1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিজ্ঞানে আগ্রহ হবে কিভাবে?

২৯ মার্চ ২০১৬

অনেক বাবা-মাই চান তাঁদের সন্তান বিজ্ঞান বিষয়ে আগ্রহী হয়ে উঠুক৷ কিন্তু সবসময় তা সম্ভব হয়ে ওঠে না৷ তবে জার্মানিতে একটি বিজ্ঞান কেন্দ্র আছে যেখানে গেলে শিশুরা বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে ওঠে৷

বার্লিনে বিখ্যাত ইন্টারনেট সম্মেলন রিপাবলিকা
ছবি: picture-alliance/dpa

প্রতিবছর প্রায় দুই লক্ষ ৭০ হাজার দর্শক ফেনোতে যায়৷ এর মধ্যে স্কুল শিক্ষার্থীদের দলও আছে৷ বিজ্ঞান কেন্দ্রের গাইড গিজেলা ক্রাউজে-ব্যার্থেল জানান, ‘‘ফেনোকে এমনভাবে সাজানো হয়েছে যেন শিশুরা বিজ্ঞানের বিষয়গুলোতে মজা পায়৷ কোন বিষয়ে তারা পরীক্ষা করতে চায় সেটা নিজেরাই ঠিক করে৷ এভাবে তারা মনোযোগ ছাড়াই অনেককিছু শিখতে পারে৷''

শিশুরা যখন নিজেরা চেষ্টা করে কোনো সমাধান বের করে তখন সেই তথ্য তাদের মস্তিষ্কে ভালোভাবে গেঁথে যায়৷ শিশুরা তাদের বিচারবুদ্ধি দিয়ে বিজ্ঞান বোঝার চেষ্টা করে এবং এভাবে তারা আনন্দ পায়৷

পেরেকের বিছানার উপর নিজেদের ওজন ভাগ হয়ে যাওয়ার অনুভূতি ফেনোতে গিয়ে বুঝতে পারে শিক্ষার্থীরা৷ মাকড়সা কীভাবে শৈল্পিক উপায়ে তাদের বাসা বানায় সেটাও শিশুরা নিজেরাই পর্যবেক্ষণ করে দেখতে পারে৷

ফেনোর একটি ল্যাবে পৃথিবী নিয়ে ওয়ার্কশপের ব্যবস্থা আছে৷ সেখানে শিশুরা কেঁচো কীভাবে ত্বক দিয়ে শ্বাস নেয় আর কীভাবে নড়াচড়া করে তা জানতে পারে৷

এছাড়া খাবার পানি কীভাবে তৈরি হয়েছে? পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট কীভাবে কাজ করে এ সম্পর্কেও ধারনা পায় শিশুরা৷

ফেনোর লক্ষ্য শিশুদের অনেক আনন্দ দেয়া আর তাদের কৌতূহলকে জাগ্রত করে তোলা৷ শিক্ষার্থীদের যদি নিজে নিজে শেখা আর অনেক অনুশীলন করানোর মাধ্যমে উৎসাহিত করে তোলা যায়, তাহলে তারা কৌতূহলী হয়ে বেড়ে ওঠে, তাদের মধ্যে জানার আগ্রহ গড়ে ওঠে৷

জেডএইচ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ