1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিরোপার লক্ষ্যে ভোল্ফসবুর্গ

২০ আগস্ট ২০১০

বুন্ডেসলিগার অন্যতম নতুন দল ভোল্ফসবুর্গ৷ ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছে ২০০১ সালে৷ কিন্তু এরমধ্যেই জার্মান ফুটবলে একটি শক্ত অবস্থান করে নিয়েছে দলটি৷

VfL Wolfsburg
ছবি: DW-Montage/picture-alliance/dpa

২০০৮-০৯ মৌসুমের বুন্ডেসলিগা শিরোপা গিয়েছিলো তাদের হাতেই৷ তবে গত মৌসুমটি ভালো কাটেনি দলটির৷ অষ্টম স্থানে থেকে লিগ শেষ করে তারা৷ তবে এবার শিরোপার লড়াইয়ে যে তারা জোর প্রচেষ্টা চালাবে সেটা বলাই বাহুল্য৷

অবশ্য কোচ নিয়ে সমস্যা রয়ে গেছে দলটির৷ নতুন কোচ স্টিভ ম্যাকলারেন, গত এক বছরে এই নিয়ে তিনজনকে এই পদে বসালো ভোল্ফসবুর্গ৷ তবে দায়িত্ব নিয়েই দলকে গোছানোর কাজ বেশ ভালোভাবেই করছেন নতুন কোচ৷ দলের অন্যতম খেলোয়াড় আর্নে ফ্রিডরিশ লিগ শুরুর আগেই জানিয়ে দিয়েছেন, এবার তাদের শিরোপা চাই৷ তার ওপর সবুজ-সাদা জার্সিরা জানিয়ে দিয়েছে দলের অন্যতম খেলোয়াড় দিজেকো, গ্রাফিতি এবং মিসিমোভিচ বিক্রির জন্য নয়৷ মাত্র ২১ বছর বয়সী জিমন কায়েরও নজর কাড়ছেন এবার৷ ক্লাবটির আর্থিক সামর্থ্যও বেশ লক্ষ্য করার মত৷

সম্ভাব্য একাদশ : গোলরক্ষক - দিয়েগো বেনাগলিও, রক্ষণভাগ - মার্সেল শ্যেফার, আর্নে ফ্রিডরিশ, জিমন কায়ের, পিটার পেকারিক, মধ্যমাঠ - সিসেরো, ইয়োজু, সাশা রিথার, ভেজডান মিসিমোভিচ, আক্রমণভাগ - এডিন জেকো, এডিলাল্ডো গ্রাফিতি৷

তারকা খেলোয়াড় : এডিনাল্ডো গ্রাফিতি, এডিন জেকো, ভেজডান মিসিমোভিচ, আর্নে ফ্রিডরিশ৷

সম্ভাব্য ফর্মেশন : ৪-৪-২

কোচ : স্টিভ ম্যাকলারেন

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ