শিশুদের ‘অ্যানিমেল ফার্ম' পড়তে বলে বিপাকে শিল্পা শেঠি
২৯ নভেম্বর ২০১৬
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ২০০৭ সালে ‘বিগ ব্রাদার' জয় করে সারা বিশ্বেই পরিচিতি পেয়েছিলেন৷ এবার আলোচিত তিনি টুইটারে৷ শিশুদের মধ্যে পশুপ্রেম জাগাতে এক বইয়ের কথা বলেছেন তিনি, যেটির সঙ্গে আসলে শিশুদের কোনো সম্পর্ক নেই৷
বিজ্ঞাপন
১৯৪৫ সালে প্রকাশিত ‘অ্যানিমেল ফার্ম' বইটির সঙ্গে আসলে শিশুদের কোনো সম্পর্ক নেই৷ বইয়ের লেখক জর্জ ওরয়েল কার্যত বিংশ শতাব্দিতে একনায়কতন্ত্র কী রূপ ধারণ করতে পারে, সেটি জন্তু-জানোয়ারের উদাহরণ দিয়ে দেখিয়েছেন৷ এই বই শিশুদের জন্য সুপারিশ করে তাই বেশ বিপাকে পড়েছেন শিল্পা৷ টুইটারে অনেকে ইংরেজিতে #শিল্পাশেঠিরিভিউস হ্যাশট্যাগ ব্যবহার করে তাঁকে নিয়ে ঠাট্টা করছেন৷
এত সমালোচনার মুখেও অবশ্য দমে যাননি শিল্পা৷ বরং টুইটারে তিনি দাবি করেছেন, পুরো বিষয়টি নাকি ভুল বোঝাবুঝি ছিল৷ হ্যারি পটার কিংবা অ্যানিমেল ফার্মের মতো বইগুলো তিনি কখনো পড়েননি, তাই সেগুলো কাউকে পড়তে বলার বিষয়টি নাকি ‘প্রশ্নাতীত,' জানিয়েছেন তিনি৷
উল্লেখ্য, বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী হলেও বড় কোনো ছবিতে অভিনয় করতে পারেননি শিল্পা শেঠি৷ তিনি এবং তাঁর স্বামী ভারতের আইপিএলের একটি ক্রিকেট ক্লাবের একাংশের মালিক৷
এআই/এসিবি (এএফপি, পিটিআই)
ছিলেন ‘কালো’, হয়ে গেলেন ফর্সা
অনেকেই ‘ফর্সা’ হতে চান৷ একটু ফর্সা হতে কত কী করেন তাঁরা৷ হিন্দি ছবির নায়িকা কাজল, শিল্পা শেঠি, শ্রীদেবীদের দেখে প্রেরণাও পান অনেকে৷ দেখুন মুম্বইয়ের কোন কোন জনপ্রিয় নায়িকা অল্প সময়েই ফর্সা হয়ে তাক লাগিয়েছেন৷
ছবি: GettyImages/AFP/STR
কাজল
ক’দিন আগেই মুক্তি পেল শাহরুখ-কাজল অভিনীত ‘দিলওয়ালে’৷ যথারীতি হিট হয়েছে ছবিটি৷ তবে ছবিটি দেখে কাজলের অভিনয় দক্ষতা নিয়ে যতটা আলোচনা করেছেন, ভক্তরা বোধহয় তার চেয়ে অনেক বেশি আলোচনা করেছেন ৪১ বছর বয়সেও কাজলের এত রূপবতী থাকা নিয়ে৷ কাজলকে দেখে কি মনে হয়, এক সময় তিনি সত্যিই ‘কালো’ ছিলেন?
ছবি: AP
শিল্পা শেঠি
গায়ের ফর্সা হলেই যে নায়িকা হওয়া যাবে তা কিন্তু নয়৷ বেশির ভাগ ক্ষেত্রে গুণটাই আসল, তারপরে রূপ-সৌন্দর্য৷ মুম্বইয়ের আরেক নায়িকা শিল্পা শেঠি শৈশব থেকেই সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য কোটি কোটি মানুষ দেখেছে মূলত তাঁর মূল ধারার ছবির উপযোগী নাচ ও অভিনয় দক্ষতার কারণেই৷ পরে ধীরে ধীর দর্শকের চোখে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলেছেন শিল্পা৷ গায়ের রঙেরও এসেছে দারুণ পরিবর্তন৷
ছবি: Getty Images/AFP
বিপাশা বসু
গায়ের রং ‘ফর্সা’ নয় বলে বাঙালি এই নায়িকাকে নাকি শুরুর দিকে মুম্বইয়ে গিয়ে বেশ ভুগতে হয়েছে৷ ছবি ব্যবসা সফল হবে না ভেবে অনেক পরিচালকউ তাঁকে নিতে চাইতেন না৷ এক সময় সেই সমস্যা অবশ্য দূর হয়েছে৷ চলচ্চিত্র জগতে চাহিদা খুব দ্রুতই বেড়েছে তাঁর৷ তবে গায়ের রঙের ব্যাপারটি নিয়ে নিজেও খুব ভেবেছেন বিপাশা৷ ‘ব্লিচ’ করে ফর্সাও হয়েছেন অনেকটা৷
ছবি: DW/Prabhakar Mani Tewari
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু নায়িকা হওয়ার আগেই নিজের সৌন্দর্যের স্বীকৃতি পেয়েছেন৷ ‘মিস ওয়ার্ল্ড’-ও হয়েছিলেন প্রিয়াঙ্কা৷ তবে এখন যেমন দেখা যায়, ঠিক তেমন কিন্তু ছিলেন না হালে হলিউডেও ব্যস্ত হয়ে পড়া বলিউড নায়িকা৷ শুধু গায়ের রং-ই নয়, প্লাস্টিক সার্জারি করিয়ে নাক এবং ঠোঁটও সুন্দর করেছেন প্রিয়াঙ্কা৷
ছবি: picture alliance/ZUMA Press
হেমা মালিনি
দক্ষিণ ভারতেই জন্ম নেয়া আরেক অভিনেত্রী হেমা মালিনি৷ অভিনয় ছেড়ে এখন অবশ্য রাজনীতিতেই সক্রিয়৷ ধ্রুপদী নৃত্যে পারদর্শী এই সাবেক নায়িকাও কিন্তু একসময় তথাকথিত অর্থে ‘কালো’ ছিলেন৷
ছবি: AP
রেখা
হিন্দি ছবির আরেক সাবেক ‘হার্টথ্রব’ রেখার বয়স এখন ৬১৷ এ বয়সেও মাঝে মাঝে ‘হাঁটুর বয়সি’ নায়কদের সঙ্গে অভিনয় করে মুগ্ধ করেন দর্শকদের৷ রেখা গণেশনের অভিনয় জীবনের শুরুর দিকের ছবি দেখলে অবাক হতে হয়৷ গায়ের রং এতই বদলেছে!