শিল্পের মেলা ‘এমশার আর্ট ২০১০’10.06.2010১০ জুন ২০১০২০১০ সালে ইউরোপের সাংস্কৃতিক রাজধানী হবার সৌভাগ্য অর্জন করেছে জার্মানির রুয়র অঞ্চল৷ নানা উৎসবের মাঝে, গত ২৯শে মে সেখানে শুরু হয়েছে ‘এমশার আর্ট ২০১০’ নামের একটি প্রদর্শনী৷ চলবে ৫ই সেপ্টেম্বর পর্যন্ত৷ অর্থাৎ, ঠিক ১০০ দিন৷লিংক কপিবিজ্ঞাপন