1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুর কান্না থামাতে যাজকের চড়!

২৫ জুন ২০১৮

শিশুর কান্না থামাতে চড় মেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফরাসি এক যাজক৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে এর ভিডিও ছড়িয়ে পড়লে তাকে তাৎক্ষণিক অবসরে পাঠিয়েছে কর্তৃপক্ষ৷

Symbolbild Kindesmissbrauch katholische Kirche (Imago/blickwinkel)
ছবি: Imago Images/blickwinkel

জন্মের পর শিশুকে বিশুদ্ধ করার খ্রিষ্টান ধর্মীয় প্রক্রিয়া ব্যাপ্টিজম৷ ফ্রান্সের এক গির্জায় এমনই এক অনুষ্ঠানে দুই বছরের ছোট্ট শিশুটিকে নিয়ে এসেছিলেন বাবা-মা৷ কিন্তু খ্রিষ্ট ধর্মে দীক্ষিত হতে যাওয়া শিশুটির কান্না থামছিলই না৷

যাজক জাঁক লাক্রোঁ অনেকক্ষণ ধরেই শিশুটিকে থামতে অনুরোধ করছিলেন৷ কিন্তু দুই বছরের শিশু কি আর এত সব বোঝে! তার কান্না বরং বেড়েই চলেছিল৷

ভিডিওতে দেখা যায়, একসময় শিশুটির মুখে ধরে জোর করে নিজের দিকে ফেরান ৮৯ বছর বয়সি যাজক৷ অনেকটা ধমকের সুরেই চুপ করতে বলেন শিশুটিকে৷

তাতেও কান্না না থামলে এক পর্যায়ে শিশুটিকে চড় মেরে বসেন যাজক৷ সাথে সাথেই শিশুটির বাবা-মায়ের মুখ থেকে হাসি উধাও হয়ে যায়৷

দূর থেকে অনেককেই বলতে শোনা যায়, ‘বাচ্চাটিকে মারবেন না'৷ শিশুর মা যাজকের হাত থেকে সন্তানকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হন৷ তবে এক পর্যায়ে বাবা তাকে ছাড়িয়ে নিতে সমর্থ হন৷

ভিডিওটি এরই মধ্যে নানা যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ একটি ইউটিব ভিডিও পাঁচ দিনেই দেখা হয়েছে ৪৩ লক্ষ বারেরও বেশি৷ প্রায় দেড় হাজার কমেন্টে ব্যবহারকারীরা জানিয়েছেন যাজকের এমন আচরণের নিন্দা৷

এডিকে/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ