1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে শিশুপাচার ও যৌন উৎপীড়ন

রাজীব চক্রবর্তী নতুন দিল্লি
১৪ সেপ্টেম্বর ২০১৭

১২৫ কোটির দেশে একটি নামি-‌দামি স্কুলে শিশুছাত্রকে যৌন নিপীড়ন করে খুন করার অভিযোগ৷ অন্যদিকে, সচেতনতা বাড়ানো এবং শিশু সুরক্ষা নিশ্চিত করতে আইন প্রনয়ণের দাবিতে এক অভিনব পদযাত্রা৷ কোন পথে এগোচ্ছে ভারত?‌

Indien Demo Kindesmissbrauch
ছবি: AP

এ দেশে শিশুদের ওপর যৌন উৎপীড়নের ঘটনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ বেশিরভাগ ক্ষেত্রেই যৌন উৎপীড়নের শিকার হওয়া শিশুটি উৎপীড়কের পূর্বপরিচিত৷ বাড়ির বাইরে যে জায়গা বাচ্চাদের জন্যে সবচেয়ে নিরাপদ হওয়ার কথা, আজ সেটাই হয়ে উঠেছে ভয়ের আস্তানা৷ স্কুলে পড়ুয়াদের যৌন হেনস্থা থেকে শুরু করে খুনের ঘটনা এখন প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে৷ ২০১৫ সালে মোট ১০,৮৫৪টি ঘটনা নথিভুক্ত হয়েছে৷ বলাই বাহুল্য, প্রকৃত ঘটনার সংখ্যা এর আরও কয়েক গুণ বেশি৷

২০১৬ সালে ভারত থেকে ৯০০০টি শিশু পাচারের অভিযোগ নথিভুক্ত হয়েছে৷ সরকারি হিসেব অনুযায়ী, যা তার আগের বছরের তুলনায় ২৭ শতাংশ বেশি৷ এক্ষেত্রেও প্রকৃত সংখ্যাটা অনেক বেশিই হবে৷ সমীক্ষায় দেখা গেছে, পাচার হওয়া ও যৌন হেনস্থার শিকার হওয়া শিশুদের অধিকাংশই প্রত্যন্ত গ্রামের বাসিন্দা৷ ভালো কর্মসংস্থানের লোভ দেখিয়ে তাদের শহরে এনে বিক্রি করে দেয় শিশু পাচারকারীরা৷ এদের অনেককে শহরের ছোটখাটো দোকান, কারখানা অথবা বড়সড় শিল্পের আশেপাশে শ্রমিক হিসেবে কাজে লাগানো হয়৷ কাউকে আবার বিদেশে পাচার করা হয়৷ এছাড়া শিশুকন্যাদের বিক্রি করে দেওয়া হয় পতিতালয়ে৷ অনেকক্ষেত্রেই এদের কোনো পারিশ্রমিক দেওয়া হয় না৷ একপ্রকার বন্দি করে রাখা হয়৷ ভারতের ‘‌ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো'‌-র দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালে প্রায় ১৫,০০০ শিশু ধর্ষণ-‌সহ যৌন অত্যাচারের শিকার হয়েছে, যা তার আগের বছরের তুলনায় ৬৭ শতাংশ বেশি৷

দেশের বিভিন্ন স্কুলে শিশুহত্যার ঘটনা চলছে৷ স্বাভাবিকভাবেই এতে উদ্বিগ্ন নোবেলজয়ী সমাজকর্মী কৈলাশ সত্যার্থী৷ রাজনীতিকদের স্কুলে ফিরে যেতে আর্জি জানিয়েছেন তিনি৷ দেশ জুড়ে শিশুদের ধর্ষণ ও যৌন নিগ্রহের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গত ১১ সেপ্টেম্বর কন্যাকুমারীতে তিন বছর ব্যাপী ‘‌ভারত যাত্রা মিছিল'-‌এর সূত্রপাত করেন তিনি৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও ছ'‌টি যাত্রা বের হবে৷ প্রতিটি দল ১৬ অক্টোবর দিল্লিতে মিলিত হবে৷ বিশ্বের সবচেয়ে বড় আন্দোলনের আকার নিতে চলেছে এই র‌্যালি৷ ২২টি রাজ্য জুড়ে মোট ১১,০০০ কিলোমিটারের পদযাত্রা, এর আগে কখনও হয়নি৷

১৯৮০ সালে ‘‌বচপন বাঁচাও আন্দলন'‌-এর সূত্রপাত ঘটান কৈলাশ সত্যার্থী৷ ২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন তিনি৷ এ পর্যন্ত ৮০,০০০ শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন সত্যার্থী৷

ডয়চে ভেলের সঙ্গে কথা বলতে গিয়ে সত্যার্থী জানান, ‘‌‘‌শিশুদের ওপর যাবতীয় অন্যায়ের ঘটনায় বহুক্ষেত্রে বিচার পেতে দেরি হওয়া, অভিযুক্ত ছাড়া পেয়ে যাওয়া এবং বিচারে বিলম্ব লক্ষ্য করা যায়৷ দেশে শিশুদের ওপর অত্যাচারের ঘটনার মাত্র ৪ শতাংশ মামলায় অভিযুক্তরা শাস্তি হয়েছে৷ এবং ৬ শতাংশ মামলায় অভিযুক্ত মুক্তি পেয়েছে৷ বাকি ৯০ শতাংশ মামলা এখনও ঝুলে রয়েছে৷'' তাঁর কথায়, ‘‌‘‌এর সমাধানে দেশে ‌শিশুবান্ধব বিচারব্যবস্থা প্রয়োজন৷''

যে ঘটনা নিয়ে এখন গোটা ভারত উত্তাল, সেই ঘটনায় রহস্য ক্রমেই ঘনাচ্ছে৷ গত ৮ সেপ্টেম্বর প্রদ্যুম্নের গলা কাটা দেহ মিলেছিল স্কুলেরই শৌচাগার থেকে৷ শিশুটিকে খুনের অভিযোগে সে দিন বিকেলেই গ্রেপ্তার করা হয় ওই স্কুলের এক বাসের খালাসি অশোক কুমারকে৷ গুরুগ্রামের ওই স্কুলে সাত বছরের শিশুর খুনের ঘটনায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন অভিভাবকরা৷ ভয়ংকর এই পরিস্থিতির মোকাবিলা করতে এবার নড়েচড়ে বসেছে কেন্দ্র সরকার৷ স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা আরও কঠিন করার উদ্যোগ নিয়েছে কেন্দ্র৷ শিশু অধিকার সংস্থা এবং সিবিএসই-র মতো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে দ্রুত নিরাপত্তা বিষয়ক গাইডলাইন কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে৷

শিশুর ওপর যৌন উৎপীড়নের বহু ঘটনা প্রতিদিন সামনে আসছে৷ তার মধ্যে একটি হলো, স্কুল ছুটির পর ‘চেনা কাকু'-র ডাকে ছোট্ট মেয়েটি গিয়েছিল টয়লেটে৷

সেখানেই তাকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফলে চলে যায় অভিযুক্ত৷ ওই অবস্থায় বাড়ি ফেরার পর গোপনাঙ্গ থেকে রক্ত বেরচ্ছে দেখে তাকে প্রশ্ন করতেই সব বলে মেয়েটি৷ তৎক্ষণাত্‍ মেয়েকে হাসপাতালে ভর্তি করেন তার অভিভাবক৷ খবর দেওয়া হয় পুলিশেও৷ ঘটনাটি ঘটেছে গত কাল শনিবার ৯ সেপ্টেম্বর বিকেলে, দিল্লির একটি বেসরকারি স্কুলে৷ অভিযুক্ত স্কুলটির পিওন হিসেবে কর্মরত ছিল৷

ঘটনার শেষ নেই৷ ইউনিফর্ম ভেজা থাকায় সাধারণ পোশাকে স্কুলে গিয়েছিল ক্লাস-ফাইভের এক ছাত্রী৷ ডায়েরিতে তা লিখেও দিয়েছিলেন অভিভাবক৷ কিন্তু তাতে কী? শিক্ষককে তো শাস্তি দিতে হবে! তবে এমন শাস্তি সত্যিই কুরুচিকর, লজ্জাজনক৷ ১১ বছরের মেয়েটিকে দাঁড় করিয়ে রাখা হল পুরুষদের শৌচাগারে৷ হায়দ্রাবাদের একটি বেসরকারি স্কুলে ঘটেছে এই ন্যক্কারজনক ঘটনাটি৷

বন্ধু, শিশু নিপীড়নকারীর কী শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ