1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুর কান্না থামানোর সহজ উপায়

২৮ এপ্রিল ২০১৭

যুক্তরাষ্ট্রের এক ডাক্তার ৩০ বছর ধরে শুধু শিশুদেরই চিকিৎসা করছেন৷ তাঁর একটা বিশেষত্ব হলো, শিশু যখন কেঁদেকেটে সারা বাড়ি মাথায় তোলে, তখন এক মুহূর্তে তাদের কান্না থামাতে পারেন তিনি৷

Mutter mit Säugling beim Kinderarzt
ছবি: picture-alliance/Joker

ক্যালিফোর্নিয়ার স্যান্টা মোনিকার শিশুরোগ বিশেষজ্ঞ ডা. রবার্ট সি হ্যামিল্টন প্রথম এমন দাবি করেছিলেন ২০১৫ সালের ডিসেম্বরে৷ খুব ঢাক-ঢোল পিটিয়ে বিশেষ দক্ষতার কথাটি প্রচার করেননি, শুধু নিজের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পোস্ট করেছিলেন৷ মাত্র তিন দিনে ১০ লক্ষ বার দেখা হয়েছিল সেই ভিডিও!

ভিডিওটি সত্যিই বারবার দেখার মতো৷ ক্রন্দনরত শিশুকে ধরে শুধু তার হাত দুটো বুকে কোণাকুনি ভাঁজ করে শরীরটাকে ৪৫ ডিগ্রি কোণে তুলে ধরেন ডা. রবার্ট সি হ্যামিল্টন৷ অমনি থেমে যায় কান্না৷ যে যতবার দেখতে চেয়েছে, ততবারই এভাবে বাচ্চার কান্না থামিয়ে দেখিয়েছেন অভিজ্ঞ এই শিশু চিকিৎসক৷

ডা. হ্যামিল্টন অবশ্য সব শিশুর কান্না এভাবে থামানোরপক্ষপাতি নন৷ যেসব শিশুর বয়স তিন মাসের মধ্যে, শুধু তাদের কান্নাই এভাবে থামান তিনি৷ তিনি মনে করেন, তিন মাসের পর শিশুর ওজন বেশ দ্রুত বাড়তে থাকে, তাই তখন তাকে খুব সহজে হাত দুটো বুকে ভাঁজ করে ওভাবে তুলে ধরা একটু কঠিন হয়ে যায়৷

এসিবি/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ