1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিল্পী মুর্তজা বশীরের জীবনাবসান

১৫ আগস্ট ২০২০

বাংলাদেশে বিখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীর মারা গেছেন৷ তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে৷

বাংলাদেশে বিখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীর মারা গেছেন৷ তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে৷
ছবি: bdnews24.com

শনিবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন তার মেয়ে মুনীরা বশীর৷

বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে গুণী এই চিত্রশিল্পীকে৷ ফুসফুস ও কিডনি জটিলতার পাশাপাশি তার হৃদরোগে আক্রান্ত ছিলেন তিনি৷ শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় নমুনা পরীক্ষায় তিনি করোনা ভাইরাস সংক্রমিত বলে জানা যায়

মুর্তজা বশীরের জন্ম ১৯৩২ সালের ১ ৭ আগস্ট৷ ঢাকার নবকুমার ইনস্টিটিউশ, বগুড়ার করোনেশন ইনস্টিটিউশন, ঢাকা গভর্নমেন্ট ইনস্টিটিউট অব আর্টস (বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) ও কলকাতা আশুতোষ মিউজিয়ামে তিনি শিক্ষা গ্রহণ করেছেন৷ ইতালির ফ্লোরেন্স একাডেমি দেল্লে বেল্লে আরতিতে চিত্রকলা ও ফ্রেস্কো বিষয়ে ও পরে প্যারিসের ইকোলে ন্যাশিওনাল সুপিরিয়র দ্য বোজার্ট এবং আকাদেমি গোয়েৎসে মোজাইক ও ছাপচিত্রে অধ্যয়ন করেন মুর্তজা বশীর৷ চিত্রশিল্পের আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম কুড়িয়েছেন তিনি৷ ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে এক মাসের জন্য দেশটির ৮টি রাজ্যের বিভিন্ন জাদুঘর ও শিক্ষা প্রতিষ্ঠান প্রদর্শন করেন তিনি৷ ‘মন্দির টেরাকোটা শিল্প’ বিষয়ে তিনি ভারতে গিয়ে গবেষণা করেন৷

তার কর্মজীবনের শুরু ১৯৫৫ সালে ঢাকার নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ড্রইং শিক্ষক হিসেবে৷ ১৯৭৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক পদে যোগ দেন৷  ১৯৯৮ সালে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন৷

বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছিল তার সক্রিয় ভূমিকা৷

‘দেয়াল', ‘শহীদ শিরোনাম’, ‘কালেমা তাইয়্যেবা’, ‘পাখা’ শিল্পী মুর্তজা বশীরের আঁকা উল্লেখযোগ্য সিরিজ৷ চিত্রকলায় অবদানের জন্য ২০১৯ সালে স্বাধীনতা পদক, ১৯৮০ সালে একুশে পদক, ১৯৭৫ সালে শিল্পকলা একাডেমি পদক পেয়েছেন মুর্তজা বশীর৷

এফএস/এডিকে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ