1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিল্পের ঘরে চোর!

১১ এপ্রিল ২০১৩

ওয়াক আউট৷ সংসদ নয়, জাদুঘর থেকে৷ যেনতেন কোনো জাদুঘর নয়, ফ্রান্সের ল্যুভ্র জাদুঘর থেকে পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত কাজ করবেন না জানিয়ে বেরিয়ে এসেছেন ২০০ কর্মী৷ কাদের উৎপাতে, জানেন? পকেটমার!

Johann Georg Pinsel, Skulpturen Alle Bilder würden gemacht am 21.11.2012, Louvre, Salle de la Chapelle in Paris Copyright: Natalia Marianchyk, Deutsche Welle
ছবি: DW

বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় জাদুঘরগুলোর একটি প্যারিসের ল্যুভ্র জাদুঘর৷ বছরে কমপক্ষে এক কোটি পর্যটক ফ্রান্সের রাজধানীতে যান শুধু ওই জাদুঘরে একটিবার ঢুঁ মারার স্বপ্ন পূরণ করতে৷ সেই জাদুঘরেই কিনা পকেটমারের উৎপাত! প্রতিদিন জনাতিরিশিকের একটি পকেটমার দল এসে সেই জাদুঘরে নাকি এমন উৎপাত করে, যে সেখানে কর্মীদের জন্য কাজ করাই প্রায় অসম্ভব৷ ছোট্ট বাচ্চা ছেলে থেকে শুরু করে মাঝবয়সি বুড়ো পকেটমারও দর্শনার্থীদের পকেট কাটতে ঢুকে পড়ে জাদুঘরে৷ কর্মীরা বাঁধা দিলে তাঁদের গায়ে থু থু দেয়া, বাগে পেলে পিটুনি, প্রাণ নাশের হুমকি – এসব নাকি নিত্যদিনের ঘটনা৷

ফ্রান্সের ল্যুভ্র জাদুঘর থেকে পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত কাজ করবেন না জানিয়ে বেরিয়ে এসেছেন ২০০ কর্মীছবি: DW

অবস্থা এতটাই খারাপ যে ‘আর কাজ করা সম্ভব নয়' বলে বুধবার জাদুঘর ছেড়ে বেরিয়ে এসেছেন ২০০ কর্মী৷ বিক্ষোভ মিছিল করে সংস্কৃতি মন্ত্রণালয়ের সামনে গিয়ে দাঁড়িয়েছেন তাঁরা৷ ফলে মোনালিসা এবং ভেনাস ডি মিলো-র মতো অসংখ্য বিশ্ববিখ্যাত ছবির প্রাচীন আবাসের ভেতরে ঢুকতে না পেরে মন খারাপ করে ফিরে আসতে হয়েছে শত শত শিল্পানুরাগীকে৷ কর্তৃপক্ষ অবশ্য বসে নেই৷ পকেটমার ঠেকাতে পুলিশ বাড়ানো এবং পকেটমার হিসেবে কেউ একবার ধরা পড়লে তাকে আর জাদুঘরের চৌহদ্দিতে ঢুকতে না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে৷ ভাবা হচ্ছে আরো কিছু কঠোর পদক্ষেপের কথাও৷

ল্যুভ্র জাদুঘরে ৪৭০ জন কর্মী কাজ করেন প্রতিদিন৷ এর মধ্যে দুশ' কর্মী পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার হয়েছেন প্রকাশ্যে৷ না হয়ে উপায়ও ছিল না৷ ল্যুভ্রে গিয়ে সর্বস্বান্তও হয়েছেন অনেকে৷ গত মাসে সেখানে গিয়েছিল ২৩ জনের একটি চীনা পর্যটক দল৷ পাসপোর্ট, টাকা-পয়সা সব হারিয়ে বড় বিপদে পড়েছিলেন তাঁরা৷

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ