অবসরপ্রাপ্ত ফরাসি সার্জন জোয়েল ল্য স্কোয়ারনেক তিন দশক ধরে এ নির্যাতন চালিয়ে আসছিলেন৷ অন্তত ৩৪৯ জন শিশুকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে৷ এইসব শিশুর কারো কারো বয়স কেবল চার বছর৷ দেশটির ইতিহাসের সবচেয়ে বড় শিশু নির্যাতনের ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে এটিকে৷
শুক্রবার যেসব অভিযোগে তার বিচার শুরু হয়েছে তার মধ্যে ১৯৮৯ থেকে ১৯৯৯ সালের মধ্যে নিজের ভাইয়ের দুই মেয়ে, হাসপাতালের চার বছর বয়সি এক রোগী এবং ছয় বছর বয়সি এক প্রতিবেশীকে হয়রানির অভিযোগ রয়েছে৷
এইসব অভিযোগের মধ্যে প্রতিবেশীর অভিযোগটি সবার আগে সামনে আসে ২০১৭ সালে৷ এরপর তদন্তে নেমে এমন শত শত শিশুকে নির্যাতনের অভিযোগ গোয়েন্দাদের সামনে আসে৷
তদন্তকারীরা বলছেন, শিশুরা চিকিৎসার জন্য তার চেম্বারে আসার পর তাদের একা পেলেই যৌন হয়রানির চেষ্টা করতেন চিকিৎসক৷ কিছু যাতে মনে না থাকে এজন্য একেবারে অল্প বয়সের শিশুদের তিনি বেছে নিতেন বলেও জানিয়েছেন তদন্তকারীরা৷
স্কোয়ারনেকের বাসায় তল্লাশি চালিয়ে শিশু পর্নোগ্রাফির তিন লাখেরও বেশি ছবি পাওয়া গেছে৷ একই সঙ্গে নিজের নোটবইয়ে ১৯৮৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত নিজের করা শিশু নির্যাতনের বিস্তারিত লিখেও রেখেছেন তিনি৷
নোটবুকে নাম পাওয়া ২২৯ জনের সঙ্গে কথা বলেছে পুলিশ৷ এর মধ্যে ২০০ জন লিখিত অভিযোগ দায়ের করলে জানা যায়, ঘটনার সময় এদের ১৮১ জনই ছিল অপ্রাপ্তবয়স্ক৷ এখন পর্যন্ত ৩৪৯টি মামলা নিবন্ধিত হয়েছে চিকিৎসকের বিরুদ্ধে৷
প্রতিটি শিশুরই নির্দিষ্ট কিছু অধিকার রয়েছে৷ জাতিসংঘের শিশু অধিকার চুক্তি ১৯৮৯-তে শিশুদের জন্য সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং স্বাস্থ্য সম্পর্কিতসহ ৫৪টি অধিকার নির্ধারণ করা আছে৷ এনিয়েই এই ছবিঘর৷
ছবি: DW/Unbreen Fatimaসন্তান জন্মের সঙ্গে সঙ্গে তার নাম রেখে নিবন্ধনের কাজটি পিতা-মাতাকে করতে হবে৷ পিতা-মাতাকে জানার এবং তাদের লালন-পালনে বেঁচে থাকার সুযোগ পাওয়া শিশুর অধিকার৷
ছবি: picture-alliance/OKAPIA KG, Germanyকোনো শিশুকে তার ইচ্ছার বিরুদ্ধে তার বাবা-মার কাছ থেকে আলাদা করা উচিত নয়৷ কোনো শিশুকে তখনই তার পিতা-মাতার কাছ থেকে আলাদা করা যাবে যখন তারা ওই শিশুর জন্য ক্ষতিকর৷
ছবি: imago/Westend61প্রত্যেক শিশুরই অধিকার আছে মতামত দেওয়ার৷ যদি কোনো বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে আদালত পর্যন্ত যেতে হয়, তবে শিশুর কথাও শুনতে হবে৷ তবে কোনো শিশুর মতামতকে কতটা গুরুত্ব দেওয়া হবে, তা তার বয়সের উপর নির্ভর করবে৷
ছবি: Fotolia/Sebastian Dudaসভ্য সমাজে শিশুদের বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার নিয়ে অবস্থানটি বিতর্কিত৷ তবে সব শিশুর দেশি এবং বিদেশি মিডিয়াগুলোতে প্রবেশযোগ্যতা থাকা উচিত৷
ছবি: picture alliance/blickwinkelশিশুদের যে কোনো ধরনের মারধর বা অবহেলা থেকে রক্ষা করা তার বাবা-মা, শিক্ষক বা অভিভাবকদের দায়িত্ব৷ এটি নিশ্চিত করতে সরকারের উচিত আইনি বা প্রশাসনিক বিধি তৈরি করে এ বিষয়ে জনগণকে সচেতন করা৷
ছবি: Colourbox/Phovoirপ্রতিবন্ধী শিশুরা যাতে সমাজের সক্রিয় অঙ্গ হিসেবে কাজ করতে পারে সেই অধিকার রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে৷
ছবি: Imago/M. Winterশিশুদের সর্বোত্তমভাবে বেড়ে উঠার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে৷ তাদের স্বাস্থ্যসেবায় যেন কোনো ঘাটতি না থাকে তা-ও সরকারকেই নিশ্চিত করতে হবে৷
ছবি: Getty Images/AFP/S. Mainaপ্রতিটি শিশুর পড়াশোনার অধিকার আছে৷ এজন্য প্রাথমিক বিদ্যালয়ে কোনো ফি নেওয়া উচিত নয়৷ আর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করা শিশুদের জন্য বাধ্যতামূলক৷
ছবি: Imago/View Stockসংখ্যালঘু বা উপজাতি গোষ্ঠীতে জন্ম নেওয়া শিশুর নিজস্ব ধর্ম, ভাষা, আচার এবং রীতিনীতিকে সম্মান করতে হবে৷
ছবি: imago/imagebrokerশিশুদের বিশ্রাম, খেলাধুলা এবং অবসর নেওয়ার জন্য প্রতিদিনের রুটিনে পর্যাপ্ত সময় এবং সুবিধা রাখতে হবে৷
ছবি: Imago Images/UIGকোনো শিশু যাতে অপহরণ বা যৌন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব৷
ছবি: Getty Images/AFP/A. Karimiশিশুরা বড় ভুল বা অপরাধ করলেও তাদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যাবে না৷ কারণ, ভুল থেকেই শিশুরা শিক্ষা নেয়৷
ছবি: AFP/T. Aljibe এডিকে/এসিবি (এপি, এফপি)