1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিল্পের সংমিশ্রণে ফ্যাশনের নতুন রূপ

১০ জুন ২০২২

চিত্রকলা, ভাস্কর্য, ফ্যাশন – শিল্পকলার ক্ষেত্রে এমন সীমানা ভেঙে দিলে একেবারে নতুন স্বাদের সৃষ্টির স্বাদ পাওয়া যায়৷ এক সুইডিশ ডিজাইনার সেই পথ অনুসরণ করে প্রায় দুর্বোধ্য বস্তু গড়ে তুলছেন৷

ছবি: DW

ফ্লোরেন্স শহরে মাঝে একটি দৃশ্যকে ঘিরে জোরদার জল্পনাকল্পনা চলছে৷ সেটা যে আসলে কী, মানুষ তা জানতে আগ্রহী৷ সুইডিশ ডিজাইনার বেয়াটে কার্লসসনের সেই সৃষ্টিকর্ম কল্পনা উসকে দেয়৷ যাবতীয় অনুমানের কিছুটা অন্তত সত্য প্রমাণিত হয়৷ তিনি বলেন, ‘‘পরিধেয় ফ্যাশনের সম্ভাবনা ও লক্ষ্য তুলে ধরতে আমি সীমানা ভাঙার চেষ্টা করি৷ আমি কিন্তু শরীরের পরিচিত অংশ অস্পষ্ট ও অচেনা করে তুলে ইন্টারেস্টিং ও নতুন কিছু সৃষ্টির চেষ্টা করছি না৷’’

আসলে তাঁর সৃষ্টিকর্মের অর্ধেকটা ফ্যাশন, অর্ধেকটা শিল্প৷ প্রথাবিরোধী ও অসাধারণ সেই সৃষ্টি প্রায়ই বিতর্ক সৃষ্টি করে৷ যেমন অতিকায় এক স্যুট অথবা ড্রেস৷ হলুদ রংয়ের এই সৃষ্টি মুরগিছানার নরম পালকের মতো দেখতে৷

বেয়াটের ডিজাইন করা জুতার ওজন ১০ কেজি!

03:27

This browser does not support the video element.

তবে জুতাই বেয়াটে কার্লসসনের সবচেয়ে বড় প্রেরণা৷ সেই জুতা ব্যাঙয়ের পা বা অতিকায় হাতের মতো দেখতে হতে পারে৷ জুতা তাঁর কাছে শুধু জুতা নয়৷ বেয়াটে বলেন, ‘‘আমি অবশ্যই আমার তৈরি প্রাণীগুলিকে এই ব্রহ্মাণ্ডের অংশ মনে করি৷ সেগুলি জীবন্ত হয়ে নড়াচড়া করে, এমনটা ভাবতে আমার ভালো লাগে৷ আমি এমন পণ্যের কথা ভাবি, যেগুলি নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচতে ও হাঁটাহাঁটি করতে পারে৷’’

বেয়াটের তৈরি অন্যতম প্রথম একজোড়া জুতার নাম ‘ক্ল বুটস’৷ এক একটি জুতার ওজন দশ কিলো৷ ডোজা ক্যাট নামের গায়িকা ২০২১ সালের এমটিভি মিউজিক অ্যাওয়ার্ডসে সেটি পরার পর শিল্পী হিসেবে বেয়াটের নাম ছড়িয়ে পড়ে৷ তবে সেই জুতা পরে হাঁটাহাঁটি করা সম্ভব নয়৷ মোটেই দৈনন্দিন জীবনের উপযুক্ত নয়৷ বেয়াটে কার্লসসন বলেন, ‘‘নখগুলি অবশ্যই ভাস্কর্যের পথের অংশ৷ আমার মতে, চলতি বছরে আমার জন্য বড় পরিবর্তন এসেছে, কারণ আমি আরও বেশি করে শৈল্পিক ভাস্কর্যভিত্তিক পণ্য নিয়ে কাজ করছি৷ এখন আমরা পরিধানযোগ্যতার ক্ষেত্রে ভারসাম্য আনার চেষ্টা করছি৷ পরিধানযোগ্যতা ও ভাস্কর্যের ইন্টারসেকশনের মধ্যে প্রবেশ করা বেশ মজার চ্যালেঞ্জ৷’’

বেয়াটে এরই মধ্যে পরের আইডিয়া নিয়ে কাজ শুরু করে দিয়েছেন৷ ফ্যাশনের জগতে তাঁর পায়ের ছাপ আগেই থেকে গেছে৷

ক্রিস্টিয়ান ভাইবেসান/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ