অস্টিন জোনস গান গেয়ে ভিডিও প্রস্তুত করে অনলাইনে প্রকাশ করতেন৷ তার ভক্তরা মূলত টিনএজ মেয়ে৷
২০১৭ সালে অস্টিনকে গ্রেপ্তার করা হয়৷ ২০১৯ সালের শুরুতে তিনি এই ঘটনায় তার অপরাধ স্বীকার করেন৷
ছয়টি মেয়ের কাছ থেকে এ ধরনের ভিডিও আনার কথা অস্টিন স্বীকার করেছেন বলে জানিয়েছেন মামলার আইনজীবী৷ আরো ৩০ জন মেয়েকে অন্যদের কাছ থেকে এমন ভিডিও আনতে বলার কথাও স্বীকার করেছেন অস্টিন৷
অভিভাবকরা সবসময়ই শিশুদের সেরাটি দিতে চান৷ ইউটিউবে ভিডিও দেখানোর ক্ষেত্রেও তাই৷ চলুন ছবিঘরে দেখে নিই শিশুদের জন্য ইউটিউবে এমন কয়েকটি ভিডিও চ্যানেলের কথা, যার অনেকগুলোই ইতিহাস রচনা করেছে৷
ছবি: picture-alliance/blickwinkel/McPHOTOএকেবারে শিশুদের জন্য এই চ্যানেলটি৷ নার্সারি রাইম নিয়ে শিক্ষণীয় ও মজার সব ভিডিও এরই মধ্যে খুব জনপ্রিয়তা অর্জন করেছে৷ এর ভিডিওগুলো এখন পর্যন্ত ১ হাজার ৫শ’ কোটি বারেরও বেশি দেখা হয়েছে৷
ছবি: Youtubeএই চ্যানেলটিও খুব ছোট শিশুদের জন্য৷ হুড তোলা একটি জাম্পস্যুট পরা এক শিশু নানান মিউজিক্যাল অ্যাডভেঞ্চারে যায়৷ এবিসিডি নিয়েও ভিডিও আছে চ্যানেলটিতে৷
ছবি: Youtubeকার্টুন, পাপেট ও বাস্তব শিশুদের নিয়ে একটি ব্যান্ডের ভিডিও চ্যানেল এটি৷ এখানে শিশুদের মিউজিক ও নানান পণ্য নিয়েও ভিডিও আছে৷
ছবি: Youtubeএই চ্যানেলটি একটু বড় শিশুদের জন্য৷ রায়ান নামের এক ছোট্ট বালক, তার পরিবার ও অসংখ্য খেলনার চ্যানেল এটি৷ রায়ান নিত্য নতুন খেলনা নিয়ে ভিডিও তৈরি করে এই চ্যানেলে আপলোড করে৷ এছাড়া বিভিন্ন সায়েন্স প্রজেক্ট, প্র্যাংকসহ নানান মজার ভিডিও থাকে৷ এই চ্যানেলটি ইউটিউবের সবচেয়ে আয় করা চ্যানেলগুলোর একটি৷
ছবি: Youtubeএটিও নতুন নতুন খেলনা নিয়ে চ্যানেল৷ এসব খেলনা কিভাবে খুলতে হবে, খেলতে হবে তা-ই নিয়ে এই চ্যানেল৷ এটিও ভীষণ জনপ্রিয় একটি চ্যানেল৷
ছবি: Youtubeএই চ্যানেলটি দেখলে বাচ্চারা রান্নাঘরে নানান মিষ্টি খাবার তৈরি করতে উৎসাহী হবে৷ এছাড়াও এখানে চ্যালেঞ্জ ভিডিওসহ নানান রকমের কনটেন্ট আছে৷
ছবি: Youtubeশিক্ষা বিষয়ক নানান ইউটিউব চ্যানেলও খুব জনপ্রিয়৷ যেমন ক্র্যাশ কোর্স কিডস৷ গ্রেড স্কুলের বিজ্ঞান বিষয়ক শিক্ষা দেয় এই চ্যানেলটি৷ প্রকৌশল, ফিজিক্স, লাইফ সায়েন্সসহ নানান বিষয় খুব চমৎকার করে উপস্থাপন করা হয় এই চ্যানেলে৷
ছবি: Youtubeকুল স্কুলে বই পড়া, ভাষা শিক্ষা, আর্ট ক্লাস ছাড়াও নানান মজার বিষয় শেখানো হয়৷ নানান মজার মজার চরিত্র এখানে শিশুদের পড়ায়৷ এছাড়া সাই-শো কিডস, ফ্রি স্কুলসহ বেশ কয়েকটি শিক্ষা বিষয়ক চ্যানেল খুব জনপ্রিয়৷
ছবি: Youtubeডিজনি চ্যানেল, কার্টুন নেটওয়ার্ক, নিকেলোডেনসহ জনপ্রিয় টিভি চ্যানেলগুলোর ইউটিউব ভার্সনগুলোও খুব জনপ্রিয়৷
ছবি: Youtubeকিডজ বপ, দ্য কিবুমার্স, ডিজনি মিউজিক ভেভো চ্যানেলগুলো শিশুদের কাছে খুবই জনপ্রিয়৷
ছবি: Youtubeশিশু ঘুমাচ্ছে না? চালিয়ে দিন বেস্ট বেবি লালাবাইজ চ্যানেলটি৷ এর চমৎকার সংগীত শিশুকে ঘুম পাড়াতে বাধ্য৷
ছবি: Youtube শুক্রবার এক ফেডারেল আদালতের বিচারক ২৬ বছর বয়সি এই ইউটিউবারকে ১০ বছরের সাজা দিয়েছেন৷ অপরাধের প্রকৃতি অনুযায়ী ৫ থেকে ২০ বছরের সাজার বিধান রয়েছে আইনে৷
অস্টিনের পাঠানো বিভিন্ন টেক্সট ম্যাসেজের সূত্র ধরে আইনজীবীরা তার অপরাধ প্রমাণ করতে সমর্থ হয়েছেন৷ তাঁরা জানিয়েছেন, অস্টিন অডিশনের কথা বলে মেয়েদের এমন কাজে প্রলুব্ধ করতেন৷
আদালতে জমা দেয়া প্রমাণের একটিতে দেখা যায়, ফেসবুক ম্যাসেঞ্জারে ১৪ বছরের এক মেয়েকে জোনস বলছেন, ‘‘আমি শুধু তোমাদের সাহায্য করার চেষ্টা করছি৷ আমি জানি তোমরা নিজেদের আমার সবচেয়ে বড় ভক্ত প্রমাণের চেষ্টা করছো৷ এবং আমিও চাই না, অন্য কাউকে খুঁজে নিতে৷''
আইনজীবীরা জানান, ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করে ১৪-১৫ বছর বয়সি মেয়েদের সঙ্গে অস্টিনের এমন আলাপচারিতার তথ্য কর্তৃপক্ষই ‘ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন'-কে জানিয়েছে৷
অস্টিনের আইনজীবী অবশ্য সাজা কমিয়ে পাঁচ বছর করার আবেদন জানিয়েছিলেন৷ আদালতকে তিনি বলেন, ‘‘অস্টিন নিজেই ছয় বছর থেকে ১০ বছর বয়স পর্যন্ত নিজের বাবার কাছে যৌন হয়রানির শিকার হয়েছে৷ সে ছোট, ভীত এবং অসহায় ছিল৷''
আদালতে তাঁরা দাবি করেন, অস্টিন বিষন্নতা ও অন্যান্য মানসিক সমস্যায় ভুগছেন৷
এডিকে/এসিবি (এএফপি)