1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বিচার ব্যবস্থাযুক্তরাষ্ট্র

শিখ নেতাকে মারার চক্রান্তে ভারতীয় যুক্ত: অ্যামেরিকা

৩০ নভেম্বর ২০২৩

অ্যামেরিকায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যার চেষ্টায় ভারতের এক সরকারি কর্মীও জড়িত বলে জানালো মার্কিন বিচারবিভাগ।

লন্ডনে গত ২ অক্টোবর নিজ্জর হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন শিখরা।
গত জুন মাসে হরদীপ সিং নিজ্জরকে হত্যার পর যুক্তরাজ্যে শিখদের প্রতিবাদ।ছবি: picture alliance / ZUMAPRESS.com

মার্কিন বিচারবিভাগ বুধবার জানিয়েছে, অ্যামেরিকার জমিতে এক শিখ নেতাকে খুন করার ষড়যন্ত্র হয়েছিল। আর মূল অভিযুক্ত ভারতের সরকারি কর্মীর হয়ে কাজ করছিলেন।

কিছুদিন আগেই ক্যানাডা জানিয়েছিল, শিখ নেতা হরপাল সিং নিজ্জরকে হত্যার পিছনে ভারতীয় কূটনীতিক জড়িত ছিলেন। এই বিষয়ে যাবতীয় তথ্যপ্রমাণ তাদের কাছে আছে বলেও দাবি করেন ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

ম্্যানহাটনের ফেডারেল সরকারি আইনজীবী জানিয়েছেন, ভারত সরকারের কর্মী যিনি এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন, তিনি সুরক্ষা ও গোয়েন্দা বিভাগের দায়িত্বে। তবে তিনি ওই ভারতীয় সরকারি কর্মীর নাম নেননি, কাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল, সেটাও বলেনি। তবে এর আগেই সংবাদমাধ্যম জানিয়েছিল, ওই শিখ নেতার নাম গুরপতওয়ান্ত সিং পান্নুন।

সরকারি আইনজীবী বলেছেন, ভারতে বসে এই চক্রান্ত করা হয়েছিল। নিউ ইয়র্কে এক শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে মারতে চাওয়া হয়েছিল। ওই নেতা ভারত থেকে এসেছিলেন এবং পরে মার্কিন নাগরিকত্ব পান।

অভিযুক্ত গ্রেপ্তার

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় সরকারি কর্মকর্তা অভিযুক্ত নিখিল জি-র সঙ্গে কাজ করেছেন। নিখিল ভাড়াটে খুনি বলে যার সঙ্গে যোগাযোগ করে, তিনি আসলে আন্ডারকভার ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এজেন্ট।

৫২ বছর বয়সি নিখিলকে চেক কর্তৃপক্ষ গত জুন মাসে গ্রেপ্তার করেছে। তাকে মার্কিন কর্মকর্তাদের হাতে তুলে দেয়ার প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে দুইটি অভিযোগ রয়েছে। দুইটিই হত্যার জন্য খুনিকে ভাড়া করা সংক্রান্ত।

ভারতের প্রতিক্রিয়া

ভারতের সরকারি মুখপাত্র জানিয়েছেন, অ্যামেরিকা ইতিমধ্যেই কিছু তথ্য দিয়েছে। সেই সব তথ্য সংগঠিত অপরাধী, বন্দুকবাজ, সন্ত্রাসবাদী ও অন্যদের বিষয়ে।

মুখপাত্র বলেছেন, ''আমরা তাদের জানিয়েছি, ভারত এই সব তথ্যকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে এই তথ্য জরুরি। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা সব দিক খতিয়ে দেখবে।''

জিএইচ/এসজি(রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ