাসের পাঠ্যপুস্তক নয়, রেফারেন্স বই’

This browser does not support the audio element.

আরেকজন শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘দেশে আমাদের যাঁরা নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের চিন্তাভাবনা অবশ্যই আমরা জানতে পারি৷ এটুকু বলতে পারি৷'' 

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘নির্দেশ না দিলেতো কিছু হয় না৷ দেশের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা ছাড়া কিছু হয়না৷ তাই হয়তো নির্দেশনা দেয়া হয়েছে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ