1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুর পেছনেও পাপারাৎসি

৪ অক্টোবর ২০১৪

মা-কে হারিয়েছিলেন যাঁদের কারণে, তাঁর শিশু সন্তানের পিছনেও লেগেছে সেই পাপারাৎসিরা৷ বেপরোয়া এক ফটোসাংবাদিককে তাই প্রিন্স উইলিয়ামের অনুরোধ, ‘‘আমার সন্তানকে একটি সাধারণ শিশুর মতো বেড়ে উঠতে দিন৷’’

Prinz George mit seinen Eltern 02.07.2014 London
ছবি: Reuters

উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানা মারা যান ১৯৯৭ সালে৷ পাপারাৎসিরা পিছু নিলে তাদের এড়াতে গিয়েই প্রেমিক দোদি ফায়েদ আর তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হন৷ ডায়ানার ছেলে প্রিন্স উইলিয়ামও যতটা সম্ভব ফটোসাংবাদিকদের এড়িয়ে চলেন৷ পরিবারের অন্য সদস্যরাও চান না হরহামেশা খবরের শিরোনাম হতে৷

কিন্তু প্রিন্স উইলিয়াম আর তাঁর স্ত্রী, ডাচেস অফ কেমব্রিজ কেট মিডলটনের ছবির জন্য তো বটেই, এমনকি তাঁদের ১৪ মাস বয়সি সন্তান প্রিন্স জর্জ-এর ছবি তোলার জন্যও ফটোসাংবাদিকরা মরিয়া৷ কয়েকদিন আগে লন্ডনের সেন্টারপার্কে এক পাপারাৎসি এমন শুরু করেছিল যার পরিণামে ব্রিটেনের রাজপরিবার বেশ বিরক্ত এবং আতঙ্কিত৷ এক বিবৃতিতে তাই প্রিন্স উইলিয়াম পাপারাৎসির প্রতি তাঁর সন্তানকে স্বাভাবিকভাবে বেড়ে তোলার কাজে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন৷ বিবৃতিতে উইলিয়াম এবং কেট বলেছেন, ‘‘তাঁদের সন্তান এবং তার দাইমাকে কেউ অপদস্থ করছে এটা কোনো বাবা-মায়ের পক্ষেই সহ্য করা সম্ভব নয়৷''

কেট মিডলটন সংবাদমাধ্যমকে এমনিতে এড়িয়ে চললেও সম্প্রতি বিশ্বের প্রায় সব দেশেই খবরের শিরোনাম হয়েছেন৷৷ ব্রিটেনের কেনসিংটন প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, ডাচেস অফ কেমব্রিজ আবার মা হতে চলেছেন৷ অর্থাৎ উইলিয়াম-কেট দম্পতির ঘরে আসছে নতুন অতিথি!

এসিবি/এসবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ