ঘরের বালতির পানিতে নিজের সন্তানের মৃতদেহ৷ কী ভয়ঙ্কর দৃশ্য! হ্যাঁ, গত দশ মাসে ১৯টি দুধের শিশুর এভাবে মারা যাওয়ার খবর এসেছে গণমাধ্যমে৷
বিজ্ঞাপন
গতকালও ঢাকার যাত্রাবাড়ীর কুতুবখালীতে ১৪ মাস বয়সি এক শিশু বালতির পানিতে ডুবে মারা গেছে৷ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিনিয়ত ঘটছে এমন ঘটনা৷
বাংলাদেশে প্রতিবছর পানিতে ডুবে প্রায় ১৮ হাজার মানুষ মারা যায় বলে গত এপ্রিল মাসে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়৷ আর গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর নামে এক এনজিওর সমীক্ষা বলছে, গত ১৯ মাসে ১,৫১২ জন পানিতে ডুবে মারা গেছেন, তার মধ্যে ১,৩৩২ জনই ছিল শিশু এবং তাদের বয়স পাঁচ বছরের কম৷ বলা হচ্ছে, এখন বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সি শিশুদের মৃত্যুর প্রধান কারণ পানিতে ডুবে মারা যাওয়া৷
শিশুদের পানিতে ডুবে মৃত্যুর বিষয়ে করা বাংলাদেশের সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ (সিআইপিআরবি)-র গবেষণায় দেখা গেছে , প্রতি বছর প্রায় ১৪ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়৷ অর্থাৎ. প্রতিদিন সারা দেশে গড়ে ৪০টি শিশু মারা যাচ্ছে এভাবে এবং এ হার প্রতিবছরই বাড়ছে৷ মা-বাবা, পরিবার এবং সমাজেরও অসেচতনতার কারণে এত শিশু প্রতিবছর প্রাণ হারায়, ভাবলে শরীর শিউরে ওঠে!
এখানেই শেষ নয়৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, পানিতে ডুবে বাংলাদেশে অন্তত এক লাখ শিশু আহত হয় এবং তাদের মধ্যে প্রায় ১৩ হাজারই পরে পঙ্গু হয়ে ঘরে পড়ে থাকে৷
গণমাধ্যমের তথ্যগুলোতে দেখা গেছে, যেসব শিশু পানিতে ডুবে মারা গেছে, তাদের অনেকেই বাড়ির বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে মৃত্যু হয়েছে৷
বাথরুম কিংবা রান্নাঘরে বালতির পানিতে ডুবে যারা মারা গেছে তাদের সকলেরই বয়স এক থেকে আড়াই বছর, অর্থাৎ তারা নিজেরাই হেঁটে হেঁটে পানির কাছে গিয়েছে এবং অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে গেছে৷ শিশুরা মারা যাচ্ছে ঘরের বালতির পানিতে ডুবে, মারা যাচ্ছে বাড়ির পাশের পুকুরে ডুবে৷ রাস্তা পার হতে গিয়ে শিশুসহ বড়রাও জীবন দিচ্ছেন প্রায় প্রতিদিন৷
আলোচিত যত সড়ক দুর্ঘটনা
বাংলাদেশে প্রতিদিন গড়ে ২০-২২ জন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন৷ এর মধ্যে নানা কারণে শুধু অল্প কিছু ঘটনা সারা দেশের মানুষের আলোচনায় আসে৷
ছবি: DW/Samir Kumar Dey
তারেক মাসুদ, মিশুক মুনীর
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের এক গ্রামে ছবির শুটিং স্পট দেখে ঢাকা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন খ্যাতিমান চিত্র পরিচালক তারেক মাসুদ এবং শহিদ বুদ্ধিজীবী, নাট্যকার মুনীর চৌধুরীর ছেলে এটিএন নিউজের প্রধান নিবার্হী মিশুক মুনীরসহ পাঁচজন৷ এ দুর্ঘটনায় তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ ও শিল্পী ঢালী আল-মামুনসহ চারজন আহতও হয়েছিলেন৷
ছবি: DW/S. K. Dey
ক্ষতিপূরণ
দুর্ঘটনার প্রায় দেড় বছর পর ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি নিহতদের পরিবারের সদস্যরা বাস মালিক, চালক ও বিমা কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে দু'টি মামলা দায়ের করেন৷ সেই মামলার একটির চূড়ান্ত রায়ে গত ডিসেম্বরে তারেক মাসুদের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারকে ৪ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট৷ আগামী তিন মাসের মধ্যে এই টাকা পরিশোধ করার নির্দেশ দেয়া হলেও এখনও তা কার্যকর হয়নি৷
দৈনিক সংবাদের বার্তা সম্পাদক ছিলেন৷ ১৯৮৯ সালে মতিঝিলের আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে বাংলাদেশ বেভারেজ ইন্ডাস্ট্রিজের গাড়ির ধাক্কায় নিহত হন তিনি৷ এরপর তাঁর স্ত্রী রওশন আরা ১৯৯১ সালে আর্থিক ক্ষতিপূরণ চেয়ে কোম্পানির বিরুদ্ধে মামলা করেন৷ ২০১৪ সালের ২০ জুলাই সাংবাদিক মন্টুর পরিবারকে ৩ কোটি ৫২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নিম্ন আদালতের রায় বহাল রেখে রায় দেন আপিল বিভাগ৷ তবে তা এখনও পাননি মন্টুর পরিবার৷
ছবি: Rawshan Aktar
জাহানারা কাঞ্চন
তিনি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী ছিলেন৷ ১৯৯৩ সালের ২২ অক্টোবর স্বামীর শ্যুটিং দেখতে যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি৷ সে বছরই সড়ক দুর্ঘটনা রোধ এবং সড়ক চলাচল সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্য ও দাবি নিয়ে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) নামে একটি সংগঠন গড়ে তোলেন ইলিয়াস কাঞ্চন৷ সমাজসেবায় ২০১৮ সালের একুশে পদক পেয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা৷
ছবি: Munir Uz Zaman/AFP/GettyImages
রাজীব হোসেন
৩ এপ্রিল ঢাকার কারওয়ান বাজারে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের রেষারেষিতে মধ্যে পড়ে প্রথমে হাত হারিয়েছিলেন তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন৷ মাথায়ও আঘাত পান তিনি৷ এরপর দুই সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন৷ তবে তাঁকে বাঁচানো যায়নি৷ পরে রাজীবের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট৷ দুর্ঘটনার পর দুই বাসের মাঝে এক হাত ঝুলে থাকার ছবি প্রকাশিত হলে সামাজিক মাধ্যমে বিষয়টি আলোচিত হয়েছিল৷
ছবি: bdnews24.com
মানজারুল ইসলাম রানা
২০০৭ সালের ১৬ মার্চ খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছিলেন জাতীয় দলের এই ক্রিকেটার৷ ২৩ বছর বয়সি রানা জাতীয় দলের হয়ে ছয়টি টেস্ট ও ২৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন৷
ছবি: Tawhid Zaman
জগলুল আহমেদ চৌধুরী
২০১৪ সালের ২৯ নভেম্বর বাংলাদেশ সংবাদ সংস্থা, বাসস-এর সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক এবং আন্তর্জাতিক বিশ্লেষক জগলুল আহমেদ চৌধুরী কারওয়ানবাজার এলাকায় বাস থেকে নামতে গিয়ে সেই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে নিহত হন৷
ছবি: DW/M. Mamun
নাজিম উদ্দিন
ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের একজন সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন৷ ১৭ মে শনির আখড়া থেকে মোটর সাইকেলে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন৷ এই সময় মেয়র হানিফ ফ্লাইওভারে দুই বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে একটি বাসের ধাক্কায় ছিটকে পড়েন তিনি৷ ঢাকা মেডিকেলে নেয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়৷ নাজিম উদ্দিনের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারকে কেন কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না- তা জানতে চেয়ে সম্প্রতি রুল জারি করেছে হাইকোর্ট৷
ছবি: Privat
8 ছবি1 | 8
জাতিসংঘ এ বছর বাংলাদেশের প্রস্তাবে ২৫ জুলাই আন্তর্জাতিকভাবে ‘পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ' দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে৷ বলা হচ্ছে, পানিতে ডুবে মারা যাওয়াই নাকি এখন বাংলাদেশে শিশু মৃত্যুর প্রধান কারণ৷
আসলে নিজেরা যদি সচেতন না হই তাহলে এসব দিবস পালন করে কী লাভ? সবকিছুর দায়ভার তো আর সরকারের নয়৷ শিশুর লালন-পালনের প্রধান দায়িত্ব শিশুর মা-বাবার৷এক্ষেত্রে সন্তানের দেখভালের দায়িত্ব তাদেরই নিতে হবে৷
সন্তানের মৃত্যুর চেয়ে বড় কষ্টের আর কী হতে পারে কোনো মা-বাবার কাছে? রান্নাঘর বা বাথরুম যেখানেই বালতিতে পানি জমিয়ে রাখা হোক না কেন তা ভারি ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিংবা সে ঘরের দরজা বন্ধ করে রাখলে হয়ত শিশুটি সহজে সেখানে ঢুকতে না পারতো না৷ প্রয়োজনে দরজায় এমন কিছু আটকে রাখা যেতে পারে যেন শিশুরা সেখানে ঢুকতে গেলে কোনো শব্দ হয়৷
দিনের একটি সময়ে বাবা কাজে বাড়ির বাইরে, মা সংসারের কাজে ব্যস্ত আর বেশিরভাগ ক্ষেত্রে ঠিক সেসময়ই পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে৷ শিশু মৃত্যুহার ঠেকাতে দ্রুত প্রয়োজন শিশুর মা-বাবা, পরিবার এবং সমাজের সকলের সচেতনতা বৃদ্ধি করা৷ সচেতনতামূলক কর্মসূচি বাড়ালে পানিতে ডুবে শিশুমৃত্যু এড়ানো সম্ভব বলে মনে হয়৷
তাছাড়া সচেতনতা বাড়াতে আজকাল সোশাল মিডিয়ায় কত কি নিয়েই না আলোচনা হয়! শিশুরাইজাতির ভবিষ্যৎ৷ শিশুদের জীবন রক্ষায় সমাজকে সচেতন করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি গুরুত্ব সহকারে উঠে আসতে পারে৷