1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিল্পপ্রেমিকদের জন্য অনন্য সুযোগ

৯ জুলাই ২০১৯

রেমব্রান্টের সতেরো শতকের অসাধারণ এক শিল্পকর্মকে পুরোনো রূপে ফিরিয়ে আনবে নেদারল্যান্ডসের রিকস মিউজিয়াম৷ কয়েক বছর ধরে চলবে এ কাজ৷ পুরো কর্মযজ্ঞই দেখা যাবে অনলাইনে অথবা মিউজিয়ামে গিয়ে৷

Niederlande Amsterdam - Restaurierung der "Nachtwache" beginnt
ছবি: picture-alliance/ANP/F. van den Bergh

প্রতিবছর অন্তত ২০ লাখ মানুষ যান আমস্টারডামের রিকস মিউজিয়ামে৷ সেখানেই রয়েছে নেদারল্যান্ডসের স্বর্ণযুগের শিল্পী রেমব্রান্ট হারমেনসুন ফান রিন-এর চিত্রকর্মের সবচেয়ে বড় সংগ্রহ৷ এবার সেখানে যোগ হচ্ছে অন্যরকম আকর্ষণ৷ সেই ১৬৪২ সালে রেমব্রান্টের ‘দ্য নাইট ওয়াচ'-এর রেস্টোরেশন, অর্থাৎ সেটিকে পুরোনো রূপে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে সেখানে৷ চারপাশে বিশেষ কাচের দেয়াল, সেই দেয়ালের বাইরে থেকে দর্শনার্থীরাও দেখতে পারছেন কীভাবে ধীরে ধীরে দুইশ ৭৭ বছরে আসা পরিবর্তনগুলো মুছে আগের রূপে ফেরানো হচ্ছে চিত্রকর্মটিকে৷ অনলাইনে সরাসরিও দেখানো হচ্ছে এ দৃশ্য৷

কেন এমন উদ্যোগ? রিকস মিউজিয়ামের পরিচালক টাকো ডিবিটস জানালেন শিল্পপ্রেমিকদের আগ্রহই এ কাজে উৎসাহ জুগিয়েছে তাদের, ‘‘দ্য নাইট ওয়াচ তো সবার৷ আমরা মনে করি এই চিত্রকর্মটি নিয়ে কী করা হচ্ছে তা দেখার অধিকার তাদেরও রয়েছে৷''

এর আগেও বেশ কয়েকবার ‘দ্য নাইট ওয়াচ'-এর রেস্টোরেশন হয়েছে৷ সর্বশেষ হয়েছিল ১৯৭৫ সালে৷ এক ব্যক্তি ছুরি দিয়ে চিত্রকর্মটিতে আঘাত করায় তার দরকার পড়েছিল৷

এসিবি/কেএম (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ