1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিল্পক্ষেত্রে পানি পরিশোধনের অভিনব উদ্যোগ

২৬ ফেব্রুয়ারি ২০১৯

একদিকে শিল্পক্ষেত্রে দূষণ, অন্যদিকে পানির অপচয় – দু'টিই বড় সমস্যা৷ আধুনিক প্রযুক্তির কল্যাণে উৎপাদন প্রক্রিয়ার অঙ্গ হিসেবে পানি পরিশোধনের উদ্যোগ চলছে৷ আবর্জনার পুনর্ব্যবহারও এই সমাধানসূত্রের অঙ্গ৷

Bangladesch Umweltverschmutzung Batterie Recycling
ছবি: Imago/UIG

প্লাস্টিক উৎপাদনের সময় শীতল করার প্রক্রিয়ায় অনেক পানির প্রয়োজন হয়৷ নেদারল্যান্ডসের একটি কারখানা পাম্পের মাধ্যমে মাটির নীচ থেকে পানি উত্তোলন করে না, বরং বাইরে থেকে পানি কিনে এক বার ব্যবহার করে সমুদ্রে ফেলে দেয়৷ পানি বিশেষজ্ঞ নিল্স খ্রোট বলেন, ‘‘বছরে আমাদের প্রায় ২ কোটি কিউব মিঠা পানির প্রয়োজন হয়৷ সেটা এখানে কিছুটা সমস্যা বটে, কারণ গোটা এলাকা আসলে সমুদ্রের সঙ্গে যুক্ত৷ ফলে ভূগর্ভস্থ পানি বেশ লবণাক্ত৷''

 লবণাক্ত পানি যন্ত্রপাতি নষ্টকরতে পারে৷ তাই কোম্পানিগুলির পক্ষে পানি পরিশোধন করার তুলনায় মিঠা পানি কেনা অনেক সস্তা৷ এক ইউরোপীয় গবেষণা প্রকল্পের আওতায় সেই পরিস্থিতি বদলানোর চেষ্টা চলছে৷ একটি পরীক্ষামূলক প্লান্টের মধ্যে একাধিক প্রক্রিয়ায় পানি থেকে লবণসহ অন্যান্য ক্ষতিকারক পদার্থ দূর করার হচ্ছে৷  পানি পরিশোধনবিশেষজ্ঞ ভিলবার্ট ফান ডেন ব্রুক বলেন, ‘‘প্রথমে আমরা লামেলা সেপারেটরের মাধ্যমে পানির মধ্য থেকে কঠিন বস্তু দূর করার চেষ্টা করি৷ তারপর দু'টি ভিন্ন প্রযুক্তির মাধ্যমে পানি থেকে লবণ দূর করা হয়৷''

গবেষকরা উন্নত ন্যানো ফিল্টার ও আধুনিক মেমব্রেন প্রযুক্তি পরীক্ষা করছেন৷ শিল্পক্ষেত্রে পানির পুনর্বব্যহার প্রক্রিয়া আরও দক্ষ ও সস্তা করে তোলাই এই উদ্যোগের লক্ষ্য৷ পানি প্রযুক্তি বিশেষজ্ঞ পেটার কাউভেনবার্গ বলেন, ‘‘প্রচলিত মেমব্রেন ফিলট্রেশন ব্যবস্থা কাজে লাগিয়ে বড়জোর ৫০ থেকে ৭০ শতাংশ পানি পুনর্বব্যহারের যোগ্য করে তোলা যায়৷ এই প্রযুক্তির সাহায্যে তা বাড়িয়ে ৯০ থেকে ৯৫ শতাংশে আনা সম্ভব৷'' 

পানি শোধন নিয়ে গবেষণা

03:52

This browser does not support the video element.

এই মেমব্রেন প্রণালী জলীয় বাষ্প প্রবেশ করতে দেয় এবং লবণ ধরে রাখে৷ কিন্তু সেগুলির আয়ু বড় কম৷ তাই সেগুলি আরও কার্যকর করে তোলার উদ্যোগকে চূড়ান্ত অগ্রাধিকার দেওয়া হচ্ছে৷ টেকনিকাল মাইক্রোবায়োলজিস্ট ক্রিস্টিনা ইয়ুংফার বলেন, ‘‘শিল্পক্ষেত্রের একাধিক সুবিধা রয়েছে৷ প্রথমত, এটি আরও পরিবেশবান্ধব প্রক্রিয়া৷ কারণ এর মাধ্যমে পানি সাশ্রয় সম্ভব হয়৷ তাছাড়া মিঠা পানির উৎসের উপর নির্ভর করতে হয় না৷ নতুন প্রযুক্তির মাধ্যমে জ্বালানি সাশ্রয়ও সম্ভব হয়৷ ফলে এমন পরিস্থিতি একইসঙ্গে শিল্পক্ষেত্র ও প্রকৃতির জন্য ইতিবাচক৷''

বেলজিয়ামের অ্যান্টওয়ার্ক বন্দরে প্লান্টগুলিতে তাদের নিজস্ব উৎপাদন প্রক্রিয়ার জন্য উপযুক্ত করে পরিশোধনের সরঞ্জাম ও পদ্ধতি পরস্পরের মধ্যে সমন্বয় করা হচ্ছে৷ কেমিকাল ইঞ্জিনিয়ার হিসেবে কার্লস নেগ্রো মনে করেন, ‘‘গোটা প্রক্রিয়ার একেবারে শেষে পানি পরিশোধন না করে রিসাইক্লিং-কে তার অংশ করে তোলাই হলো উদ্দেশ্য৷ তাই কারখানা অনুযায়ী পানি পরিশোধনের প্রণালী স্থির করা হয়৷

একটি ক্লোরিন কারখানা কাছের রাসায়নিক কোম্পানিগুলি থেকে আবর্জনা সংগ্রহ করে৷ তারপর বেশ কয়েকটি আধুনিক প্রযুক্তির সাহায্যে তা থেকে শুদ্ধ পানি ও ব্যবহারযোগ্য উপাদান সৃষ্টি করা হয়৷ কেমিকাল ইঞ্জিনিয়ার সাবিনে টাবের্ট বলেন, ‘‘আমরা বলি, এটা মোটেই জঞ্জাল নয়৷ অবশ্যই তা পুনর্ব্যবহার করতে হবে, কারণ সেটি অন্যদের জন্য অত্যন্ত উপযোগী৷ অদূর ভবিষ্যতে পানির মূল্য অনেক বেড়ে যাবে৷ তাই আগামীকালের সমস্যা আমাদের আজই সমাধানের চেষ্টা করতে হবে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ