1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘শিল্পোন্নত দেশগুলি আরও দরকষাকষি করছে’

২৮ মে ২০১২

কিয়োটো প্রোটোকলের মেয়াদ প্রায় শেষ হওয়ার মুখে৷ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য প্রয়োজনীয় কাঠামো না থাকলে চরম অচলাবস্থা দেখা দিতে পারে৷

ছবি: AP

বন শহরে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের বার্ষিক প্রস্তুতি বৈঠকে এই বিষয়টিও গুরুত্ব পেয়েছে৷ সেখানে উপস্থিত ছিলেন অ্যাকশন এইড বাংলাদেশ'এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর৷

জাতিসংঘের জলবায়ু সম্মেলনের এই প্রস্তুতি বৈঠকের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে ফারাহ কবীর বলেন, এখানে শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলি বিভিন্ন ক্ষেত্রে মতানৈক্য কাটানোর চেষ্টা করে থাকে৷ কিয়োটো প্রোটোকলের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি নিয়ে সবাই অত্যন্ত চিন্তিত৷ এই কাঠামোর আওতায় এতকাল বিভিন্ন দেশকে অন্তত আলোচনার টেবিলে আনা যেত, তাদের কিছুটা দায়বদ্ধ করা যেত, তাদের উপর কিছু দায়িত্ব বর্তাত৷ এছাড়াও যে কোনো নীতি, আইন ও অর্থায়নের ক্ষেত্রে যে পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে, এমন কাঠামোর অভাবে সেই উদ্যোগ আরও কঠিন হয়ে যাবে৷

ফারাহ কবীর আরও জানালেন, ২০১১ সালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে কিয়োটো প্রোটোকল-পরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল৷ আপাতত এক অন্তর্বর্তীকালীন কাঠামোর কথা বলা হচ্ছে৷

ছবি: AP

জলবায়ু পরিবর্তনের ফলে যেসব দেশ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশ তার অন্যতম৷ ফারাহ কবীর জানালেন, বাংলাদেশ আন্তর্জাতিক আলোচনার এই কাঠামোয় এলডিসি বা অনুন্নত দেশগুলির প্রতিনিধিত্ব করছে৷ জি-সেভেন্টিসেভেন গোষ্ঠীর মধ্যেও সক্রিয় বাংলাদেশ৷ কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ অগ্রণী ভূমিকা রেখেছে৷ বিশেষ করে নীতি-নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষেত্রে একাধিক পদক্ষেপ নিয়ে ও তহবিল তৈরি করে বাংলাদেশ নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে৷

বর্তমান আলোচনার প্রক্রিয়ায় শিল্পোন্নত দেশগুলি আবার বেশ দরকষাকষি শুরু করেছে বলে জানালেন ফারাহ কবীর৷ তারা উন্নয়নশীল দেশগুলির উপর দায়িত্ব চাপিয়ে দেবার চেষ্টা করছে৷ তারা বলছে, কোনো দেশ শুধু জলবায়ু পরিবর্তনের কারণে বিপদের মুখে পড়ছে না৷ প্রশাসনিক দুর্বলতা ও দুর্নীতিও এর বড় কারণ৷ অতএব দায় সেই সব দেশের৷ এইভাবে অন্যদের উপর দায় চাপিয়ে দেওয়ার ফলে সমস্যা দেখা দিচ্ছে৷ ফারাহ কবীরের মতে, বাস্তব পরিস্থিতি হলো এই যে, সব দেশের জন্য এখনো সমান সুযোগ তৈরি হয় নি৷ কার্বন নির্গমন কমাতে আজ চীন বা ভারতের মতো দেশের কৃষকদের কার্যকলাপ কমাতে বললে সেসব দেশের উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে৷ কৃষকরাই বা কেন সেই দাবি মেনে নেবে! অন্যদিকে শিল্পোন্নত দেশগুলি দিব্যি তাদের কৃষকদের ভর্তুকি সহ অনেক সুবিধা দেয়৷

তার পরেও এই ধরণের সম্মেলনে অংশগ্রহণের উপযোগিতা আছে বলে মনে করেন ফারাহ কবীর৷ কারণ সেখানে বিষয়গুলি তুলে ধরা যায়৷ যেমন চলতি বছর কৃষির বিষয়টিকে আলোচ্যসূচিতে রাখার প্রবল চেষ্টা চলছে৷ টেকসই উন্নয়নের বিষয়টিকেও যথাযোগ্য মর্যাদা দেবার উদ্যোগ চলছে৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ