1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুরা মনে রাখ এই নম্বর – ১০৯৮

৮ নভেম্বর ২০১৬

শিশু নির্যাতন থেমে নেই৷ বাংলাদেশ মহিলা পরিষদের হিসেবে অক্টোবর মাসে সেপ্টেম্বরের তুলনায় শিশু নির্যাতনের সংখ্যা বেড়েছে৷ দিনাজপুরে পাঁচ বছরের একটি মেয়েকে ধর্ষণের ঘটনা বেশ আলোচিত হয়েছে৷

শিশু ধর্ষণ (প্রতীকী ছবি)
ছবি: picture alliance/dpa/P. Pleul

এই পরিস্থিতিতে ইউনিসেফ-এর সহায়তায় সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্প্রতি একটি হেল্পলাইন চালু করেছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন৷ হেল্পলাইনের নম্বর ১০৯৮৷ শিশুরা যে-কোনো মোবাইল অপারেটর ব্যবহার করে এই নম্বরে ফোন করে ঝুঁকি বা নির্যাতনের কথা জানিয়ে সহায়তা চাইতে পারবে৷ হেল্পলাইনটি টোল-ফ্রি, অর্থাৎ সেখানে ফোন করতে কোনো টাকা লাগবে না৷ এই কল সেন্টারে ফোন করে ২৪ ঘণ্টা সেবা পাওয়া যাবে৷ 

বড়দের মধ্যে কেউ শিশু অধিকার লঙ্ঘন, শিশু নির্যাতন, নিগ্রহ বা সামাজিক নিরাপত্তা ব্যাহত হওয়ার ঘটনা কিংবা শিশুদের সুরক্ষা সংক্রান্ত কোনো তথ্য জানলে তাঁরাও ঐ নম্বরে ফোন করতে পারবেন৷ 

আনুষ্ঠানিক উদ্বোধন সম্প্রতি হলেও অনানুষ্ঠানিকভাবে গত বছরের ডিসেম্বর থেকেই এর কার্যক্রম শুরু হয়েছিল৷ এর মাধ্যমে এ পর্যন্ত ৩৭৯টি বাল্যবিয়ে ঠেকানো গেছে এবং ২ হাজার ৭০ শিশুকে স্বাস্থ্য ও শিক্ষা সহায়তার পাশাপাশি আইনি সেবা দেওয়া হয়েছে  বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা৷

সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছেন অনেকে৷ স্বপন রায় ফেসবুকে লিখেছেন, ‘‘এই হেল্প লাইনটার খুবই প্রয়োজন ছিল৷’’

তবে শুধু হেল্পলাইন চালু করাই যথেষ্ট নয় বলে মনে করেন ‘অপরাজেয় বাংলাদেশ’-এর নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু৷ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে সংস্থাটি৷ জাতীয় এক দৈনিককে দেয়া সাক্ষাৎকারে বানু বলেন, ‘‘শিশু নির্যাতনের পর ফোন ধরে ফোনেই কাউন্সেলিং করে লাভ হবে না; নির্যাতনের হাত থেকে শিশুদের তাৎক্ষণিকভাবে রক্ষার জন্য ‘কুইক রেসপন্স টিম’ থাকতে হবে৷’’ 

এর আগে নারীদের সহায়তায় একটি হেল্পলাইন চালু করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়৷ নম্বর ১০৯২১৷ মন্ত্রণালয়ের ওয়েবসাইট বলছে, ২০১২ সালের জুন মাস থেকে চলতি বছরের মে পর্যন্ত এই হেল্পলাইন থেকে প্রায় এক লক্ষ ৮২ হাজার ধরণের সেবা দেয়া হয়েছে৷

জেডএইচ/ডিজি (বিডিনিউজ, ইউনিসেফ)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ