1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুরা স্কুলে যেতে পারছে না, পানি নেই অনেক জায়গায়

৬ এপ্রিল ২০১৫

হুতি বিদ্রোহীরা ইয়েমেনে সরকার উৎখাতের চেষ্টা করছে৷ তাদের বিরুদ্ধে অভিযানে নেমেছে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট৷ এতে বিপদে পড়েছেন দেশটির শিশু, নারী সহ সাধারণ মানুষ৷

Jemen Humanitäre Lage
ছবি: picture alliance/abaca

ইউনিসেফ বলছে, সংকটের কারণে সেদেশের দশ লক্ষেরও বেশি শিশু স্কুলে যেতে পারছে না৷

ফাইয়াজ আহমাদ বিবিসির একটি প্রতিবেদন শেয়ার করেছেন৷ ইয়েমেনের এডেন শহরের বাসিন্দারা ‘পাঁচ দিন ধরে পানিবিহীন' অবস্থায় আছেন বলে প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে৷

হোসাম এল সক্কারি ব্রিটেনের ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট' পত্রিকার একটি প্রতিবেদন শেয়ার করেছেন৷ ইয়েমেনের সাধারণ নাগরিকরাও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হামলার শিকার হচ্ছেন বলে জানাচ্ছে পত্রিকাটি৷

এদিকে ‘ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড' জয়ী সাংবাদিক খালেদ হাম্মাদি নিরাপত্তার অভাবের কারণে সানা থেকে নিজের পালিয়ে যাওয়ার খবর টুইটারে জানিয়েছেন৷ মানবাধিকার কর্মীদের জন্যও জায়গাটি নিরাপদ নয় বলে জানান তিনি৷

পরিস্থিতি সামলাতে জরুরি চিকিৎসা সহায়তা নিয়ে সানায় যাওয়ার অনুমতি পেয়েছে রেড ক্রস৷

ইয়েমেনে মানবাধিকার পরিস্থিতির অবনতিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকারের সমর্থনের ব্যাপারে সেদেশের কোনো গণমাধ্যমের প্রশ্ন না তোলাটা ‘লজ্জাকর' বলে মন্তব্য করেছেন ইওনা ক্রেইগ৷

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা কীভাবে এত শক্তিশালী হয়ে উঠেছে তা নিয়ে একটি প্রতিবেদন প্রচার করেছে বিবিসি-র আরবি বিভাগের সাফা আল আহমাদ৷ প্রতিবেদনটি টুইটারে শেয়ার করেছে জার্মানিইনকেএসএ৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ