৮ বছরের এক কৃষ্ণাঙ্গ শিশুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে কল দিলেন এক শ্বেতাঙ্গ নারী৷ শিশুটির মা এই দৃশ্য ধারণ করলেন ফোনে৷ আর তারপরই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে পড়েছে৷
বিজ্ঞাপন
ভিডিওতে দেখা যায় এক শ্বেতাঙ্গ নারী মোবাইল ফোন নিয়ে কাউকে কল করছেন৷ যিনি ভিডিও করছিলেন, তাঁর কণ্ঠে শোনা যায়, সে নারী এক ৮ বছরের শিশুকে পুলিশে ধরিয়ে দিতে চাচ্ছেন৷
রেকর্ডিংয়ের এক পর্যায়ে রাস্তার পাশের দেয়ালে মুখ লুকানোর চেষ্টাও করেন সেই শ্বেতাঙ্গ নারী৷ কিন্তু ভিডিও ধারণকারী এগিয়ে গিয়ে আবার তাকে দেখানো শুরু করেন৷ তখন সেই নারী দাঁড়িয়ে বলেন, অনুমতি ছাড়া পানি বিক্রি করায় পুলিশ ডাকছেন তিনি৷ শিশুটিকে অবশ্য ভিডিওতে দেখা যায়নি৷
পরে জানা যায়, যিনি ভিডিওটি রেকর্ড করেছেন, তিনি শিশুটির মা এরিন আস্টিন৷ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা এই ভিডিওটি এরই মধ্যে দেখা হয়েছে ১২ লাখেরও বেশি বার৷
বিভিন্ন সংবাদমাধ্যমে দেয়া বক্তব্যে অস্টিন জানান, ঘটনাস্থল মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো৷ সম্প্রতি তাঁর চাকরি চলে যাওয়ায় মেয়ে জর্ডানকে নিয়ে প্রতিশ্রুতিমতো ডিজনিল্যান্ড যেতে পারছিলেন না তিনি৷ সেই টিকেটের অর্থ সংগ্রহের জন্যই জল বিক্রি করছিল জর্ডান৷
ভিডিওটি #PermitPatty হ্যাশট্যাগে ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে৷
মার্কিন যুক্তরাষ্ট্রে ইদানীং কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে পুলিশ ডাকার প্রবণতা অনেক বেড়ে গেছে৷ পাবলিক পার্ক, কফি হাউজেও তাঁদের শিকার হতে হচ্ছে নানা হেনস্তার৷
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ ইতিহাসের নতুন মিউজিয়াম
ওয়াশিংটনের ন্যাশনাল মিউজিয়াম অফ আফ্রিকান-অ্যামেরিকান হিস্ট্রি অ্যান্ড কালচার হলো যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ ইতিহাসের প্রথম সংগ্রহশালা৷
ছবি: DW/M. Strauß
প্রতীকী স্থাপত্য
ওয়াশিংটনের ‘ন্যাশনাল মল’, যাকে ‘অ্যামেরিকার সামনের বাগান’ বলা হয়ে থাকে, সেখানে নানা শ্বেতপাথরের স্মৃতিসৌধ ও সংগ্রহশালার মধ্যে এই আট-তলা ভবনটি হলো ব্রোঞ্জ রঙের৷ মার্কিন ইতিহাসের সর্বাপেক্ষা অন্ধকার কিছু অধ্যায়ের সাক্ষী এই মিউজিয়াম৷
ছবি: DW/M. Strauß
প্রেসিডেন্ট জেফারসনের ত্রীতদাসেরা
দাসপ্রথা ও ক্রীতদাসদের স্বাধীনতা প্রাপ্তিকে ঘিরে যে প্রদর্শনী, তার একটি সামগ্রী হলো প্রেসিডেন্ট থমাস জেফারসনের ৬০০-র বেশি ক্রীতদাসের নাম, যা পাথরে উৎকীর্ণ করে রাখা হয়েছে৷ জেফারসন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের মধ্যে গণ্য৷
ছবি: picture-alliance/AP Photo/S. Walsh
দাসত্ব ও মুক্তি
বেসমেন্টে দাসত্ব ও মুক্তি বিষয়ক প্রদর্শনীটি বিশেষভাবে দ্রষ্টব্য৷ পয়েন্ট অফ পাইন্স নামের একটি শ্বেতাঙ্গ খামারবাড়ি থেকে আনা আঙ্কল টমস কেবিন-এর মতো একটি কাঠের কুটির দাসপ্রথার কুখ্যাততম দিকটি তুলে ধরেছে৷
ছবি: picture-alliance/AP Photo/S. Walsh
কৃষ্ণাঙ্গ অ্যামেরিকান মানেই গানবাজনা
যা আজও দারিদ্র্যের হাত থেকে মুক্তি পাবার একটা পথ৷ রক-অ্যান্ড-রোল গায়ক চাক বেরির ক্যাডিলাক গাড়ি রাখা রয়েছে এই মিউজিয়ামে৷ চাক বেরি নিজে এই গাড়িটি মিউজিয়ামকে দান করেছেন৷
ছবি: picture-alliance/Newscom/UPI/P. Benic
যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রিকান-অ্যামেরিকান প্রেসিডেন্ট
অ্যামেরিকার কৃষ্ণাঙ্গদের কাছে বারাক ওবামা এক আশ্চর্য কাহিনি৷ ঠিক তাঁর প্রেসিডেন্সিতেই যে এই মিউজিয়ামটি খোলা হলো, সেটাও যেন এক প্রতীকী পদক্ষেপ৷
ছবি: DW/M. Strauß
সাফল্যের নানা মুখ
আফ্রিকান-অ্যামেরিকান সমাজভুক্ত বহু মানুষ নানা ধরনের বাধা পার হয়ে নিজেদের পেশার সর্বোচ্চ পর্যায়ে উঠেছেন৷ মিউজিয়াম তাদের সম্মান জানাতে ভোলেনি৷
ছবি: DW/M. Strauß
সুবিশাল
মিউজিয়ামের চার লাখ বর্গফুট এলাকার অনেকটাই মাটির নীচে৷ গোটা মিউজিয়াম জুড়ে মাঝে মধ্যে জায়গা খালি রাখা হয়েছে, যেখানে দর্শকরা খানিকটা জিরিয়ে নিতে পারেন৷