শিশুদের গোপনীয়তা নীতিমালা অমান্য করায় ইউটিউবকে রেকর্ড ১৭ কোটি মার্কিন ডলার জরিমানা করার পর এই পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানটি৷
বাবা-মায়ের সম্মতি ছাড়া ১৩ বছরের কম বয়সী শিশুদের ডেটা সংগ্রহের অভিযোগে ইউটিউবকে জরিমানা করা হয়৷ ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) সঙ্গে মীমাংসায় জরিমানা দিতেও রাজি হয়েছে ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল৷
এফটিসির পক্ষ থেকে বলা হয়, বাবা-মায়ের সম্মতি ছাড়াই ১৩ বছরের কম বয়সী শিশুদের ডেটা ব্যবহার করে শিশুদেরকে লক্ষ্য করে বিজ্ঞাপন দেখানো হচ্ছিলো, যা ১৯৯৮ চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্টের লঙ্ঘন৷ ওই আইন অনুযায়ী অভিভাবকের সম্মতি ছাড়া ১৩ বছরের কম বয়সের বাচ্চাদের ব্যক্তিগত তথ্যও সংগ্রহ করা যায় না৷
ইউটিউব দীর্ঘদিন ধরে বলে আসছে, তাদের পরিষেবা ১৩ বছর বা তার চেয়ে বেশি বয়সের লোকদের জন্য উদ্দেশ্যে বানানো হয়েছে৷ এই বার্তা দিয়ে প্রতিষ্ঠানটি চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্টের সঙ্গে তাদের কনটেন্টের সামঞ্জস্য দেখাতে চাইলেও বাস্তবতা ছিল ভিন্ন৷
অল্প বয়স্ক বাচ্চারা ইউটিউবে কার্টনুসহ নানা ধরনের ভিডিও এর জন্য জনপ্রিয় ইউটিউব চ্যানেলগুলোও শিশুদের লক্ষ্য করে ভিডিও তৈরি করে৷
অভিভাবকরা সবসময়ই শিশুদের সেরাটি দিতে চান৷ ইউটিউবে ভিডিও দেখানোর ক্ষেত্রেও তাই৷ চলুন ছবিঘরে দেখে নিই শিশুদের জন্য ইউটিউবে এমন কয়েকটি ভিডিও চ্যানেলের কথা, যার অনেকগুলোই ইতিহাস রচনা করেছে৷
ছবি: picture-alliance/blickwinkel/McPHOTOএকেবারে শিশুদের জন্য এই চ্যানেলটি৷ নার্সারি রাইম নিয়ে শিক্ষণীয় ও মজার সব ভিডিও এরই মধ্যে খুব জনপ্রিয়তা অর্জন করেছে৷ এর ভিডিওগুলো এখন পর্যন্ত ১ হাজার ৫শ’ কোটি বারেরও বেশি দেখা হয়েছে৷
ছবি: Youtubeএই চ্যানেলটিও খুব ছোট শিশুদের জন্য৷ হুড তোলা একটি জাম্পস্যুট পরা এক শিশু নানান মিউজিক্যাল অ্যাডভেঞ্চারে যায়৷ এবিসিডি নিয়েও ভিডিও আছে চ্যানেলটিতে৷
ছবি: Youtubeকার্টুন, পাপেট ও বাস্তব শিশুদের নিয়ে একটি ব্যান্ডের ভিডিও চ্যানেল এটি৷ এখানে শিশুদের মিউজিক ও নানান পণ্য নিয়েও ভিডিও আছে৷
ছবি: Youtubeএই চ্যানেলটি একটু বড় শিশুদের জন্য৷ রায়ান নামের এক ছোট্ট বালক, তার পরিবার ও অসংখ্য খেলনার চ্যানেল এটি৷ রায়ান নিত্য নতুন খেলনা নিয়ে ভিডিও তৈরি করে এই চ্যানেলে আপলোড করে৷ এছাড়া বিভিন্ন সায়েন্স প্রজেক্ট, প্র্যাংকসহ নানান মজার ভিডিও থাকে৷ এই চ্যানেলটি ইউটিউবের সবচেয়ে আয় করা চ্যানেলগুলোর একটি৷
ছবি: Youtubeএটিও নতুন নতুন খেলনা নিয়ে চ্যানেল৷ এসব খেলনা কিভাবে খুলতে হবে, খেলতে হবে তা-ই নিয়ে এই চ্যানেল৷ এটিও ভীষণ জনপ্রিয় একটি চ্যানেল৷
ছবি: Youtubeএই চ্যানেলটি দেখলে বাচ্চারা রান্নাঘরে নানান মিষ্টি খাবার তৈরি করতে উৎসাহী হবে৷ এছাড়াও এখানে চ্যালেঞ্জ ভিডিওসহ নানান রকমের কনটেন্ট আছে৷
ছবি: Youtubeশিক্ষা বিষয়ক নানান ইউটিউব চ্যানেলও খুব জনপ্রিয়৷ যেমন ক্র্যাশ কোর্স কিডস৷ গ্রেড স্কুলের বিজ্ঞান বিষয়ক শিক্ষা দেয় এই চ্যানেলটি৷ প্রকৌশল, ফিজিক্স, লাইফ সায়েন্সসহ নানান বিষয় খুব চমৎকার করে উপস্থাপন করা হয় এই চ্যানেলে৷
ছবি: Youtubeকুল স্কুলে বই পড়া, ভাষা শিক্ষা, আর্ট ক্লাস ছাড়াও নানান মজার বিষয় শেখানো হয়৷ নানান মজার মজার চরিত্র এখানে শিশুদের পড়ায়৷ এছাড়া সাই-শো কিডস, ফ্রি স্কুলসহ বেশ কয়েকটি শিক্ষা বিষয়ক চ্যানেল খুব জনপ্রিয়৷
ছবি: Youtubeডিজনি চ্যানেল, কার্টুন নেটওয়ার্ক, নিকেলোডেনসহ জনপ্রিয় টিভি চ্যানেলগুলোর ইউটিউব ভার্সনগুলোও খুব জনপ্রিয়৷
ছবি: Youtubeকিডজ বপ, দ্য কিবুমার্স, ডিজনি মিউজিক ভেভো চ্যানেলগুলো শিশুদের কাছে খুবই জনপ্রিয়৷
ছবি: Youtubeশিশু ঘুমাচ্ছে না? চালিয়ে দিন বেস্ট বেবি লালাবাইজ চ্যানেলটি৷ এর চমৎকার সংগীত শিশুকে ঘুম পাড়াতে বাধ্য৷
ছবি: Youtube ইউটিউব বলছে, এখন অনেকে ডিভাইস শেয়ার করায় তদারিক ছাড়াই শিশুদের মধ্যে ভিডিও দেখার হার বাড়ছে৷ তাই আগামী বছরের শুরু থেকে ইউটিউবে কেউ ভিডিও আপলোড করলে তখনই বলে দিতে হবে সেটি শিশুদের জন্য কি না৷
গুগল বলছে, শিশুদের জন্য আপলোড করা ভিডিওতে গুগল ‘আচরণগত' বিজ্ঞাপন দেখাবে না এবং এদের অনলাইন পরিচয়ও ট্র্যাক করবে না৷ আর দর্শকদের বয়সের উপর ভিত্তি করে এটা নির্ধারণ করা হবে৷
আদালতে হেরে যাওয়ায় এফটিসিকে গুগল জরিমানা দেবে ১৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা ইতিহাসে সর্বোচ্চ। বাকি তিন দশমিক চার কোটি ডলার দিতে হবে নিউ ইয়র্ককে৷
মামলা মীমাংসার অংশ হিসেবেই গুগলকে একটি ভিন্ন ব্যবস্থা বানাতে হচ্ছে যেখানে শিশুদের জন্য কনটেন্টগুলো স্পষ্টভাবে চিহ্নিত করা থাকবে৷
এক ব্লগ পোস্টে ইউটিউব প্রধান সুজান ওজসিকি বলেছেন, স্পষ্টভাবে শিশুদের জন্য বানানো কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও লেবেল করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে ভিডিও স্ট্রিমিং সাইটটি৷ শিশুদের চরিত্র, খেলনা এবং গেইমের মতো বিষয়গুলোতে জোর দেওয়া হবে৷
রাচেল লেরম্যান ও ম্যাট ও'ব্রায়েন/এসআই (এপি)