1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষিত, দক্ষ কর্মীদের জন্য জার্মানির দুয়ার খুলছে

২ অক্টোবর ২০১৮

জার্মানির জোট সরকারের নেতৃবৃন্দ নতুন অভিবাসন আইনে সম্মত হয়েছেন৷ ফলে ইউরোপের বাইরের দেশের শিক্ষিত ও দক্ষ নাগরিকদের জন্য জার্মানিতে কাজ পাওয়া ও বসবাস সহজ হচ্ছে৷

Deutschland Berlin Horst Seehofer präsentiert Masterplan Migration
ছবি: picture-alliance/ZUMA Wire/M. Heine

তবে এই আইনের কারণে দরিদ্র ও শিক্ষিত নন, এমন ব্যক্তিদের জার্মানিতে অভিবাসন পাওয়া কঠিন হবে৷ ‘‘আমরা অযোগ্য ‘থার্ড-কান্ট্রি ন্যাশনাল'দের (ইউরোপের বাইরের দেশের নাগরিক) অভিবাসন চাই না,'' চুক্তিতে লেখা হয়েছে৷

মঙ্গলবার ভোরে এই আইনে সম্মত হওয়ার বিষয়টি জানায় জার্মানির জোট সরকার৷ সামাজিক গণতন্ত্রী দল এসপিডির শ্রমমন্ত্রী হুব্যার্টুস হাইল ও চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ দলের সঙ্গী সিএসইউ-র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার চুক্তিতে সই করেন৷

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই কট্টরপন্থি সেহোফার জার্মানির অভিবাসন পদ্ধতিতে সংস্কার আনার চেষ্টা চালিয়ে গেছেন৷ তাঁর দাবি মানা না হলে গত জুনে পদত্যাগেরও হুমকি দিয়েছিলেন তিনি৷

জার্মানির নতুন আইনে ক্যানাডার আইন অনুসরণ করা হয়েছে৷ ফলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, বয়স, ভাষাগত দক্ষতা, ‘আর্থিক নিরাপত্তা', কোম্পানির কাছ থেকে পাওয়া ‘জব অফার' ইত্যাদি বিবেচনা করে অভিবাসন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে৷

নতুন আইনে জার্মান অর্থনীতিতে দক্ষ বিদেশি কর্মীদের অবদান স্বীকার করা হয়েছে৷ ফলে আরো বেশি করে বিদেশিদক্ষ কর্মী আনারপ্রক্রিয়া সহজ হচ্ছে৷ আইনের এক প্রস্তাবে বলা হয়েছে, এখন থেকে নিয়োগ দেয়ার ক্ষেত্রে প্রথমে জার্মান নাগরিকদের অগ্রাধিকার দিতে কোম্পানিগুলোর উপর এতদিন যে সরকারি চাপ ছিল, এখন থেকে তা থাকবে না৷

এছাড়া বিদেশি গ্র্যাজুয়েট ও কারিগরি শিক্ষায় শিক্ষিত কর্মীরা চাকরি খুঁজতে ছয় মাসের জন্য জার্মানিতে আসতে পারবেন৷ তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে, আগ্রহী প্রার্থীদের চাকরি করার জন্য পর্যাপ্ত যোগ্যতা, প্রশিক্ষণ ও জার্মান ভাষায় দক্ষতা থাকতে হবে৷ এছাড়া জার্মানিতে থাকার মতো পর্যাপ্ত অর্থও প্রার্থীর থাকতে হবে৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

২০১৬ সালের মে মাসের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ