শিশুদের অন্ধত্ব প্রতিরোধে ক্যানসারের ওষুধ
১৭ ফেব্রুয়ারি ২০১১ওয়ান্ডারের মতো সারা বিশ্বের প্রায় পঞ্চাশ হাজার মানুষ জন্মান্ধ৷ চোখের রেটিনার এই সমস্যা ‘রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচোরিটি ' বা আরওপি নামে পরিচিত৷ ‘দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন' এ গবেষণাটি প্রকাশ করা হয়েছে৷ সাধারণত কোলন ক্যানসারের মতো বিভিন্ন ক্যানসারের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয় এভাস্টিন৷ কিন্তু এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, অপরিপক্ক শিশুদের চোখের মধ্যে এভাসস্টিনের একটি ইনজাকশন তাদের অন্ধত্ব প্রতিরোধ করতে পারে৷ এবং শিশুদের মধ্যে অন্ধত্বের লক্ষণ দেখা দিলে চিকিৎসার জন্য প্রচলিত যেসব পদ্ধতি ব্যবহার করা হয়, সেই লেজার সার্জারির চেয়েও এটি ভালো কাজ করে বলে দাবি করেছেন গবেষকরা৷
তবে এই গবেষণার অন্যতম গবেষক ‘ইউনিভার্সিটি অফ টেক্সাস হেলথ সায়েন্স' এর হেলেন মিন্টজ হিটনার বলেছেন, এই বিষয়টি নিয়ে আরও গবেষণার প্রয়োজন৷ দেড়শ জন শিশুর উপর গবেষণাটি চালানো হয়৷ নতুন এই গবেষণা সম্পর্কে একটি সম্পাদকীয়তে নিউ ইয়র্কের ‘ইউনিভার্সিটি অফ বাফেলো'র জেমস রেনল্ড বলেন, ‘‘এই ধরণের রোগের চিকিৎসা এমনিতে বেশ কঠিন৷ সেইক্ষেত্রে
এই গবেষণাটি সত্যিই বড় একটি সাফল্য৷'' অন্যদিকে রেনল্ড বলছেন, ‘‘ইনজাকশনের মাধ্যমে এই চিকিৎসা অনেকটাই নিরাপদ, অন্তত: লেজার চিকিৎসার চেয়ে৷'' তবে ইনজাকশনে যে কিছু ঝুঁকি নেই তা অবশ্য তিনি বলেননি৷
প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস
সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়