শিল্পখাতে ক্যাম্পাস নেটওয়ার্কের ব্যবহার নিয়ে গবেষণা
২৩ জানুয়ারি ২০২৫
এই পার্কের এক কোম্পানি জেডডাব্লিউআই টেকনোলজিস প্রযুক্তিটি পরীক্ষা করছে৷ ঐ কোম্পানির কর্মকর্তা প্যাট্রিক ফান বিক বলেন, ‘‘আমরা এখন রিয়েল টাইমে কাজ করতে পারি৷ আগে আমাদের তথ্য সংগ্রহ করে সেগুলো অন্য জায়গায় নিয়ে গিয়ে তারপর কাজ করতে হত৷ ওটা রিয়েল টাইম ছিল না৷ এখন আমাদের নিজস্ব নেটওয়ার্ক থাকার কারণে আমরা দ্রুত তথ্য পাঠাতে পারছি৷ এটাই এই প্রযুক্তির সুবিধা৷''
নিজস্ব ৫জি নেটওয়ার্ক ও তার নিজস্ব রেডিও ফ্রিকোয়েন্সির জন্য কারখানার কাজে পরিবর্তন এসেছে৷ এটি ওয়াইফাই এর চেয়ে বেশি নিরাপদ৷ আর ১০ গুন পর্যন্ত দ্রুতগতিরও৷ বড় ক্রেতাদের নিজস্ব সলিউশন ডেভেলপ করতে সহায়তা করে ৫জি৷
অনেক বেশি তথ্য পাঠানোর কৌশল ঠিক করতে ডিজাইন ইঞ্জিনিয়ার আর প্রোগ্রামারেরা একসঙ্গে কাজ করেন৷
৫জির সম্ভাব্য অ্যাপ্লিকেশনের মধ্যে আছে মেশিন-টু-মেশিন যোগাযোগ, রোবটের মধ্যে যোগাযোগ, এবং অগমেন্টেড রিয়েলিটি দিয়ে মেশিন নিয়ন্ত্রণ৷
জেডডাব্লিউআই কোম্পানিতে ৫জির সুবিধা পেতে বিশেষ কন্ট্রোল মডিউল তৈরি করা হয়েছে৷ এটা তার প্রোটোটাইপ৷ প্যাট্রিক ফান বিক বলেন, ‘‘এটা একটা মিনি কম্পিউটার যেটা সব ডাটা প্রসেস করে৷ এটা ৫জি রিসিভার-ট্রান্সমিটার মডিউল, যেটা সেলগুলোর মধ্যে যোগাযোগ সম্ভব করে৷ ৫জি সেটআপ যেটা সাধারণত স্মার্টফোনে দেখা যায়, সেটা এখানে এই সার্কিট বোর্ডে আছে৷''
নিয়মিত বিরতিতে অ্যাপ্লিকেশনের কাজ মূল্যায়ন করা হয়৷ ফ্রাউনহোফার ইনস্টিটিউটের গবেষকেরা এতে অংশ নেন৷ তারা তাদের গবেষণার ফল প্রকাশ করবেন যেন জার্মানির অন্যান্য কোম্পানি তা থেকে উপকৃত হয় এবং ৫জি প্রযুক্তি ব্যবহার শুরু করে৷
ফ্রাউনহোফার ইনস্টিটিউটের মাটিয়াস ক্রেচমার বলেন, ‘‘৫জি বা মোবাইল নেটওয়ার্কের মূল সুবিধা হলো, আপনি আপনার নিজস্ব রেডিও লাইসেন্স ও একটি নিজস্ব ফ্রিকোয়েন্সি ব্যান্ড পেতে পারেন৷ আপনাকে আপনার ৫জি সেট আপ শেয়ার করতে হবে না, এবং অন্য কেউও এতে বাধা তৈরি করতে পারবে না৷ সে কারণে আমরা টেইলরড সলিউশন দিতে পারি, ও ব্যান্ডউইথের নিশ্চয়তা দিতে পারি৷ ওয়াইফাই ততক্ষণ পর্যন্ত নির্ভরযোগ্য যতক্ষণ পর্যন্ত না কেউ এতে বাধা তৈরি করে৷ অর্থাৎ কোনো নিশ্চয়তা নেই৷ আর যেভাবে ওয়াইফাই এর লাইসেন্স দেয়া হয় তাতে কখনই নিশ্চয়তা দেওয়া যাবে না৷ যেসব কোম্পানির কাজে সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাদের ক্ষেত্রে ৫জি খুব গুরুত্বপূর্ণ৷''
ক্যাম্পাস নেটওয়ার্কে ৫জির কিছু সুবিধার মধ্যে আছে ডাটা প্রেরণের উচ্চগতি, হ্যাকারদের থেকে সুরক্ষার ভালো ব্যবস্থা, অনেকগুলো ডিভাইসকে যুক্ত করার সুবিধা ও ভার্চুয়ালাইজেশন৷
জার্মানির শিল্প পার্কে ফেরা যাক৷ জেডডাব্লিউআই ছাড়াও কুরারাই কেমিক্যাল কোম্পানি তাদের নিজস্ব ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপন করেছে৷ দূর থেকে রক্ষণাবেক্ষণ কাজে তারা ডিজিটাল টুইন নামের সফটওয়্যার টুলও ব্যবহার করছে৷ অন্যান্য কোম্পানিও এই টুলের প্রতি আগ্রহী হচ্ছে৷
মাটিয়াস ক্রেচমার বলেন, ‘‘আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করছি সেগুলো সম্পর্কে বিভিন্ন কোম্পানির কাছ থেকে যে ফিডব্যাক পাচ্ছি তা বেশ আশাব্যঞ্জক৷''
ভবিষ্যতে উৎপাদন ও যোগাযোগ খাতে ৫জি অনেক বড় প্রভাব রাখবে৷ তবে গবেষকেরা বলছেন, এটা হাসপাতাল, জরুরি সেবা, দমকল ও বিদ্যুৎ কোম্পানির জন্যও সহায়ক হবে৷
নাতাশা নিব্যার্গ/জেডএইচ