মধ্য এশিয়ার এক নারী রাশিয়ার রাজধানী মস্কোর রাস্তায় উৎভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় পুলিশ আটক করেছে৷ তিনি একটি শিশুর কাটা মাথা ব্যাগ থেকে বের করে পুলিশকে দেখিয়েছেন বলে জানা গেছে৷
বিজ্ঞাপন
মস্কোর একটি মেট্রো স্টেশনের কাছে সোমবার এক আয়া এক শিশুর কাটা মাথা হাতে নিয়ে ঘুরছেন, এমন এক ভিডিও ইন্টারনেটে প্রকাশের পর আলোড়ন সৃষ্টি হয়েছে৷ পুলিশের হাতে আটক সেই নারীর মানসিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে এখন, তবে ইতোমধ্যে তার বিরুদ্ধে খুনের মামলাও করা হয়েছে৷
অনলাইন পত্রিকা লাইফনিউজ, যেটির সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, কাটা মাথা হাতে নিয়ে ঘোরাঘুরির ভিডিওটি প্রকাশ করে৷ এতে সেই নারীকে মাথাটি তুলে ধরে দেখাতে দেখা যায়৷ পুলিশ তার কাছে পৌঁছালে মাথাটি ব্যাগ থেকে বের করেন তিনি৷
শিশুদের নিয়ে মন খারাপ করা কিছু খবর
বাংলাদেশে ২০১৩ সালে প্রণীত শিশু আইন অনুযায়ী, ১৮ বছর বয়স পর্যন্ত সকলকে শিশু বলে গণ্য করা হয়৷ শিশুদের নিয়ে ছবিঘরে থাকছে এমন কিছু তথ্য, যা পড়ে আপনার মন খারাপ হতে বাধ্য৷
ছবি: picture-alliance/dpa
সাত মাসে ৬১ গণধর্ষণ
শিশু অধিকার নিয়ে কাজ করে এমন ২৬৭টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ শিশু অধিকার ফোরাম’ এর হিসেবে, চলতি বছরের প্রথম সাত মাসে ৬১টি শিশু গণধর্ষণের শিকার হয়েছে৷ সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই তথ্য জানায় ফোরামটি৷ একই সময়ে ধর্ষণ, উত্ত্যক্তসহ যৌন সহিংসতার শিকার হয় ৩৪৭টি শিশু৷ এর মধ্যে চারটি ছেলেশিশুও রয়েছে৷
ছবি: Getty Images/A. Joyce
বয়স ১৫ হওয়ার আগেই বিয়ে
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের হিসেব অনুযায়ী, বাংলাদেশে গড়ে ২৯ শতাংশ মেয়ের বিয়ে হয় তাদের বয়স ১৫ পার হওয়ার আগে৷ আর ৬৫ শতাংশের বিয়ে হয় বয়স ১৮ পার হওয়ার আগে৷
ছবি: Getty Images/A. Joyce
ঝুঁকিপূর্ণ কাজে শিশু
সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশে ৪৫ লাখেরও বেশি শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত৷ এর মধ্যে প্রায় ১৭ লাখেরও বেশি শিশুর বাস খোদ ঢাকা শহরে৷ বাংলাদেশ সরকার ঝুঁকিপূর্ণ ৩৮টি কাজে শিশুশ্রম নিষিদ্ধ করলেও আদতে তা মানা হচ্ছে না৷ সরকারিভাবে নেই কোনো নজরদারির ব্যবস্থা৷
ছবি: Mustafiz Mamun
কিশোর অপরাধী
পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, বাংলাদেশে গড়ে প্রতিবছর কমপক্ষে দুই হাজার শিশুকে নানা অপরাধে আটক করা হয়৷ শিশু অধিকার ফোরামের হিসেবে, চলতি বছরের প্রথম ছয় মাসে ২৭৬ জন শিশুকে অস্ত্র ও মাদক বহনসহ নানা অভিযোগে আটক করা হয়৷
ছবি: bilderbox
মাত্র তিনটি
আইন অনুযায়ী শিশু-কিশোর অপরাধীদের বিচার করা হয় কিশোর আদালতে৷ এরপর বিচার শেষে শাস্তি ভোগের জন্য তাদের শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর কথা৷ কিন্তু বাংলাদেশে এমন কেন্দ্র আছে মাত্র তিনটি৷ গাজীপুরে দু’টি এবং যশোরে একটি৷ এর মধ্যে গাজীপুরের একটি মেয়েদের জন্য৷ সব মিলিয়ে এই তিনটির ধারণ ক্ষমতা ৬০০৷ অর্থাৎ আটক শিশুদের বড় একটি অংশের জায়গা উন্নয়ন কেন্দ্রে হয় না৷ ফলে তাদের কারাগারে থাকতে হয়৷
ছবি: picture-alliance/dpa
5 ছবি1 | 5
পুলিশের একজন তদন্তকারী জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, আয়াটি একটি বাড়িতে কাজ করতো৷ সেই বাড়িতে থাকা শিশুটির বাবা-মা তাদের বড় ছেলেকে নিয়ে বাইরে গেলে, আয়া ছোট শিশুটিকে জবাই করে৷ এরপর সেই বাড়িতে আগুন জ্বালিয়ে বেরিয়ে যায়৷
তিন-চার বছর বয়সি শিশুটিকে আয়া কেন হত্যা করেছে তা এখনও জানা যায়নি৷ তবে শিশুটির মাথায় আরো আঘাতের চিহ্ন রয়েছে, যা থেকে এটা বোঝা যাচ্ছে যে, তাকে হত্যার আগে বর্বরভাবে নির্যাতন করা হয়েছে, জানান তদন্তকারী৷
আলোচিত আয়ার জন্ম ১৯৭৭ সালে এবং মধ্য এশিয়া থেকে রাশিয়ায় গিয়েছিলেন তিনি, আপাতত এর চেয়ে বেশি তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেছে মস্কো পুলিশ৷