1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিম্পাঞ্জির সংসদ বিক্রি হলো একশ' কোটি টাকায়

৪ অক্টোবর ২০১৯

অজ্ঞাতনামা ব্রিটিশ স্ট্রিট আর্টিস্ট ব্যাঙ্কসির পেইন্টিং ‘ডিভলভড পার্লামেন্ট' নিলামে বিক্রি হয়েছে৷ শিম্পাঞ্জিদের পার্লামেন্ট হিসেবে পরিচিত ছবিটির দাম পড়েছে প্রায় একশ কোটি টাকা৷

BG Banksy | Devolved Parliament
ছবি: picture-alliance/ZUMAPRESS/Ray Tang

লন্ডনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এই নিলাম৷ বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সোদেবি'স আয়োজন করেছিল এই নিলামের৷ তারা বিশাল পেইন্টিংটি দেড় থেকে দুই মিলিয়ন পাউন্ডে বিক্রি করার আশা করছিল৷ কিন্তু ১৩ মিনিটের ঝড়ো নিলাম যুদ্ধে দাম সাড়ে আট মিলিয়ন পাউন্ডে পৌঁছে যায়৷ ফি-সহ এর দাম পড়েছে প্রায় এক কোটি পাউন্ড (৯,৮৭৯,৫০০ পাউন্ড)৷

সোদেবি'স জানায়, ব্যাঙ্কসির সৃষ্টিগুলোর মধ্যে এ পর্যন্ত এটাই সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে৷

‘‘আজ রাতে ব্যাঙ্কসির পেইন্টিংয়ের দামের রেকর্ড তৈরি হলো৷ অথচ এটার মালিক আমি নই,'' ইনস্টাগ্রামে লেখেন ব্যাঙ্কসি৷

শিল্প সমালোচক রবার্ট হিউজেস ইনস্টাগ্রামে লেখেন, ‘‘...শিল্পকর্মের নতুন একটা কাজ জুটেছে৷ তা হলো দেয়ালে ঝুলে থাকা এবং নিজের দাম বাড়ানো৷ অথচ একটা বইয়ের মতো এটিও সাধারণ মানুষের সম্পদ হতে পারে৷ অথচ শুধু যার সামর্থ্য আছে, তিনিই এর মালিক হন৷''

এক বছর আগে ব্যাঙ্কসির আরেকটি ক্যানভাস ‘গার্ল উইথ বেলুন' নিলামে বিক্রির ঘোষণা হবার পরপরই নিজে নিজে নষ্ট হয়ে যায়, যা অনেককেই অবাক করেছিল৷ পরে ব্যাঙ্কসি জানান, তিনি ক্যানভাসটি এমনভাবে তৈরি করেছিলেন যে, যদি চিত্রকর্মটি নিলামে তোলা ও বিক্রি করা হয়, তাহলে যেন তিনি সেটি নষ্ট করে দিতে পারেন৷

চার মিটার দীর্ঘ ‘ডিভলভড পার্লামেন্ট' প্রায় এক দশক আগে আঁকা৷ ব্রিস্টল মিউজিয়াম গেল মার্চে ব্রেক্সিট উপলক্ষে আবার প্রদর্শন করে৷

ব্যাঙ্কসি তাঁর পরিচয় গোপন রাখেন৷ তাঁর কাজে রাজনৈতিক ও সামাজিক বক্তব্য থাকে৷

Artist Banksy opens hotel next to wall in Bethlehem

00:49

This browser does not support the video element.

জেডএ/এসিবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ