1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুদের জন্য ২০১৭ ছিল দুঃস্বপ্ন!

২৮ ডিসেম্বর ২০১৭

ইউনিসেফ-এর মতে, সংঘাতপূর্ণ এলাকার শিশুদের জন্য ২০১৭ সাল ছিল অন্যতম ভয়াবহ একটি বছর৷ মানবঢাল, আত্মঘাতী বোমা হামলাকারীসহ নানা কাজে ঐ সব এলাকার শিশুদের ব্যাপকহারে ব্যবহার করা হয়েছে৷

Syrien Bürgerkrieg - Kind mit Munition
ছবি: picture-alliance/dpa/M. Badra

শিশুদের রক্ষা করার ক্ষেত্রে ২০১৭ সালে যুদ্ধে লিপ্ত দলগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে  বলে জানিয়েছেন ইউনিসেফ-এর এক কর্মকর্তা৷

জাতিসংঘের এই সংস্থার এক রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের সংঘাতপূর্ণ এলাকা এবং যেখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে, সেসব জায়গায় বিপুল সংখ্যক শিশুকে হত্যা করা হয়েছে৷ এদের মধ্যে অনেককে মানবঢাল হিসেবে কিংবা সরাসরি যুদ্ধে ব্যবহার করা হয়েছে৷ ইউনিসেফ-এর জরুরি কর্মসূচির পরিচালক ম্যানুয়েল ফন্টেইন বলেছেন, ‘‘বাড়ি, স্কুল এবং খেলার মাঠে শিশুরা ভয়াবহ হামলা ও সহিংসতার শিকার হয়েছে৷ যেহেতু কিছু এলাকায় বছরের পর বছর ধরে হামলা চলছে, আমরা যেন এটাকে স্বাভাবিক বলে ধরে না নেই৷ এভাবে চলতে দেয়া উচিত নয়৷''

আফ্রিকায় শিশুদের অবস্থা সবচেয়ে খারাপ

রিপোর্টে বলা হয়েছে, আফ্রিকার সংঘাতপূর্ণ এলাকাগুলোতে শিশুদের সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে৷ ডিআর কঙ্গোতে প্রায় ১০ লাখ শিশু গত এক বছরে গৃহহীন হয়েছে বা অন্যত্র চলে গিয়েছে৷ সেখানে ৪০০টিরও বেশি স্কুলে হামলা চালানো হয়েছিল৷

নাইজেরিয়া এবং ক্যামেরুনে ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এ বছর ১৩৫ জন শিশুকে আত্মঘাতী হামলাকারী হিসেবে প্রশিক্ষণ দিয়েছে, যা গত বছরের তুলনায় পাঁচগুণ বেশি৷

দক্ষিণ সুদানে ২০১৩ সাল থেকে এ পর্যন্ত ১৯ হাজার শিশুকে জোর করে সেনাবাহিনীতে নিয়োগ দেয়া হয়েছে৷

মধ্যপ্রাচ্য সংকট

ইউনিসেফ-এর তথ্য অনুযায়ী, ইয়েমেনে ২০১৫ সালের মার্চে গৃহযুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৫ হাজার শিশু প্রাণ হারিয়েছে৷ বর্তমানে ২০ লাখ শিশু খাদ্যের অভাবে ভয়াবহ অপুষ্টিতে ভুগছে৷

এপিবি/জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ