1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিল্পকর্ম দিয়ে সাজানো দ্বীপ

এলকে শোয়াব / এআই২৮ ডিসেম্বর ২০১৩

স্পেনের এক চিত্রশিল্পী নিজের মনের মতো করে গড়েছেন একটি দ্বীপ৷ তিনি এখন বেঁচে নেই৷ কিন্তু প্রকৃতির মাঝে তাঁর গড়া বিভিন্ন শিল্পকর্ম দেখতে এখনো অসংখ্য পর্যটক ভিড় করেন সেই দ্বীপে৷

Insel La Graciosa Kanarische Inseln
ছবি: cc-by-sa-2.0/afrank99

লান্সারটে দ্বীপটি অনেক উপর থেকে দেখতে হলে যেতে হবে একেবারে উত্তর প্রান্তে৷ জায়গার নাম মিরাদোর দেল রিও৷ চল্লিশ বছরেরও বেশি সময় আগে শিল্পী সেজার মানরিকে পর্যবেক্ষণ কেন্দ্রটি গড়ে তোলেন৷ পর্যটকদের জন্য দ্বীপটি তিনিই সাজিয়েছেন৷ এই বিষয়ে সেজার মানরিকে ফাউন্ডেশনের আলফ্রেডো ডিয়াজ বলেন, ‘‘সেজার মানরিকে বুঝতে পেরেছিলেন একজন শিল্পী হিসেবে ছবি আঁকা, মূর্তি গড়া এবং বাড়ির নকশা তৈরি ছাড়াও তাঁর আরো দায়িত্ব রয়েছে৷ আর সেই দায়িত্ববোধ থেকেই লান্সারটে-র উন্নয়নে কাজ করেছেন তিনি৷''

লান্সারটের দক্ষিণে অবস্থিত টিমানফায়া ন্যাশানাল পার্কে অগ্ন্যুৎপাতের আরো অনেক নমুনা রয়েছেছবি: Rafa Samano/Cover/Getty Images

সেজার মানরিকে মারা গেছেন সেই ১৯৯২ সালে৷ কিন্তু তাঁর বাড়িতে এখনো প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসেন৷ এখানে তিনি তাঁর নিজস্ব ভাবনা থেকে সংস্কৃতি এবং প্রকৃতির মধ্যে মিলন ঘটিয়েছেন৷ জমে যাওয়া লাভার বিশাল ক্ষেত্রের মধ্যে তৈরি করেছেন বাড়ি৷ পুরো বাড়িটাই স্থাপত্যশিল্পের এক অনন্য নিদর্শন৷

মানরিকের বাড়ি থেকে কয়েক মাইল দূরেই রয়েছে তাঁর শুরুর দিকের একটি প্রকল্প৷ ‘খামেয়স দেল আগুয়া' বা পানির গুহা৷ সেখানে এক বিরল সাদা কাঁকড়ার বাস, যাদের সাধারণত পানির দু'হাজার মিটার গভীরে পাওয়া যায়৷ পুরো দ্বীপের মধ্যে সবচেয়ে বেশি পর্যটক ভিড় করেন সেখানে৷

‘খামেয়স দেল আগুয়া'-র উপরের অংশে রয়েছে একটি সুইমিং পুল৷ কয়েক বছর আগেও সেখানে সাধারণ মানুষ সাঁতরাতে পারতেন৷ কিন্তু এখন পর্যটকদের ভিড় অনেক বেড়ে গেছে৷ তাই এখানে এখন বিখ্যাত সংগীতজ্ঞদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

সেজার মানরিকে অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট পাথরের মধ্যে একটি কনসার্ট হল তৈরি করেছেন, যেখানে হাজার খানেক দর্শক সমবেত হতে পারেন৷

লান্সারটের দক্ষিণে অবস্থিত টিমানফায়া ন্যাশানাল পার্কে অগ্ন্যুৎপাতের আরো অনেক নমুনা রয়েছে৷ এখানকার ৩৩টি আগ্নেয়গিরির মধ্যে বেশ কয়েকটি এখনো সক্রিয়৷ তবে খুব শীঘ্রই এগুলো থেকে কোনো বিপদের আশঙ্কা নেই৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ