1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিরশ্ছেদ করা ৮ বাংলাদেশির লাশ ফেরত দেবেনা সৌদি আরব

৮ অক্টোবর ২০১১

সৌদি আরব আট বাংলাদেশি নাগরিকের লাশ ফেরত দেবেনা৷ শুক্রবার তাদের প্রকাশ্যে শিরশ্ছেদের পর লাশ ঐ দেশেই দাফন করা হয়েছে৷

প্রতীকী ছবিছবি: Fotolia/Wilm Ihlenfeld

ডাকাতি ও হত্যার অভিযোগে আদালতের রায়ের পর শুক্রবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে সৌদি আরবে বাংলাদেশি দূতাবাসের লেবার কাউন্সিলর হারুন অর রশীদ ডয়চে ভেলেকে জানিয়েছেন৷

২০০৭ সালে এক মিশরীয় নাগরিককে হত্যার অভিযোগে সৌদি আরবে ৮ বাংলাদেশির প্রকাশ্যে শিরচ্ছেদ করা হয়েছে৷ তারা হলেন, মামুন আব্দুল মান্নান, ফারুক জামাল, সুমন মিয়া, মোহাম্মদ সুমন, শফিকুল ইসলাম, মাসুদ শাসুল হক, আবু আল হোসাইন আহমেদ, মতিউর আল রহমান৷ ঐ ঘটনায় আরো ৩ বাংলাদেশিকে বেত্রাঘাতসহ কারাদণ্ড দেয়া হয়৷

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ২০০৭ সালে ঐ ৮ বাংলাদেশি ডাকাতি করতে গিয়ে এক মিশরীয় নিরাপত্তা কর্মীকে হত্যা করে৷ আর অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল শিরশ্ছেদের নিন্দা জানিয়ে বলেছে, সৌদি আরবে একটি নির্মাণাধীন কমপ্লেক্সে বৈদ্যুতিক তার চুরির সময় একদল বাংলাদেশি শ্রমিকের সঙ্গে সংঘর্ষের সময় একজন মিশরীয় নাগরিক নিহত হন৷ সেখানে বাংলাদেশি শ্রমিকরা কর্মরত ছিলেন৷

এদিকে ৮ বাংলাদেশিকে শিরশ্ছেদের ঘটনা সৌদি সরকার এখনো বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানায়নি৷ তাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই৷ তবে সৌদি আরবে বাংলাদেশি দূতাবাসের লেবার কাউন্সিলর হারুন অর রশীদ ডয়চে ভেলেকে টেলিফোনে জানিয়েছেন, তারা তাদের সোর্সের মাধ্যমে শিরশ্ছেদের বিষয়টি নিশ্চিত হয়েছেন৷ আর দণ্ড কার্যকর করার আগেও বাংলাদেশি দূতাবাসকে জানানো হয়নি৷ দূতাবাস আনুষ্ঠানিকভাবে জানার পর বাংলাদেশে তাদের পরিবারকে শিরশ্ছেদের বিষয়টি জানাবে৷

তিনি বলেন যাদের শিরশ্ছেদ করা হয়েছে তাদের লাশ সৌদি আরবেই দাফন করা হয়েছে৷ সেখানকার আইন অনুযায়ী তারা এধরনের লাশ ফেরত দেয়না৷ তাই লাশ বাংলাদেশে পাঠানোর কোনো সুযোগ নেই৷

লেবার কাউন্সিলর জানান সৌদি আদালত ৮ বাংলাদেশির মৃত্যুদন্ডের রায় ঘোষণা করে ২০০৮ সালে৷ এরপর থেকে তারা দণ্ড কমান বা মওকুফের নানা চেষ্টা করেছেন৷ এমনকি বাংলাদেশের সেময়ের রাষ্ট্রপতিও সৌদি সরকারকে অনুরোধ করেছিলেন৷ কিন্তু নিহতের পরিবার ছাড়া আর কারোর দণ্ড মাফ করার অধিকার সৌদি আইনে নেই৷ নিহতের পরিবারও দণ্ড মওকুফে রাজি হয়নি৷ তাই বাংলাদেশি দূতাবাসের আর কিছু করার ছিলনা৷

উল্লেখ্য, সৌদি আরবে সবচেয়ে বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করেন৷ তাদের সংখ্যা বর্তমানে প্রায় ২০ লাখ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ